অনলাইন ইনকাম

বর্তমানে অনলাইন ইনকাম এর প্রতি সানুষের ঝুঁক বেশী।কেউ কেউ এটাকে পেশা বানিয়ে নিয়েছে আবার কেউ পার্টটাইম ইনকাম করছে।আবার অনেকেই ইনকাম এর জন্য গাইডলাইন খুজজে।তাই এই আর্টিকলে এর মাধ্যমে অনলাইন ইনকাম এর পূর্ণাঙ্গ আলোচনা করব

চলুন জেনে নেই অনলাইন থেকে ইনকাম এর উপায়।

অনলাইন থেকে আপনি দুইভাবে কাজ করে ইনকাম করতে পারবেন।

১) প্রফেশনাল কাজ।

২) পার্ট টাইম কাজ।

প্রথমে জানি

প্রফেশনাল কাজ কী ও কোন গুলো? – Professional work

যে কাজ করে আপনি মোটামোটি আপনি ভালো লেভেল এর ইনকাম করতে পারবেন সেই গুলোকে প্রফেশনাল কাজ বলে। যেমন দরেন:

1. ডিজিটাল মার্কেটিং,

2. গ্রাফিক্স ডিজাইন,

3. প্রোগ্রামিং,

4. অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি

পার্ট টাইম কাজ কোন গুলো? – Part time work

মাইক্রোজব সাইট থেকে ইনকাম,

ক্যাপচা পূরণ করে ইনকাম,

ফেসবুক থেকে দিয়ে ইনকাম,

সার্ভে করে ইনকাম,

পিটিসি সাইট থেকে ইনকাম ইত্যাদি।

অ্যাফিলিয়েট মার্কেটিং

এফিলিয়েট মার্কেটিং খুবই জনপ্রিয় একটি ইনকাম মাধ্যম।অ্যাফিলিয়েট মার্কেটিং করে বর্তমানে প্রচুর মানুষ ভালো টাকা ইনকাম করছে।অ্যাফিলিয়েট মার্কেটিং কাজটি হলো আপনাকে কোনো ই-কমার্স প্রতিষ্ঠান থেকে অ্যাফিলিয়েট পার্টনারশিপ নিয়ে তাদের পন্য বিক্রিতে সহযোগিতা করা।এরপর আপনাকে সেখান থেকে কিছু কমিশন দেওয়া হবে।

বি:দ্র: এখানে শুধু ইনকাম এর মাধ্যম গুলো বলা হয়েছে এবং বেসিক টুকু বলা হয়েছে বিস্তারিত এত সংক্ষেপে লিখা সম্বব নয় চিহ্নিত স্থানে ক্লিক করলে বিস্তারিত পাবেন।আশা করি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।ধন্যবাদ।

ডিজিটাল মার্কেটিং:

কোনো কোম্পানি বা ব্রান্ডকে প্রচার করার জন্য বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপক চাহিদা রয়েছে বর্তমান বাজারে।

খুব অল্প সময়ের মধ্যেই ডিজিটাল মার্কেটিং প্রক্রিয়ায় আপনি আপনার ব্যবসা প্রচার করতে পারবেন একই সাথে ফ্রিল্যানসিং মার্কেটপ্লেস গুলো থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন যেটিকে বর্তমানে মানুষ পেশা হিসেবে বেছে নিয়েছে।

গ্রাফিক্স ডিজাইন:

বর্তমান সময়ে ব্যাপক চাহিদা পূর্ণ একটি কাজ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন।এই গ্রাফিক্স ডিজাইন করে আপনি নানা উপায়ে টাকা ইনকাম করতে পারবেন।ফ্রিল্যনসিং মার্কেট প্লেস থেকে বায়ারদের লোগো, বিজন্যাস কার্ড, ব্যানার ইত্যাদি ডিজাইন করে দিয়ে ইনকাম করতে পারবেন।আপনি যদি গ্রাফিক্স ডিজাইন পারেন তাহলে আপনাকে যে শুধু ফ্রিল্যানসিং মার্কেটপ্লেস থেকে ইনকাম করবেন তা নয়।আপনাদের ইনকাম এর জন্য আরও অনেক জায়গা রয়েছে যেখানে আপনি আপনার মেধা আর কাজ দিয়ে ইনকাম করতে পারবেন।

অফলাইনেও আপনি ইনকাম করতে পারবেন।

ক্যাপচা পূরণ করে ইনকাম:

অনলইন থেকে যদি কেও পার্ট টাইম কাজ করে ইনকাম করতে চান তাহলে আপনার জন্য ক্যাপচা টাইপ করে ইনকাম এর উপায় হতে পারে বেস্ট একটি মাধ্যম।এখানে আপনাকে একটি একটি করে ক্যাপচা দেয়া হবে সেই গুলো দেখে দেখে টাইপ করতে পারলে আপনি ইনকাম করতে পারবেন।এটি ডাটা এন্ট্রি কাজ এর মতোই

বিস্তারিত এখানে

মাইক্রোজব সাইট থেকে ইনকাম:

কেউ যদি অনলাইন থেকে অন্য কাজ এর ফাকে ফাকে অথবা অবসর সময়ে ইনকাম করতে চান তাহলে আমি বলব মাইক্রোজব সাইট আপনাদের জন্য সেরা মাধ্যম।আপনি এখানে নিয়মিত ২/৩ ঘন্টা কাজ করলে মাসে ৫/৬ হাজার টাকা অনায়াসে আসবে।

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ইনকাম – Earn money from Facebook account

আপনি চাইলে আপনার ব্যাবহৃত ফেসবুক অ্যকাউান্ট দিয়েও ইনকাম করতে পারবেন।অনেক এর কাছে অবাক লাগলেও এটিই সত্য।সেজন্য আপনাকে একটি ফেসবুক পেজ লাগবে।

সার্ভে করে ইনকাম – Survey Income

অনলাইন ইনকাম এর মধ্যে খুব জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে সার্ভে।তুমুল জনপ্রিয় ই কাজটি করতে আপনাকে ইংরেজী সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে।

সার্ভে মানে হচ্ছে জরিপ।যেখানে আপনাকে বিভিন্ন প্রশ্ন করা হবে ইংরেজীতে আপনি যেগুলো উত্তর দিতে হবে।সেজন্য আপনাকে একটি আইপি কিনতে হবে।

পিটিসি সাইট থেকে ইনকাম – Earn money from PTC Site

পিটিসি সাইট হলো যেখানে আপনি বিভিন্ন কম্পানির অ্যাড দেখে ভিডিও দেখে এমনকি গেইম খেলেও ইনকাম করতে পারবেন।সেজন্য আপনাকে পিটিসি সাইটে অ্যাকাউন্ট করতে হবে।

ইউটিউব থেকে ইনকাম – Youtube Income

আপনি কি জানেন আমরা যে ইউটিউবে ভিডিও দেখি সেই জন্য ভিডিও নির্মাতার একটি প্রফিট হয়।এবং আপনিও চাইলে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন।

ইউটিউব থেকে ৩ উপায়ে ইনকাম করা যায়।সেগুলো হলো:

1.গুগল অ্যাডসেস্ন

2.অ্যাফিলিয়েট মার্কেটিং

3.স্পনসার

আমাদের শেষ কথা

অনলাইন ইনকাম এর বিভিন্ন উপায় নিয়ে এই পর্ব।যেখানে অনলাইন থেকে ইনকাম এর সকল বিষয় শেয়ার করতে চেষ্টা করছি।এই আর্টিকেলটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জানতে সহযোগিতা করবেন।

ধন্যবাদ

www.learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry