ওয়েব ক্যামেরা

বর্তমানে অনলাইন মিটিং, অনলাইন সেমিনার, বন্ধুদের সাথে ভিডিও কলে আড্ডা, অনলাইন ক্লাস সহ প্রায় সময়ই আমাদের কম্পিউটারে একটি ওয়েব ক্যাম এর প্রয়োজনীয়তা অনুভব করি।কিন্তু একটি ভালো ওয়েবক্যাম এর দামও হয় ভালো।তাই আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার কীভাবে আপনার স্মার্টফোনকে কম্পিউটারের ওয়েভক্যাম হিসেবে ব্যাবহার করবেন।

মোবাইলকে ওয়েব ক্যামেরা বানানোর পূর্ব প্রস্তুতি?

মোবাইলকে ওয়েভ ক্যামেরা বানানোর জন্য আপনাকে অবশ্যই iVCam নামে একটি সফটওয়্যার এবং মোবাইল ও কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য একটি USB Cable এর প্রয়োজন হবে।IVCam সফটওয়্যার ডাউনলোড করতে আপনি কম্পিউটার এর জন্য গুগলে সার্চ দিয়ে এবং মোবাইল এর জন্য গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন সুবিধার জন্য নিচে স্কিন শর্ট এবং লিংক  দেওয়া হলো:

 

মোবাইল এর জন্য এইখানে

কম্পিউটার এর জন্য এইখানে

 

                                    

 

 

এখন আপনাদের প্রয়োজন হবে মোবাইলে USB Debugging মোড অন করার।USB Debugging মুড অন করার কারণ নিচেরটুকু পড়লে বুজতে পারবেন।

USB Debugging অপশন অন করার উপায়?

USB Debugging অপশনটি অন করার জন্য প্রথমে মোবাইল এর Setting সেটিংস অপশনে চলে যান এরপর সেখান থেকে About Phone > Build Number অফশনে সাতবার চাপ দিন এরপর নিচে দেখবেন Developer option অন হয়েছে এমন একটি মেসেজ আসবে সেখান থেকে USB Debugging অপশনটি অন করে দিন।

মনে রাখবেন, ডেভেলপার অপশন (Developer Option) এর মধ্যে না জেনে নাহ বুজে চাপাচাপি করলে আপনার ফোনে ক্ষতি হতে পারে।

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

 

মোবাইলকে ওয়েব ক্যামেরা বানানোর কৌশল?

মোবাইলকে ওয়েব ক্যামেরা বানানোর জন্য আপনি কম্পিউটারে সফটওয়্যারটিকে অন্যান্য সফটওয়্যার এর মতোই ইনস্ট্রল করুন।এবং দেখুন ইনস্ট্রল হয়েছে কি নাহ।ইনস্ট্রল হলে পরবর্তী পদক্ষেপ গুলো পর্যায় ক্রমে অনুসরণ করুন।

মোবাইলে ইনস্ট্রল সম্পূর্ণ হলে আপনি মোবাইলের ডেভেলপার অপশন থেকে USB debugging অপশনটি অন করে দিন।

USB Debugging অপশনটি অন করার জন্য

Setting > About Phone > Build Number > Developer option > USB Debugging > On

USB Debugging অপশন অন করার পর অথবা আগে আপনি কম্পিউটারের USB Cable টি সংযোগ দিন।( USB Cable টি সংযোগ করার পর মোবাইলে একটি নোটিফিকেশন আসবে সেখান থেকে Transfer Photo টি সিলেক্ট করুন)

নোট: USB Debugging অপশনটি একবার অন করলেই হবে যদি আপনি কাজ শেষে বন্ধ না করেন।

এখন আপনি দেখতে পারবেন আপনার ফোনটির ক্যামেরা আপনার কম্পিউটারের IVCam সফটওয়্যারে দেখতে পাচ্ছেন।

এখন আপনি ওয়েভক্যামটি আপনার জুম কল, মেসেন্জার ভিডিও কল থেকে শুরু করে সব জায়গায় ব্যাবহার করতে পারবেন।

ধন্যবাদ

www.Learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry