অনলাইন থেকে ইনকাম করা যায় এই বিষয়টা এখন প্রায় ১০০ জন এর মধ্যে ১০০ জনই জানেন কারোরই আর অজানা নয় বলে আমার ধারণা।অনলাইন থেকে অনেক উপায়ে ইনকাম করা যায় হয়তো অনেকেই সঠিক গাইডলাইনের অভাবে করতে পারছেন না আবার অনেকে ধুমছে ইনকাম করছে।এই আর্টিকেলে আপনাদের সাথে ক্যাপচা পূরণ ইনকাম করার মতো কয়েকটি সাইট নিয়ে আজকের এই আর্টিকেল
এই আর্টিকেলে আপনারা জানতে পারবেনকিভাবে ক্যাপচা পূরণ করে ইনকাম করবেন।ক্যাপচা সমাধান করে ইনকাম করা বর্তমানে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে।কারণ এটি সময় কম লাগে ও খুব সহজ কাজ।
ক্যাপচা কি ও কেন?
ক্যাপ-চা হল একটি সংক্ষিপ্ত শব্দ এবং এর ইংরেজি বানান হচ্ছে CAPTCHA
ক্যাপচা প্রক্রিয়াটি দেওয়া হয়েছে মূলত আপনি মানুষ নাকি রোবট সেটি প্রমাণ করার জন্য।নিরাপত্তার স্বার্থে এবং হ্যাকিং ও অন্যান্য ক্ষতি থেকে রক্ষা পেতে ক্যাপচা পদ্ধতিটি ব্যাবহার করে বুঝা হয় আপনি সত্যিই মানুষ কি না।যেখানে নেটওয়ার্ক এর মধ্য দিয়ে যাওয়ার সময় আপনাকে ক্যাপচা পূরণ করতে হবে।অনেক সময় গুগলে সার্চ করার সময় ক্যাপচা পূরণ করতে হয় তা না হলে আপনাকে সার্চ করার অনুমতি দেয়া হয় নাহ।
সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরও কেন ক্যাপচা পূরণ করতে হয়?
আপনি কোন মাইক্রো সাইডে অথবা অন্য কোন ইনভেস্টম্যান ও নন ইনভেস্টমেন ওয়েবসাইটে লগইন করতে গেলে আপনাকে পাসওয়ার্ড দেয়ার পরেও ক্যাপচা পূরণ করতে বলে।কারণ এখন বর্তমানে অনেক রোবট সফটওয়্যার অথবা কম্পিউটার বের হয়েছে যেগুলো সারাক্ষণ সম্ভাব্য পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করতে থাকে এবং সফল হয়।তাই শুধু পাসওয়ার্ড এর উপর ভরসা না করে কোম্পানিগুলো ক্যাপচা পদ্ধতি চালু করেছে যেটা কোন রোবট সফটওয়্যার অথবা কম্পিউটার দ্বারা পূরণ করা সম্ভব নয় আর যতক্ষণ পর্যন্ত সঠিক ক্যাপচা পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও লগইন করতে অথবা নেটওয়ার্ক ব্যাবহার করতে পারবেন না।
ক্যাপচার পূর্ণরূপ কী? কবে এবং কে নামকরণ করেন?
ক্যাপচা (CAPTCHA) এর পূর্ণ গঠন হচ্ছে :
C for Completely
A for Automated
P for Public
T for Turing
test to tell
C for Computers and
H for Humans
A for Apart.
2003 সালে ক্যাপচার নামকরণ করেন লুইস ভন আন, মঅ্যানুয়েল বুম, জে হপার এবং জন লঅ্যাংফোড।
ক্যাপচা এন্ট্রি থেকে কত টাকা আয় করতে পারবো?
এই ক্যাপচা এন্ট্রি থেকে কত টাকায় হবে সেটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার কাজের উপর আপনি যত সময় দিবেন তত বেশি ইনকাম করতে পারবেন।আর এই কাজটি অবশ্যই একটি ধৈর্যের কাজ, আপনি ধৈর্য ধরে বেশি সময় নিয়ে যদি কাজ করতে থাকেন তাহলে মাসে দশ পনের হাজার টাকা অনায়াসে এনকাম করতে পারবেন।আর যদি আপনার রেফারেল থাকে তাহলেত কোনো কথায় নাই।
ক্যাপচা পূরণ করার জন্য একজন মানুষের কি কি যোগ্যতা লাগবে?
দেখুন ক্যাপচা এন্ট্রি এটা কোন আহামরি কঠিন কিছু না।এই কাজ করার জন্য আপনার কোর্স কিনতে হবে না।শুধু ইংলিশের উপর একটু ধারনা থাকলে আপনি কাজটি করতে পারবেন।আরেকটা জিনিস প্রয়োজন হবে সেটা হলো টাইপিং স্পিড।কারণ ওদের নির্দিষ্ট সময় দেয়া থাকবে আর তাদের দেওয়া ঐ সময়ের মধ্যে আপনার ক্যাপচা পুরন করতেই হবে এবং সর্বশেষ সাবমিট করতে হবে।
ক্যাপচা এন্ট্রি কি কি ধরনের হয়?
আপনারা হয়তো বিভিন্ন সাইটে লগইন এর সময় ক্যাপচা এন্ট্রি করে আসছেন।ক্যাপচা গুলো ঠিক সেই রকমই হবে।তবে ক্যাপচা গুলো কয়েক প্রকারের হয়ে থাকে যেমন আপনাকে একটি ইমেজ দেওয়া হবে এবং কয়েকটি ভাগ দেওয়া হবে সেখান থেকে বলে দেয়া হবে একটা জিনিস সিলেক্ট করতে এবং আপনাকে তাদের দেওয়া ইমেজে ওই জিনিসটা কতবার আছে সেটা সিলেক্ট করতে হবে।অথবা প্রথম একটা লেখা দিবে সেটা আপনাকে দেখে দেখে লিখতে হবে ব্যাস এই টুকুই কাজ।ক্যাপচার সাধারণত এই 2 রকমেরই বেশি হয়ে থাকে তারপরও আপনাকে অন্যরকম দেওয়া হতে পারে কিন্তু সেটা দেখলেই আপনি পারবেন কোন আহামরি কঠিন কিছু আপনাকে দেয়া হবে না কিন্তু রোবট সফটওয়্যার বা কম্পিউটার সেটা পারবে না।আপনাদের সুবিধার্থে নিচে ক্যাপচা ইমেজ দেয়া হলো।


যদি এরকম প্রশ্ন আপনার মনে উঁকি দেয় তাহলে আমি বলব আপনি কিছুটা হলেও পিছিয়ে আছেন বর্তমান যুগ থেকে।September 4, 1998 সালে গুগলের যাত্রা শুরু হয় যাতে আপনার কোন নির্দিষ্ট ওয়েবসাইটের নাম মনে না রাখতে হয়।আপনি গুগলে শুধু ‘ক্যাপচা এন্ট্রি করে ইনকাম’ লিখে সার্চ দিলেই অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন এগুলো থেকে অনায়াসে ইনকাম করতে পারবেন।
ক্যাপচা পূরণ করে ইনকাম করার মত সাইট এর তালিকা দেয়া হলো:
2captcha:
Whois এর তথ্য মতে এটি বাজারে আসে 2014/04/22 সালে।একটি জনপ্রিয় ক্যাপচা পূরণ করে ইনকাম সাইট হলো 2ক্যাপচা।এখানে আপনি প্রতি 1000 ক্যাপটছা সমাধান করলে 1 ডলার দেয়া হবে।প্রতিটা ক্যাপচার জন্য আপনার সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে তবে কিছু ক্ষেত্রে আরও অনেক কম সময়েই হয়ে যাবে।আমি নিজেও এই সাইটে কাজ করি।
তাদের পেমেন্ট মেথড: আপনি একটু ক্যাপচা থেকে যে টাকা গুলা আয় করবেন সেগুলো ওয়েব মানি (webmoney), পারফেক্ট মানি (Perfect Money), বিটকয়েন (BITCOIN), এডিবিক্যাশ (AdvCash), আপহোল্ড (uphold), পেয়ার (payeer), এয়ারটিএম (AirTM)বিটকয়েন ক্যাশ (Bitcoin Cash), এর মাধ্যমে তুলতে পারবেন।
আপনি ওয়েব মানি (webmoney), পারফেক্ট মানি (Perfect Money), এডিবিক্যাশ (AdvCash), আপহোল্ড (uphold), পেয়ার (payeer), এর মাধ্যমে 0.5 ডলার হলে তুলতে পারবেন।
2captcha.com তে অ্যাকাউন্ট করতে এখানে ক্লিক করুন
Kolotibablo
খুব সহজ-সরল ডিজাইন নিয়ে এই ওয়েবসাইটটি তৈরি।অনলাইনে যারা নতুন তাদের জন্য এই ওয়েবসাইটটি খুবই ভালো হবে।একটি মজার সুবিধা হল রেটিং পদ্ধতি চালু আছে তাই আপনার রেটিং যত ভালো হবে আপনার ইনকাম নিঃসন্দেহে তার বেশি হবে।আপনি চাইলে এই ওয়েবসাইটে কাজ করতে পারেন। Income: আপনি এই Kolotibablo ওয়েবসাইটে প্রতি 1000 ক্যাপচা পূরণ করে $0.35 থেকে $1 ইনকাম করতে পারবেন। Withdraw: এই Kolotibablo সাইট থেকে আপনার ডলার তোলার জন্য Yandex money, Coinbase, Internal Transfer ব্যবহার করতে হবে।
ডলার তোলার সময় আপনার Kolotibablo সাইটের অ্যাকাউন্টে Yandex money এর জন্য 0.5 হলেই তুলতে পারবেন।
Qlinkgroupsupervisor:
এটি একটি অন্যতম ক্যাপচা ইনকাম সাইট কারণ এখান থেকে অন্যান্য সাইট গুলোর তুলনায় একটু বেশি ইনকাম করতে পারবেন।তবে এখানে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবে না রেজিস্ট্রেশন করার জন্য $5 পেমেন্ট করতে হবে তার পরই কেবল আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। Income: যেহেতু আপনি এখানে পেমেন্ট করে ইনকাম করতে আসছেন তাই আপনাকে একটু বেশি ইনকাম এর সুযোগ দেয়া হবে।এখানে প্রতি 1000 ক্যাপচার জন্য সর্বোচ্চ $2 ডলার পর্যন্ত আয় করতে পারবেন। Withdraw: এখান থেকে করা ডলার আপনাকে Paypal, Bitcoin, Litecoin মাধ্যমে তুলতে হবে।
Protypers:
অন্যান্য সাইটের মত একটি কোম্পানি ক্যাপচা পুরন করে ইনকাম করতে পারবেন।আপনি চাইলে এখনি রেজিস্ট্রেশন করে ইনকাম শুরু করতে পারবেন। Income: এই ওয়েবসাইটে আপনাকে প্রতি 1000 ক্যাপচা পূরণ করার জন্য $0.35 থেকে শুরু করে $1+ পর্যন্ত টাকা আয় করতে পারবেন Withdraw: এখান থেকে ডলার তোলার জন্য আপনার Perfect Money, Paypal, Bitcoin, Webmoney অ্যাকাউন্ট প্রয়োজন হবে।
Captcha Typers:
ক্যাপচা টাইপ করে ইনকাম করার জন্য অন্যতম একটি ওয়েবসাইট Captcha Typers। এটা একটা সফটওয়্যার বলতে পারেন কারণ এখানে আপনাকে কাজ করার জন্য একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে এবং এই সফটওয়ারের মাধ্যমে ক্যাপচা পূরণ করে জমা দিতে হবে।
Income: এখানে প্রতি 1000 ক্যাপচা পূরণ করে 1 ডলার ইনকাম করতে পারবেন।
Withdraw: এই সাইট থেকে ডলার তোলার জন্য আপনার Perfect Money অথবা Payza প্রয়োজন হবে।
ধন্যবাদ