এমবি খরচ কমানোর উপায়

মোবাইলের এমবি খরচ কমানোর উপায় – Control MB

টেকনোলজি মোবাইল

বর্তমান সময়ে যারা মোবাইল দিয়ে নেট চালান তাদের মধ্যে অনেকেই আমার মতে ৯০% মানুষই নেট ব্যাবহার এর সময় কখন মোবাইল এর মেগাবাইট শেষ হয়ে যা্য় তার খোঁজ রাখেন নাহ যার ফলে এমবি এর সাথে সাথে মোবাইল ব্যালেন্সও শেষ করে ফেলেন।

বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) এর তথ্য মতে, ২০২০ সালের জানুয়ারি মাসে মোবাইল ইন্টারনেট ব্যাবহার কারী হলো ৯ কোটি ৩৬ লাখ ৮১ হাজার।

মোবাইল ডেটা চালু করার পর মেগাবাইট শেষ হওয়ার পর অ্যাকাউন্টের ব্যালেন্সI শেষ হওয়ার মতো সমস্যায় পড়তে হয় প্রায় সময়ই। সেজন্য কিছু ট্রিপস অ্যান্ড ট্রিকস অবলম্বন করলেই এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনিও।

বিশেষ করে যারা অল্প মেগাবাইট (এমবি) প্যাক কিনে ইন্টারনেট ব্যাবহার করেন তারা, অনেক সময় মেগাবাইট হারিয়ে মূল একাউন্ট থেকে টাকা পয়সা হারিয়ে ব্যালেন্সের জিরো হওয়ার মতো সমস্যার সম্মুক্ষীণ হতে হয়েছে।শুধুমাত্র আপনার লাগামহীন ব্যবহারের জন্য এই সমস্যার সৃষ্টি হয়।

এই সমস্যা থেকে মুক্তি পেতে এই আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করব কিছু টিপস একই সাথে আজকের আর্টিকেল পড়লে জানতে পারবেন কীভাবে আপনার ফোন এর মেগাবাইট খরচ কমাবেন।

তাহলে চলুন জেনে নেই কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন

মোবাইলে এমবি খরচ কমানোর উপায়

অ্যাপ্লিকেশন অটো আপডেট বন্ধ করুন:

স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ বা সফটওয়্যার নিজ খেকে আপডেট হয়ে যায়।সেজন্য অটো অ্যাপ আপডেট বন্ধ করার বিকল্প নেই।সেজন্য নিচের নিয়ম অনুসরণ করে এখনই অ্যাপ বা সফটওয়্যার আপডেট বন্ধ করে ফেলুন;

আইফোনের জন্যঃ

Settings ~ iTunes & App Stores ~ Use Cellular Data বন্ধ করুন।

অ্যান্ড্রয়েডের জন্যঃ

গুগল প্লে স্টোর ওপেন করে এর ডান দিক এর মেন্যুতে account ~ Settings ~ General ~ Auto Update Apps ~ Auto Update Apps over Wi-Fi Only নির্বাচন করুন। অথবা অটো আপডেটও বন্ধ করে রাখতে পারেন

ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন রিফ্রেশ বন্ধ করুন:

যখন ব্যাকগ্রাউন্ড অ্যাপস চালু থাকে তখন অ্যাপগুলো একটা নির্দিষ্ট সময় পরপর কাজ করতে থাকে। এমন সব অ্যাপ্লিকেশনের মধ্যে ইমেইল, ফেসবুক ইত্যাদি অনেক বেশি মেগাবাইট খরচ করে। ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করতে নিচের উপায় অনুসরণ করুন।

আইফোন:

আইফোনে ওপেন করুন Settings ~ General ~ Background App Refresh

অ্যান্ড্রয়েডের জন্য:

Settings ~  তারপর Data Usage ~  এবং সর্বশেষে  Restrict App Background Data

(আলাদা আলাদা কেম্পানির ফোনে এই মেন্যু বার ভিন্ন ভিন অপশনে থাকতে পারে। সেক্ষেত্রে অপশনটি খুঁজে বের করুন)

উপরের মেন্যুগুলোতে টেকনিক গুলো মেনে চললে আপনার খরচ অনেক কমে আসবে।

হেভি ডাটা অ্যাপস ব্যবহার করবেন না:

বেশ কিছু অ্যাপস রয়েছে, যেগুলো অনেক বেশি পরিমাণে ডেটা খরচ করাতে বাধ্য করে।সেই তালিকায় ইউটিউব রয়েছে সবার উপরে। মোবাইল অতিরিক্ত ডেটা খরচ করে এই ধরনের অ্যাপলিকেশন ব্যবহার বন্ধ করুন। আর যদি একান্তই ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে নিজের ডিভাইস থেকে একটা ডেটা ব্যবহার এর লিমিট বেঁধে দিন।আর এই ধরনের অ্যাপস গুলো ব্যবহার এর ক্ষেত্রে অবশ্যই ওয়াইফাইয়ের শরণাপন্ন হবেন অথবা বেশ বড় একটি ডাটা প্যাক নিবেন।

ডাটা লিমিট বেঁধে দেওয়ার উপায়:

নতুন প্যাক রিচার্জ করানোর পর ডাটা ব্যাবহার এর লিমিট বেঁধে দিন লিমিট।

আপনার ডিভাইস থেকে সেটিংস অপশনে যান।

এর পর ‘Connections’ ~ ‘Data usage’ ~ Mobile data usage-এ ক্লিক করুন। এবার আপনার মোবাইল স্ক্রিনের উপরে ডানদিকে গিয়ার আইকন এ ক্লিক করুন। আর এখানে গিয়েই আপনার ফোনের জন্য বেঁধে দিন ডাটা ওয়ার্নিং যাতে করে অতিরিক্ত এমবি ব্যাবহার এর কারণে হুশিয়ারী বার্তা পান।

ডাটা ব্যবহার লিমিটেড করুন:

এর জন্য আপনার ফোন থেকে একটি বিশেষ অপশন চালু করতে হবে। যানা যাক উপায় ~ Setting~Apps~ যে সফটওয়্যারের ডেটা লিমিট করতে চান, সেই অ্যাপে আস্তে করে একটি গুঁতা দিন।

Mobile Data’ অপশনে ক্লিক করেন।

এখন যদি আপনার ব্যাকগ্রাউন্ড ডেটা ইউসেজ এনাবল করা থাকে, তাহলে ‘Allow background data usage’ অপশনটি ডিসেবল করে ফেলুন।

ডাটা সেভার মোড অন করে রাখুন:

এই অপশন চালু করার উপায় জেনে নিন

আপনার অ্যানড্রয়েড ডিভাইস থেকে

Setting ~ Connections ~ Data Usage ~ Data saver ~ এখন আপনার ডেটা সেভার মোড অফ থাকলে তাহলে স্লাইডারে ট্যাপ করুন এটি নীল হবে।

Wi-Fi Assist বন্ধ করুন:

স্মার্টফোন এর জন্য:

Wi-Fi Assist এমন একটি সিস্টেম বা প্রোগ্রাম যা অন থাকার পর ওয়াইফাই সিগন্যাল এ সমস্যা হলে ফোন আপনার মোবাইল ডাটা নিজে থেকে ব্যবহার করতে থাকে।এই নেটওয়ার্ক সুইচিং বন্ধ করুন।

আইফোনের জন্যঃ

Settings> Cellular অপশন পরে Wi-Fi Assist বন্ধ করুন।

স্মা্রটফোনে Wifi সেটিংসে গিয়ে Switch between data and WLAN অপশন বন্ধ করে ফেলুন।এর কারনে আপনার ফোনে যখন ওয়াইফাই এবং মোবাইল ডেটা উভয় সংযুক থাকে তখন শুধুমাত্র ওয়াইফাই ব্যাবহ্রত হবে।

অটোমেটিক্যালি সফটওয়্যার আপডেট বন্ধ করুন:

সেজন্য প্রথমে Setting ~ about phone ~ Download update Automatically অপশন এ ক্লিক করে বন্ধ করুন

উপরে উল্লিখিত এ সব ট্রিপস অ্যান্ড ট্রিকস গুলো মেনে চললে আপনার খরচ অনেক টুকুই কমে আসবে।

তবে মনে রাখবেন, উল্লেখিত সেটিংস অপশন সব ফোনে একই জায়গায় থাকবে না সেজন্য অবশ্যই খুঁজে বের করতে হবে।এমবি খরচ কমানোর উপায় গুলো আশা করি আপনার কাজে আসবে

ধন্যবাদ

লার্নিং ডায়াগ্রাম ডট কম -www.Learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *