অরিজিনাল আইফোন চিনার উপায়
আইফোন বিশ্বের প্রতিটি মানুষের কাছে সখের একটি বস্তু হলো আইফোন।আমরা অনেকেই এই সখ মিটাতে অন্য কারো কাছ থেকে পুরাতন আইফোন ক্রয় করি।কিন্তু আমরা জানি না আমাদের ক্রয় করা এই পুরান আইফোনটিকি অরিজিনাল নাকি কপি।তাই এই পর্বে আপনারা জানতে পারবেন অরিজিনাল আইফোন চিনার উপায় এবং কেন কপি আইফোন গুলো এড়িয়ে চলবেন।

আইফোন একটি সখের জিনিস।তাই সখের এই জিনিসটি কিনার আগে অবশ্যই আপনি চাইবেন আপনাকে যাতে কেউ ঠকাতে না পারে।একটি পরান আইফোন কিনলেও আপনি চাইবেন যাতে সেটি যতটা সম্বভ ভালো হয় তাছাড়া একটি Second hand iPhone ধরেন ২০০০ হাজার টাকা দিয়ে কিনলেন কিন্তু কয়েকদিন চালানোর পর নষ্ট হয়ে গেলো তাহলে আপনার এই টাকাটাই জলে যাবে।

তাই চলুন জেনে নেই একটি পুরান আইফোন কিনার আগে কোন কোন দিক মাথায় রাখবেন।

একটি কপি আইফোন চেনার উপায়:

একটি কপি আইফোন ও একটি ওরিজিনাল আইফোন কখনো আপনি বাহীর দেথে বুজতে পারবেন নাহ।একটি Copy iphone ও একটি Original iphone চিনতে নিচের নির্দেশনা গুলো ফলো করুন।

1.একটি কপি আইফোন ও একটি অরিজিনাল আইফোন চিনতে আপনি ফোনটি হাতে নিয়ে পিছনে থাকা লোগোটিতে নগ দিয়ে ঘষা দিন যদি দেখেন দাগ পরে যায় তাহলে বুঝবেন এটি নকল।কারন অরিজিনাল আইফোন এর লোগোতে কখনো দাগ পরবে নাহ।

2.এরপর যেটি দেখবেন তা হলো ক্যামেরা।

সেজন্য ফোনটি হাতে নিয়ে একটি ছবি তুলুন যদি দেখেন ছবি জুম করার পর ফেটে যায় তাহলে বুজবেন সেটি নকল ফোন কারন আইফোন সব সময় দামি হয় আর একটি দামি আইফোনে সবসময় ভালো মানের ক্যামেরা ব্যাবহার করা হয়।আর যদি কম দামি কপি আইফোন ব্যবহার করা হয় তাহলে নিম্ন মানের ক্যামেরা ব্যাবহারের ফলে একটি ছবি তুলার পর জুম করা মাত্রই ফেটে যাবে।

3.একটি আইফোন এর যেকোনো প্রয়োজনে অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন হলে অ্যাপ স্টোর ব্যাবহার করা হয়।কিন্তু কপি আইফোন গুলোতে অ্যাপ স্টোর ঠিকই থাকে কিন্তু সেটির সাথে গুগল প্লে স্টোর যুক্ত থাকে যার কারণে সেই অ্যাপ স্টোরে ক্লিক করলে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে।

কপি আইফোন কেন এড়িয়ে চলবেন?

বর্তমানে আমাদের প্রায় সবারই আইফোন ব্যাবহারের সখ রয়েছে আর সেজন্য আমরা অনেকে কপি আইফোন কেনার কথা চিন্তা করি।যদি এই রকম কোনো চিন্তা করুন তাহলে আজই ঝেরে ফেলুন এই রকম চিন্তা কে।কারন আপনি যদি ১০ হাজার বা ১৫ হাজার টাকা দিয়ে একটি কপি আইফোন কিনেন তাহলে আপনার পুরো টাকাটাই জলে যাবে।কারন

আপনার কেনা কপি আইফোনটি কোথাও বেরও করতে পারবেন নাহ কারন একটি কপি আইফোন চালানোর সময়ই বোজা যায় এছাড়া আপনি কারো সাথে কথা বলে ছবি তুলে কোনো কিছুতেই তৃপ্তি পাবেন নাহ।তাই একটি কপি আইফোন না কিনে সেই টাকা দিয়ে একটি পুরান আইফোন কিনে আপনার সখ মিটান।

পুরাতন আইফোন কিনার আগে যেসব দিক দেখে নিবেন:

একবার একটি আইফোন খোলা হলে সেটি কখনো ভালো হয় না তাই সেই ফোনটি না নেওয়ায় ভালো।চলুন জেনে নেই কীভাবে কীভাবে বুঝবেন আইফোনটি আগে খোলা হয়েছে কিনা:

১. ফোনটি হাতে নিয়ে আগে আপনি দেখবেন সেই ফোনটি কি আগে খোলা হয়েছে কিনাহ। এটি চেক করার জন্য প্রথমে দেখবেন ফোনের ডিসপ্লেটি সঠিক ভাবে আছে কিনা কারন যদি ফোনটি খোলা হয় তাহলে কখনো ডিসপ্লেটি ফোনে সঠিক ভাবে লাগানো থাকবে নাহ।কোনো এক সাইটে দেখবেন একটু ফাকা থাকবে Finishing কখনো ভালো হবে নাহ যদি ফোনটি খোলা হয়।

2. এছাড়া আরেকটি উপায় হলো যদি ফোনটি খোলা হয় তাহলে দেখবেন আইফোনের নাট গুলোতে দাগ থাকবে।ঘষামাজা থাকবে।

3.এরপর ফোনের প্রতিটি বাটন ভালো ভাবে প্রেস করে দেখে নিবেন।

4.এরপর আইফোন কেনার আগে নিচের ফিংগারপ্রিন্ট সেন্সরটি চেক করে নিবেন।

5.এরপর ফোনের IMEI Number টি চেক করে নিবেন সেজন্য ফোনের

Setting ~ General ~ About থেকে IMEI Number দেখে নিবেন এরপর মোবাইল এর পিছনে নিচে দেখবেন আরেকটি IMEI Number রয়েছে সেটি মিলাবেন এরপর আইফোন এর Sim Slot টি খুলে সেখান থেকে আবারও আই এম ই আই পাবেন এখন এই ৩টি নাম্বার দেখবেন এক কি নাহ।যদি মিলে যাই তাহলে বুজবেন ফোনের কভার ও Sim Slot এখনো পাল্টানো হয় নাই।

6.আমরা উপর দিয়ে দেখে তো এই নিয়ম গুলো অনুসরণ করলে বুজে ফেলবো ফোনটি আগে খোলা হয়েছে কি নাহ কিন্তু ভিতরে কোনো কিছু পাল্টানো হয়েছে কিনাহ সেটি কিভাবে বুজব।হ্যা: সেটি বুঝারও উপায় আছে আর সেজন্য আপনি কম্পিউটার ও একটি সফটওয়্যার এর সাহায্য নিতে পারেন।

সেজন্য প্রথমে আপনি পিসিতে 3u Tools নামের একটি সফটওয়্যার ডাউনলোড করে নিন:

কপি আইফোন চিনার উপায়
অরিজিনাল আইফোন চিনার উপায়

 

 

সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ভার্সন তাই সহজেই ডাউনলোড করতে পারবেন।ডাউনলোড করা হয়ে গেলে আপনার আইফোনটি পিসিতে ডাটা ক্যাবল এর ম্যধ্যমে Connenct করুন এরপর সফটওয়্যারটি ওপেন করুন।তারপর নিজ থেকেই দেখবেন সফটওয়্যারটির সাথে ফোনটি Connenct হয়ে গেছে।এখন পিসির স্কিনে সেই সফটওয়্যারে আপনার ফোনের মডেল সহ বিস্তারিত দেখতে পারবেন।এখন “View Verification report” অপশনে ক্লিক করলে সব রেজাল্ট পাবেন।যদি কিছু পরিবর্তন করা হয় তাহলে “Maybe Changed” লিখা থাকবে আর পরিবর্তন না হলে “Normal” লিখা থাকবে।

বি:দ্র: এই Software এর মাধ্যমে Itunes এর সকল কাজ যেমন সফটওয়্যার ডাউনলোড রিং টন পরিবর্তন সহ যাবতীয় কাজ করতে পারবেন।

7.এরপর ফোনের সাউন্ড সিস্টেম দেখে নিবেন স্পিকার ঠিক আছে কিনা।

 

অরিজিনাল আইফোন চিনার উপায় গুলো উপরে পর্যায়ক্রমে দেওয়া হলো।উপরোক্ত নিয়ম গুলো ফলো করে আপনি একটি অরিজিনাল আইফোন চিনতে পারবেন।

 

ধন্যবাদ

 

www.learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry