পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইন্জিন গুগল এর একটি প্রোডাক্ট হলো গুগল নিউজ।যার সাহায্যে আপনি আপনার সাইটে ট্রাফিক বৃদ্ধি থেকে শুরু করে ইনডেক্স সমস্যা থেকেও সমাধান পাবেন।
এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা গুগল নিউজ কী, গুগল নিউজ কীভাবে এপ্রুভ করাবেন ও এর উপকারিতা সম্পর্কে বলব।
গুগল নিউজ কী?
গুগল নিউজ গুগলের একটি অংশ যেখানে হাজার হাজার সংবাদ এক সাথে পাবেন।
যখন আমরা গুগলে কিছু সার্চ করি তখন উপরে দেখে থাকবেন গুগল আপনার সার্চ রিলেটেড ছবি, লোকেশন, ভিডিও এর সাথে নিউজ নামের একটি অপশন ও আছে এছাড়াও গুগল নিউজ এর একটি সফটওয়্যার ও দেখতে পাবেন আপনার ফোনে।
গুগল নিউজের সুবিধা?
আমি আগেই বলেছি গুগল নিউজ অ্যাপ্রুভ করা থাকলে আপনি অনেক ট্রাফিক পাবেন।একই সাথে যদি এডসেন্স অথবা আপনার সাইটি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য হয়ে থাকে তাহলে আপনি ট্রাফিক এর জন্য ভালো ইনকামও করতে পারবেন।
এছাড়াও বর্তমানে সব স্মার্টফোন এর মধ্যে গুগল এর সমস্ত প্রডাক্ট ইনস্ট্রল করাই থাকে সেইখানে থাকবেন গুগল নিউজ নামে একটি সফটওয়্যার ইনস্ট্রল করা আছে সেখানে আপনার মতো অনেক আর্টিকেল অথবা নিউজ সাইটের নিউজ আছে তাই যদি সেখানে আপনার সাইট এর আর্টিকেল গুলো থাকে তাহলে নিশ্চিত ওয়েবসাইট এর প্রাণ (ভিজিটর) পাবেন।গুগল নিউজ এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যদি কারো ইনডেক্স না হয় তাহলে আপনার পোস্ট গুলো খুব দ্রুত ইনডেক্স করিয়ে দিবে।
কারন একটি নিউজ সাইটে সবসময় আপডেট তথ্য গুলো প্রকাশ করে যেমন ধরেন কোথাও একটা দূর্ঘটনা হলো সেটা প্রকাশ করলো এবং এই তথ্যটি জানার জন্য কিন্তু ঐসময়ই মানুষ গুগলে সার্চ করবে কয়েকদিন পর এটার গুরুত্ব কমে যাবে কিন্তু আপনার পোস্টটি যদি কয়েকদিন পর ইনডেক্স হয় তাহলে কিন্তু আপনি ভিজিটর পাবেন নাহ।তাই গুগল তাদের নিউজ অ্যাপ্রুভ সাইট গুলোকে দ্রুত ইনডেক্স করিয়ে দেয়।
বর্তমানে প্রায় সব ব্লগারদের একটি কমন সমস্যা দেখা দিচ্ছে তা হলো ইনডেক্স জনিত সমস্যা।যেই সমস্যাটিতে আমিও পরেছি।
গুগল নিউজে সাইট জমা দেওয়ার উপায়? গুগল নিউজ অ্যাপ্রুভ
1. এখন আপনি যেই জিমেইলটি আপনার গুগল সার্চ কনসোল ও এডসেন্স এর সাথে যুক্ত করা সেটি লগইন করুন
2. আপনার সাইটটি গুগল নিউজে জমা দেওয়ার জন্য এইখানে ক্লিক করুন।
3. এরপর Add Publication বাটনে কিল্ক করুন।
4. পরে আপনার সামনে একটি নতুন pop up আসবে Publication center নামে।সেখানে Publication name অপশনে ওয়েবসাইটের নাম দিন।তারপর Primary website property তে আপনার ওয়েবসাইটের লিংকটি যুক্ত করুন।পরে Location এর জায়গায় Bangladesh দিয়ে নিচের টিক মার্কে ঠিক চিহ্ন দিন এবং Add publication অপশনে ক্লিক করুন।
5. এরপর Publication Setting অপশনে ক্লিক করুন।
6. এরপর আপনি আপনার ওয়েবসাইটটি যেই ভাষায় তা নির্বাচন করুন।(আমারটা বাংলা তাই বাংলা সিলেক্ট করেছি)
7. Primary website Property URL বিভাগ থেকে Verify in search console অপশনে ক্লিক করে Verify করুন।(মনে রাখবেন যদি আপনার সাইটি যেই জিমেইল দিয়ে আবেদন করবেন সেই জিমেইল এর মধ্যেই থাকে তাহলে ক্লিক করার 1-2 সেকেন্ড এর মধ্যে ভেরিফাই হয়ে যাবে।
8. এখন Additional website property URLs অপশন থেকে আপনার সাইটটির URL দিয়ে ADD বাটনে ক্লিক করুন।
9. এরপর Contact থেকে আপনার ইমেইল/জিমেইল দিয়ে ADD করে দিবেন।এরপর উপরে ডান সাইটে Save বাটনে ক্লিক করে পরের পেজে চলে যাবেন।
10. এই পেজে আপনি লোগো সাবমিট করবেন।এই কাজটি খুব সতর্কতার সাথে করবেন কারণ লোগোর কারণেই আপনার সাইটি রিজেক্ট হতে পারে।
নোট: এইখানে আপনাকে 512px by 512px সাইজের লোগো দিবেন।তারা আপনাকে PNG লোগো দিতে বলছে তাই PNG দিতে চেষ্টা করুন বেশি ভালো হবে।তবে কোনো কারনে PNG দিতে না পারলে JPEG দিতে পারবেন।
512px by 512px সাইজটি বুজতে কষ্ট হতে পারে অনেকের বোজার সুবিধার্থে আমার সাইটের জন্য যেটি দিয়েছি সেটি দিয়ে দিলাম।একটি 512px by 512px সাইজের সাদা পেজ নিয়ে মধ্যে লোগোটি বসিয়ে দিবেন।
11. এরপর এর সেকশনটিতে আপনাকে দুইটা লোগো সাবমিট করতে হবে তবে।প্রখম সেকশনে আপনার ওয়েবসাইটটি যখন লাইট মোডে থাকে তখন কেমন লোগো থাকে সেটি দিবেন আবার যখন নাইট মুডে থাকে তখন কেমন লোগো থাকে সেটি দিবেন।প্রয়োজনে নিচের লেখা পরে নিবেন।
12. নিচে দেখবেন ফ্রন্ট অপশনে আছে সেটিতে কিছু করতে হবে নাহ।
13. এখন উপরে Save বাটনে ক্লিক করুন।
14. এরপর Back arrow Button এ চাপ দিন।
15. এখন Google news Option লেখাই চাপ দিন।এরপর Edit বাটনে ক্লিক করুন।
16. এখন Basic Information সেকশন থেকে Publication Description বক্সে আপনার সাইটের বর্ণনা এবং Publication Category তে আপনার সাইটটি কোন ক্যাটাগরি তা নির্বাচন করুন।
নোট: Description এর জন্য আপনি আপনার ব্লগার সাইটে যেই ডিসক্রিপশন দিয়েছেন সেইটি কপি পেস্ট করুন।
17. এখন Distribution অপশনে আপনার Country এর জায়গায় যদি কোনো নির্দিষ্ট দেশের জন্য রাখতে চান তাহলে তা করতে পারবেন আর যদি পুরো পৃথিবীর জন্য হয় তাহলে Worldwide রাখতে পারেন।এরপরে Google properties ও Tracking অপশনে কিছু করার দরকার নেই।
18. এখন Save করে Next করে দিন।
19. এখন Section বিভাগ থেকে Add Section বাটনে ক্লিক করে Feed অপশনে চাপ দিন।
20. এখন Section title বক্সে আবার title দিন।এরপরের অপশনে RSS Feed দিয়ে দিন।
RSS Feed তৈরী করার নিয়ম
RSS feed তৈরী করতে এই লিংকে (এখানে ক্লিক করুন) চলে যান আপনার জিমেইলটি ভেরিফাই করতে বললে ভেরিফাই করবেন পরে আপনার সাইটের লিংক দিয়ে টিক চিহ্ন দিন।(স্কিনশর্ট দেওয়া হয়েছে) পরে Next করে RSS Feed অপশনটি সিলেক্ট করুন।পরে টাইটেল চেক করে Next অপশনে চাপুন এরপর আপনার ফিড লিংকটি কপি করে।
তারপর ফিড লিংকটি কপি করে পেস্ট করুন।
21. পরে View Access অপশনটি Anyone রেখে Add Button টি সিলেক্ট করুন।
22. এরপর Access Group অপশনে কিছু না করে Next করে দিন।
23. এরপর কিছুক্ষণ অপেক্ষা করে (5-10 মিনিট) একবার রিলোড বাটনে চাপুন।এখন যদি দেখেন আপনার ওয়েবসাইট এর আর্টিকেল গুলো দেখাচ্ছে তাহলে Review Button এ চাপুন।
24. এরপর এর পেজে আপনি Name এর এইখানে আপনার নাম, Email এর জায়গায় আপনার ইমেইল, Title এর স্থানে Blogger দিয়ে দিতে পারেন, এরপর Organization এর জায়গায় ওয়েবসাইট এর নাম দিয়ে দিন।এরপর Next বাটন চাপুন।
25. এরপর আপনি Published বাটনে চাপুন।এখন আপনার সাইটটি দেখতে পারবেন In Review চলে গেছে।
26. এখন Content level Section এ চাপ দিয়ে Site Content level থেকে Blog এর মধ্যে ক্লিক করুন।এর পর Area Content level এর মধ্যে URL এর জায়গায় আপনার সাইট্ এর একটি ক্যাটাগরি লিংক দিন এবং Label এর জায়গায় Blog হলে Blog সিলেক্ট করুন।এরপর পর্যায়ক্রমে সব গুলো ADD করে দিন।
শেষ আপনার কাজ।
এখন গুগল যদি মনে করে আপনার সাইটটি Approved করবে তাহলে আর না হলে পাবেন নাহ।তবে প্রায় সব গুলোই Approved করে ফেলে।
বি:দ্র: আপনাদের সুবিধার্থে ধাপে ধাপে স্কিনশর্ট দেয়া হয়েছে।এরপরও কারো সমস্যা হলে আমাদের পেজে অথবা মেইলে যোগাযোগ করতে পারেন