বর্তমানে মানুষ সভ্যতা ক্রমশ উন্নত এর দিকে এগিয়ে যাচ্ছে।এক সময় একটি কম্পিউটার ছিলো একটি রুম এর সমান কিন্তু এখন তা টেবিলে বহন করার মতো উপযোগী কিন্তু কয়েকগুণ বেশী শক্তিশালী।প্রযুক্তি যত উন্নত হচ্ছে জিনিস তত ছোট এবং তত বেশী শক্তিশালী হচ্ছে।তেমনি SSD (Solid state drive) ও HDD (Hard disk drive) এর ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে।SSD হলো HDD এর তুলনায় হালকা এবং ওজনে কম কিন্তু HDD এর তুলনায় SSD এর সুবিধা বেশী যেমন ধরেন একটি SSD যুক্ত কম্পিউটার বুট হতে সময় নেয় মাত্র 10/12 সেকেন্ড বা এর কাছাকাছি কিন্তু একটি HDD যুক্ত কম্পিউটার বুট হতে সময় 30/32 সেকেন্ড বা এর কাছাকাছি।আবার SSD তে HDD এর তুলনায় 30% বেশী স্পিডে ফাইল ওপেন হয়।এই রকম আর অনেক পার্থক্য রয়েছে হার্ডডিস্ক ও এসএসডি এর মধ্যে:
চলুন পার্থক্যে যাওয়ার আগে SSD ও HDD এর একটু ইতিহাস জেনে নেই।
HDD (Hard disk drive) সম্পর্কে কিছু তথ্য
IBM (International business machines corporation) 1956 সালে সর্বপ্রথম হার্ডডিস্ক তৈরী করে।Hard disk drive এ একটি সিডি/মেকানিক্যাল ড্রাইভ রয়েছে।এটি একটি নির্দিষ্ট স্পিডে ঘুরে এটি ঘুরার ফলে রিড বা রাইড হয়ে থাকে।এটি যত বেশী Speed এ ঘুরবে রিড রাইড স্পিড তত বেশী হবে।
একটি HDD কেনার সময় আপনি লক্ষ করে থাকবেন লেখা রয়েছে 1200 RPM, 2200 RPM, 7200 RPM, 5200 RPM. (RPM In full Rotation Per Minute). এটি দ্বারা নির্দেশ করে এক মিনিটে সেটি কতবার ঘুরছে।সেজন্য যত বেশী RPM হবে তত বেশী স্পিড পাবেন তাই হার্ডডিস্ক কেনার সময় লক্ষ রাখবেন সেটির RPM কত রয়েছে।
SSD (Solid state drive) সম্পর্কে কিছু তথ্য
পেনড্রাইভ ও মেমোরি কার্ডে যেটি ব্যাবহার করা হয় SSD ও একই প্রক্রিয়ায় তৈরী করা হয়।এখানে ইন্ট্রিগ্রেটেড সার্কিট ব্যাবহার করে ডাটা সংগ্রহ করা হয়।
SSD ও HDD নিয়ে অনেক কিছু জানলাম কিন্তু এই গুলো মূলত কী আগে সেটা জেনে নেই তারপর এদের মধ্যে পার্থক্য জানব:
SSD ও HDD কী?
এসএসডি ও এইচডিডি হলো কম্পিউটার এর স্থায়ী মেমোরি বা স্টোরেজ ডিভাইস।মোবাইলে যেমন গান ফাইল রাখার জন্য ব্যাবহার করা হয় মেমোরি কার্ড ঠিক তেমনি কম্পিউটারে থাকে SSD (Solid state drive) ও HDD (Hard disk drive). এই ডিভাইস গুলোর উপর নির্ভর করে কম্পিউটার অন ও ফাইল ওপেন হওয়া সহ অনেক বিষয় এটিকে কম্পিউটারের মস্তিষ্কও বলতে পারেন।
এসএসডি ও এইচডিডি এর মধ্যে পার্থক্য – SSD VS HDD
নিচে আপনাদের জন্য কেন HDD বাদ দিয়ে SSD ব্যাবহার করবেন তার কিছু কারন তুলে ধরা হলো:
HDD সম্পর্কে
হার্ডিষ্কে কিছু মুভিং পার্টস থাকার কারনে এটি অনেক সময় নষ্ট হয়ে যায়।
হার্ডিষ্কে কিছু মুভিং পার্টস থাকার কারনে এটি শব্দ করে, কাপাকাপি করে ও গরম হয়ে যায়।
হার্ডিস্কে বিদ্যুৎ অপচয়/খরচ বেশী হয়
হার্ডিস্ক কম্পিউটার বোট হতে সময় লাগে ৩০-৪০ সেকেন্ড।
হার্ডিস্ক এর ফাইল কপি স্পিড 50-120 MBps পর্যন্ত হয়।
SSD সম্পর্কে
SSD তে মুভিং পার্টস না থাকার কারনে এটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা নেই বললেই চলে।
SSD তে মুভিং পার্টস না থাকার কারনে এটি শব্দ করে না, কাপাকাপি করে না ও গরম হয়ে যায় না।
SSD তে পাওয়ার খুব কম লাগে।
SSD যুক্ত কম্পিউটার বোট হতে সময় লাগে 10-12 সেকেন্ড।
SSD এর ফাইল কপি স্পিড 200-500 MBps পর্যন্ত হয়।
এখন বলতে পারেন SSD আপনি ব্যাবহার করবেন কিন্তু SSD HDD এর মধ্যে দামের রয়েছে আকাশ পাতাল তপাত।তবে এই দাম প্রতিনিয়ত পরিবর্তশীল তাই আপনি খোজ নিয়ে দেখুন এর বর্তমান দাম কেমন আছে।তাই আপনি চাইলে বেশী স্পিড এর জন্য 120GB Solid State drive (SSD) নিতে পারেন সাথে একটি বড় স্টোরেজ এর Hard disk drive (HDD) নিতে পারেন তাহলে আপনি খুব ভালো স্পিড ও পাবেন আবার স্টোরেজও বেশী থাকবে।সেই ক্ষেত্রে আপনি শক্তিশালী এবং খুব বেশী ব্যাবহার হয় এমন সফটওয়্যারগুলো এসএসডি তে রাখবেন।