অ্যাফিলিয়েট মার্কেটিং

অনলাইন এর এই জগতে সবকিছু এখন অনলাইন নির্ভর হয়ে গেছে ঠিক তেমনি আপনি এখন ইনকামও অনলাইন ও অফলাইন দুইভাবে করা যায়।

এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করবেন।যেটি একটি অনলাইন ইনকাম মাধ্যম।

বর্তমানে অনলাইন ইনকাম এর উপায় গুলোর মধ্যে একটি অন্যতম সেরা ও জনপ্রিয় মাধ্যম হলো অ্যাফিলিয়েট মার্কেটিং।

যারা ইন্টারনেট থেকে টাকা বা ডলার ইনকাম করার কথা ভেবেছেন কমবেশি তারা সবাই হয়তো এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কোনো না কোনো ভাবে একটু হলেও শুনেছেন।এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানাবো কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করবেন।অ্যাফিলিয়েট মার্কেটিং অনলাইন থেকে ইনকাম করার সেরা একটি মাধ্যম হতে পারে যদি সবকিছু জেনে বুজে তারপর ইনকাম শুরু করেন অথবা কোনো প্রফেশনাল লোকের কাছে কোর্স করেন।অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনেক মানুষ এখন ভালো টাকা ইনকাম করছে।

অ্যাফিলিয়েট মার্কেটিং কি?

বর্তমানে সবকিছুই অনলাইন এর উপর নির্ভরশীল হয়ে আছে।এখন আমরা ঘরে বসেই সবকিছু কিনতে পারছি।আপনার প্রয়োজনের সবকিছুই আপনি এখন ঘরে বসে অর্ডার করলেই আপনার বাসায় এসে দিয়ে যায় আপনার অর্ডার করা পছন্দের সেই পণ্যটি। সেজন্য আপনার অনেক সময় বেঁচে যাচ্ছে কোথাও যেতে হয় না।এই ডিজিটাল মার্কটিং প্রক্রিয়াটিকে কাজে লাগিয়েই অ্যাফিলিয়েট মার্কেটাররা আয় করছে তাতে করে আপনি যে ওয়েবসাইট থেকে প্রোডাক্টটি কিনছেন তাদের একটা লাভ হচ্ছে।যদি আপনি এই প্রোডাক্টটি কিনার জন্য কোন ফেসবুক অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া সাইট এর বিভিন্ন গ্রুপে প্রোডাক্টটি সম্পর্কে পোস্ট দেখে সেই লিংকে ক্লিক করে তারপর কিনেন তাহলে অ্যাফিলিয়েট মার্কেটারদের একটি লাভ হচ্ছে।কারণ আপনি যে লিঙ্ক এ ঢুকে পণ্যটি কিনেছেন অথবা একই ওয়েবসাইট থেকেই অন্য কোন প্রোডাক্ট কিনেন তাহলে অ্যাফিলিয়েট মার্কেটাররা কমিশন পাবে।কারণ ওই লিঙ্ক টি ছিল মূলত অ্যাফিলিয়েট মার্কেটার দের প্রমোট করা লিংক।

তাহলে আমরা বলতে পারি এফিলিয়েট মার্কেটিং হচ্ছে কোনো কোম্পানির প্রোডাক্ট কে বিক্রি করে দিয়ে সেখান থেকে কমিশন পাওয়া।আপনি চাইলে ই-কমার্স ওয়েবসাইটে লগইন করে সেখান থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রামে গিয়ে পার্টনারশিপ নিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন।

এখন আমরা বলতেই পারি অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে বোঝায়:

কোন কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে দিয়ে সেই বিকৃত টাকার কিছু অংশ কমিশন হিসেবে পাওয়ার প্রক্রিয়ায় হলো এফিলিয়েট মার্কেটিং।

অ্যাফিলিয়েট মার্কেটিং কোথায় করবেন এবং কিভাবে করবেন?

এফিলিয়েট মার্কেটিং যে শুধু ফেসবুক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় থেকে করতে হয় তা কিন্তু কোন কথা নয়।অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার যদি দুটি জিনিস থাকে তাহলে আপনি লাভবান হতে পারবেন এবং মাসে ভালো একটি এমাউন্ট ইনকাম করতে পারবেন।আবার এতটা সহজ কইরেন নাহ না কারণ ইনকাম করাটা এত সহজ বিষয় না।অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার একটি ওয়েবসাইট এবং একটি ইউটিউব চ্যানেল লাগবে।যদি আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং সবচেয়ে বেশি লাভজনক হবে।আর যদি বলেন আপনার কোনটাই নেই এবং কোনোটা করা আপনার পক্ষে সম্ভব না ইউটিউব চ্যানেল অথবা একটি ব্লগ সাইট তাহলে আমি বলব আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে সফলতার মুখ দেখতে খুব কষ্ট দায়ক হবে এবং এমনকি একটা সময় আপনি পিছু হটতেও বাধ্য হতে পারেন।অ্যাফিলিয়েট মার্কেটিং করাটা তখন সহজ হয় যখন আপনার একটি জনপ্রিয় ইউটিউব অথবা ব্লগ সাইট থাকবে

এফিলিয়েট মার্কেটিং শুরু করার উপায়

1. প্রথমে আপনার এফিলিয়েট মার্কেটিং করার জন্য একটি ইউটিউব চ্যানেল একটি ফেসবুক পেজ একটি ওয়েবসাইট/ব্লগ প্রয়োজন হবে।সেজন্য এগুলো প্রস্তুত করে ফেলুন।যদি থাকে তাহলে কোনো কথাই নেই আরও ভালো।

2. এখন আপনার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিজিটর অবশ্যই লাগবে।সেজন্য মার্কেটিং করে ভিজিটর বাড়িয়ে নিন।কারণ অডিয়েন্স ছাড়া কে আপনার প্রডাক্ট দেখবে।

3. এখন আপনাকে বিভিন্ন এফেলিয়েট প্রোগ্রামে জয়েন হতে হবে।বিভিন্ন বলতে ভালো ভালো বেশ কয়েকটি আফিলিয়েট প্রোগ্রামের জয়েন হয়ে সেখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনাকে প্রচার কার্যক্রম শুরু করতে হবে।আমি আপনাকে বেশ কিছু ভালো অ্যাফিলিয়েট প্রোগ্রাম সাইট বলে দেব। সাথেই থাকুন

4. এখন আপনি কি প্রোডাক্ট প্রমোট করবেন অথবা কোন প্রোডাক্ট প্রমোট করবেন সেটা নির্বাচন করুন।অবশ্যই ভালো মানের চাহিদাপূর্ণ প্রোডাক্ট গুলো নির্বাচন করুন।

5. তারপর আপনি আপনার নির্বাচন করা আফিলিয়েট প্রোডাক্টে লিংক নিন তারপর সেই সাইটের এফিলিয়েট প্রোগ্রাম থেকে আপনি আপনার জন্য আফিলিয়েট লিংক কনভার্ট করে নিন এবং আপনার কনভার্টকৃত লিংক টি আপনি ফেসবুক পেজ ইউটিউব, সোশ্যাল মিডিয়া পেজ সহ সকল জায়গায় শেয়ার করুন অথবা আপনার ব্লগ সাইট এর মাধ্যমে প্রমোট করুন।মনে রাখবেন, যখন কোন মানুষ আপনার লিংকে ঢুকে প্রোডাক্টটি কিনবে তখন আপনি আপনার কমিশন পাবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং এর কি কি সুবিধা সমূহঃ

এই অ্যাফিলিয়েট মার্কেটিংটি আরও বেশী সুাবধা জনক হয়েছে ব্রাউজিং কুকি সুবিধার জন্য।চলুন জেনে নেই ব্রাউজিং কুকি সুবিধা মূলত কী?

1.ব্রাউজিং কুকি

এই ব্রাউজিং কুকি সুবিধা এর জন্য যখন কেউ আপনার প্রমোট করা লিংকে ক্লিক করে সেই সাইটে ঢুকে এবং যদি সে সেই প্রোডাক্টটি না কিনে অন্য কোন প্রোডাক্ট কিনে তারপরও আপনি কমিশন পাবেন।এমনকি সে যদি ওই লিংকে ঢুকে ঐদিন প্রোডাক্ট না কিনে অন্য কোন দিন সরাসরি সেই সাইট থেকে অন্য কোন প্রোডাক্ট কিনে তারপরও আপনি নির্দিষ্ট অর্থ কমিশন পাবেন।অনেকের হয়তো বুঝতে কষ্ট হবে তাই আরেকটু সহজ করে দেই,

মনে করেন, আপনি পৃথিবীর সবচেয়ে বড় অ্যামাজন ডট কম এর প্রোডাক্ট প্রমোট করলেন এবং আজকে আপনার সেই প্রমোট করা লিংকে ঢুকে কেউ কোনো প্রোডাক্ট কিনলো না লোকটি অ্যামাজন সাইট থেকে বের হয়ে পরল।এবং ঠিক এক সপ্তাহ পরে অথবা 10, 15, 20, দিন পরে গুগল থেকে সরাসরি Amazon.com লিংকে ঢুকলো (আপনার প্রমোট করা এফিলিয়েট লিংককে ক্লিক না করে) ঢুকে একটি প্রডাক্ট কিনলো তারপর আপনি কমিশন পাবেন।কারণ সে এক সপ্তাহ পূর্বে অথবা 10 15 20 দিন পূর্বে ঢুকেছিল সেটা তার ব্রাউজিং হিস্টোরি’তে থেকে যাবে কারণ সে যখন অ্যামাজন সাইট থেকে প্রোডাক্টটি কিনবে তখন আমাজন সাইট থেকে তার পূর্বের ব্রাউজিং হিস্টরি দেখা হবে তখন যদি অ্যামাজন সাইট সেখানে তাদের কোনো আফিলিয়েট মার্কেটার এর এফিলিয়েট লিংক পাই তখন সে এফিলিয়েট মার্কেটারকে কমিশন দেয়া হবে।কিন্তু সেই ব্যাক্তি যদি তাব ব্রাউজিং হিস্ট্রি রিমুভ করে ফেলে তাহলে কোন অ্যাফিলিয়েট মার্কেটার কোন প্রকার কমিশন পাবেনা কারণ তার ব্রাউজিং হিস্ট্রি তে কোন এফিলিয়েট লিংক অ্যামাজন খুঁজে পাবেনা।এবং আপনি আপনার কমিশন পাবেন না।সে যদি তার ব্রাউজিং হিস্ট্রি মুছে না ফেলে তাহলেই কেবল আপনি কমিশন পাবেন।

