বন্ধুগণ আসসালামু আলাইকুম।বর্তমান এই অনলাইন যুগে প্রায় সবাই ইন্টারনেট থেকে ইনকাম করতে আগ্রহী।
আর এই অনলাইন ইনকাম এর রয়েছে অনেক উপায় তার মধ্যে একটি হলো ইউটিউব থেকে ইনকাম।এই আর্টিকেলে আপনার মূলত ইউটিউব থেকে ইনকাম এর উপায় গুলো জানতে পারবেন।
ইউটিউব কী সেটা মনে হয় আপনাদের নতুন করে কিছু বলার নেই কারণ এর সাথে আপনারা কম বেশি সবাই পরিচিত।ইউটিউব ব্যবহার করে না এমন লোক গ্রাম গঞ্জেও খুঁজে পাওয়া দুষ্কর।শত ব্যস্ততার মধ্যেও দৈনিক একবার হলেও ইউটিউবে ঢুকা হয় কারণ এটা এখন আমাদের সাথে এমন ভাবেই মিশে গেছে
ইউটিউব কী?
ইউ-টিউব হচ্ছে মূলত একটি ভিডিও শেয়ারিং সাইট।এখানে আপনি আপনার পছন্দমত ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন।এবং ইনকাম করতে পারবেন।এটি বিশ্বের টপ ওয়েবসাইট গুলোর মধ্যে একটি।
ইউ টিউব থেকে ইনকাম
ইউটিউব থেকে বর্তমানে অনেক সফল ইউটিউবার রয়েছে যারা মাসে লক্ষ টাকা ইনকাম করছে।যারা জানেন না তাদের জন্য এই তথ্যটি চোখ কপালে উঠার মত।কিন্তু এটাই সত্যি আপনি চাইলে ইন্টারনেটে একটু ঘোরাঘুরি করে এর সত্যতা পাবেন।ইউটিউব থেকে বেশ কয়েক দফায় ইনকাম করা যায়।তারমধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গুগোল অ্যাডসেন্স।গুগল এডসেন্স ছাড়াও আরো অন্য উপায়েও ইউটিউব এর মাধ্যমে ইনকাম করা যায় তার মধ্যে একটি হচ্ছে স্পনসার, এফিলিয়েট মার্কেটিং।নিচে পড়লে আপনি এই সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন।তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক।
গুগল এডসেন্স থেকে ইনকাম
আমরা ইউটিউবে ভিডিও দেখার সময় মাঝেমধ্যেই ইউটিউবে আমরা অ্যাডস দেখতে পাই।কিছু এড আমাদেরকে বলে দেয় তিন সেকেন্ড অথবা আরেকটু বেশি সময় দেখার পরে স্কিপ করতে পারবেন আবার কিছু অ্যাডস আপনি স্কিপ করতে পারবেন না।মূলত এই অ্যাডস গুলো দেখানোর কারণেই ইনকাম হয়।কারণ বিভিন্ন কোম্পানি গুগল এডসেন্স কে টাকা দিয়ে তাদের কোম্পানি সম্পর্কে অ্যাডস দেখাতে বলে এবং গুগল অ্যাডসেন্স সে অনুযায়ী এড দেখায় এতে করে গুগোল কিছু কমিশন রাখে এবং আপনাকে কিছু কমিশন দেয়।একে গুগলে এডসেন্স অথবা ইউটিউব পার্টনারশিপ বলে। গুগল এডসেন্স পেতে হলে আপনাকে 1000 সাবস্ক্রাইব ও 4000 ঘন্টা(60 × 4000=240000 মিনিট) ভিউ থাকতে হবে।তারপরই কেবল আপনি গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করতে পারবেন।এবং অ্যাপ্রুভ পাবেন।
এটা গেলো ইউটিউব এর মাধ্যমে গুগল এডসেন্স থেকে ইনকাম এর উপায় এবার জানব কীভাবে স্পনসার এর মাধ্যমে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন
স্পন্সার এর সাহায্যে ইউটিউব থেকে ইনকাম এর উপায়
স্পন্সার বলতে বুঝায় কোন কোম্পানি অথবা কোন ব্র্যান্ড আপনাকে সরাসরি তাদের কোনো একটি প্রোডাক্ট দিয়ে বলল এটিকে আপনার ইউটিউব চ্যানেলে একটু প্রমোট করে দেবেন এতে করে আপনাকে এত টাকা কমিশন দেয়া হবে।প্রক্রিয়াটি আরেকটু সহজ ভাষায় বলি, মনে করেন SAMSUNG তাদের একটি নতুন মডেল নতুন ডিজাইন এর স্মার্টফোন বাজারে লন্স করেছে যার কারণে সেটি মানুষের কাছে উপস্থাপন করার প্রয়োজন তাই তারা মোবাইলটি প্রমোট করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইউটিউবে তারা প্রমোট করবে এজন্য তারা দেখবে কোন ইউটিউব চ্যানেলে বেশি সাবস্ক্রাইব আছে ভিউ বেশি হয় লাইক কমেন্ট বেশি।তারপর সেই ইউটিউবারকে কিছু টাকা দিয়ে তাদের প্রোডাক্টটি প্রমোট করাবে এটিই হচ্ছে মূলত স্পন্সার।
স্পনসার এডভারটাইস করতে গেলে আপনার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইব থাকতে হবে।যেহেতু তাদের প্রোডাক্টটি অনেক মানুষের কাছে তুলে ধরলেই সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই তারা দেখবে কোন চ্যানেলে বেশি ভিউ আর সাবস্ক্রাইব আছে।যদি কোন কোম্পানি আপনাকে সিলেক্ট করে তাহলেই পাবেন।
এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন তারা ইউটিউবে প্রমোট করবে তার কারণ হলো বর্তমানে মানুষের মাঝে টিভি রেডিও শোনার প্রবণতা কমে গেছে সবাই সময় পেলে এমনকি আপনি আমিও টিভি থেকে ইউটিউবে সময় দিতে বেশি পছন্দ করি।
অ্যাফিলিয়েট মার্কেটিং
অ্যাফিলেট মার্কেটিং হচ্ছে বিভিন্ন ই-কমার্স সাইটে লগইন করে তাদের অ্যাফিলিয়েট পার্টনারশিপ নিবেন এবং এর পরে তাদের কোন প্রোডাক্ট আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভালো ভালো কথা বলে প্রমোট করে দিবেন এবং নিচে একটি লিংক দিয়ে দিবেন কেউ যদি ওই লিংকে ক্লিক করে আপনার প্রমোট করা প্রোডাক্টটি সেল করে তাহলে আপনি একটি কমিশন পাবেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করবেন কোথায় করবেন কোন ই-কমার্স সাইট গুলো অ্যাফিলিয়েট পার্টনারশিপ এর জন্য ভালো সে নিয়ে আমার একটি আর্টিকেল আছে আপনারা চাইলে পরে আসতে পারেন।বিস্তারিত বুঝে যাবেন সেখান থেকেই।
ইউটিউব ইনকাম নিয়ে মানুষের মধ্যে যত ধরনের ভুল ধারণা
অনেক মানুষই মনে করেন ইউটিউব মূলত সাবস্ক্রাইব এবং ভিউ এর কারণে পেমেন্ট করে।কিন্তু সত্যি বলতে এটা একটি ভুল ধারণা।ইউটিউব কখন আপনাকে টাকা দেই না।টাকাটা আসে মূলত গুগল এর একটি প্রোডাক্ট গুগল এডসেন্স খেকে।গুগোল অ্যাডসেন্সের এড দেখে ইনকাম হয়।তবে হ্যাঁ এই খানে কিছুটা সত্যতা আছে যেহেতু যতক্ষণ আপনি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ভিউ না পাবেন ততক্ষণ পর্যন্ত গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করতে পারবেন না।এডসেস্ন পাওয়ার পরে আপনার ভিডিও এর এডসে যত ভিউ ক্লিক পরবে তত বেশী ইনকাম হবে।তবে যদি ইউরোপ এর দেশ গুলো থেকে অথবা টপ কান্ট্রি গুলো থেকে ক্লিক পরে তাহলে নিঃসন্দেহে আপনার ইনকাম বেশি হবে।
আমাদের শেষ কথা
আশা করি ইউটিউব থেকে ইনকাম করার সমস্ত উপায় আপনাদের সাথে শেয়ার করতে পারছি।এই বিষয় আপনাদের আর কোনো প্রশ্ন নেই।যদি প্রশ্ন থাকে অথবা বুজতে সমস্যা হয় তাহলে আমাকে মেইল করতে পারেন।উপকৃত হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
এরকম আরো টিপস পেতে আমাদের সাথেই থাকুন।আশা করি উপকৃত হবেন।
ধন্যবাদ