আপনি কত টাকা / ডলার কমিশন পাবেন সেটা আপনি অ্যাফিলিয়েট পার্টনারশিপ নেওয়ার সময় তাদের রুলস এ দেখতে পাবেন সেজন্য অ্যাফিলিয়েট পার্টনারশিপ নেওয়ার সময় তাদের রোলস গুলো সুন্দর করে পড়ে তারপর অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন।

বর্তমান এফিলিয়েট মার্কেটিং করে অনেক মানুষ প্রচুর টাকা ইনকাম করতে পারছে।অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকামটা নির্ভর করবে আপনার উপরে কেননা আপনি যদি বেশি দামি প্রোডাক্ট প্রমোট করেন তাহলে ইনকাম টা আপনি বেশি পাবেন আর আপনি যদি কম দামি প্রোডা্কট প্রমোট করেন তাহলে আপনার কমিশন কম হবে।যেহেতু শুধু প্রমোট করলে আপনি ইনকাম বা কমিশন পাচ্ছেন না বিক্রি হতে হবে তাই এমন ভাবে প্রোডাক্ট গুলো নির্বাচন করেন যাতে বিক্রি হয়।

অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কেমন প্রোডাক্ট নির্বাচন করবেন?

যেহেতু আপনি ইনকামের জন্য প্রডাক্টগুলো মার্কেটিং করবেন এবং আপনাকে বিক্রি হলেই কমিশন দেয়া হবে সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই বেশি বিক্রি হয় এমন প্রোডাক্টগুলো নির্বাচন করতে বলব আমি।মানুষের নিত্য প্রয়োজনীয় দৈনিক ব্যবহৃত হয়।এরকম প্রোডাক্ট গুলো মার্কেটিংয়ে বেশি বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে।

অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করা টাকা কিভাবে হাতে পাবেন?

আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমে আয় করা টাকা হাতে পেতে পারেন।অথবা আপনি যদি কোন নিজের দেশের ই-কমার্স সাইট থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাহলে আপনি দেশীয় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা হাতে পাবেন এই ধরেন বাংলাদেশের ক্ষেত্রে যদি (BD Shop) থেকে এফিলিয়েট মার্কেটিং করেন তাহলে আপনি বিকাশ রকেট নগদ এর মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন।আর যদি কোন ইন্টারন্যাশনাল সাইটে করেন তাহলে আপনার খুব সহজে টাকা হাতে পেতে প্রয়োজন পেপাল কিন্তু পেপাল বাংলাদেশেতো সাপোর্ট না।সেজন্য আপনি পেওনিয়ার অথবা সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা হাতে পেতে পারেন।অ্যাকাউন্ট করার আগে তাদের টাকা পেমেন্ট করার সিস্টেম টা দেখে নিবেন যে তারা কীভাবে দিচ্ছে।যদি ব্যাংকে না দেয় তাহলে তারা অন্য কিভাবে টাকা দিচ্ছে সেটা পড়ে তারপর একাউন্ট করবেন কিন্তু একটা বিষয় নিশ্চিত থাকতে পারেন আপনার টাকা কখনো মার যাবেনা এবং বেশির ভাগ ক্ষেত্রে ব্যাংক পেমেন্টই করা হয়।

কিছু লাভ জনক অ্যাফিলিয়েট প্রোগ্রাম

এফিলিয়েট মার্কেটিং নিয়ে তো মোটামুটি সবকিছুই বলা হলো এখন কিছু ভালো এফিলিয়েট প্রোগ্রামের সাথে পরিচয় করিয়ে দিব যাতে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারেন।

ShareASale Affiliates Amazon Associates eBay Partners Shopify Affiliate Program Clickbank Rakuten Marketing Affiliates Leadpages Partner Program StudioPress Affiliate Website

আমাদের শেষ কথা

আশা করি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আপনাদের ভালো একটি ধারণা দিতে পারছি।অ্যাফিলিয়েট মার্কেটিং সফল হতে হলে আপনাকে অবশ্যই শ্রম দিতে হবে আর সম্বব হলে একটি কোর্স করে ফেলুন আর এরকম আরও অনলাইন ইনকাম এর উপায় এবং অনলাইন এর বিভিন্ন বিষয় জানতে আমাদের সাথেই থাকুন।

ধন্যবাদ

www.learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry