গুগল ম্যাপে লোকেশন যুক্ত করুন

গুগল ম্যাপে নিজের বাসার বা অফিস লোকেশন যুক্ত করুন

জানা অজানা

গুগল এর তুমুল পরিচিত একটি সার্ভিস হচ্ছে গুগল ম্যাপ।সার্ভিসটিতে রয়েছে দেশ বা জায়গার সঠিক নির্দেশনা বা ম্যাপ।আপনার আশেপাশের যেকোনো কোম্পানি, দোকান, রেস্তুরা, মসজিদ সবকিছু খুব সহজে খুজে বের করতে পারবেন গুগল এর এই সার্ভিসটির সাহায্যে।এমনকি আপনি চাইলে আপনার কোম্পানি বা ব্যাবসা অথবা আপনার বাসার লোকেশন যুক্ত করতে পারবেন এখানে খুব সহজে।তাহলে চলুন জানি কীভবে যুক্ত করবেন আপনার লোকেশন।

গুগল ম্যাপে আপনার বাসার লোকেশন সেট করার জন্য নিচের স্টেপ গুলো করুন।

1.প্রথমে আপনি আপনার স্মার্টফোনে আপনার জিমেইলটি লগইন করে নিন।জিমেইল অ্যাকাউন্ট অবশ্যই লাগবে।

2.এরপর গুগল ম্যাপ অ্যাপটি ওকে করে নিন আপনার স্মার্টফোনে।

3.আপনার ফোনের লোকেশনটা অন করে অ্যাপটি ওপেন করুন।সঠিক জায়গায় লোকেশন যুক্ত করার জন্য অবশ্যই ঐ জায়গায় অবস্থান করবেন আপনি যেই জায়গাটা যুক্ত করতে চাচ্ছেন তাহলে সঠিক জায়গায় আপনার লোকেশনটি যুক্ত হবে।

4.অ্যাপে প্রবেশ করার পরে নিচের চিত্রের চিহ্নিত জায়গায় ক্লিক করুন।

Google map

5.এরপর আপনার সামনে বাম সাইট থেকে একটি পেজ আসবে সেখানে “Add a missing business” অপশনে ক্লিক করুন।

google map

6.তারপর আপনার সামনে আরেকটি পেজ আসবে সেখানে একটি ফ্রম আসবে সেই ফ্রমটি নিচের স্কিনশর্ট এর মতো, পূরণ করুন তারপর “Go” বাটনে ক্লিক করুন।

google map missingplace add form

এরপর 24 ঘন্টার মধ্যে আপনার যুক্ত করা লোকেশনটি অ্যাড হবে গুগল ম্যাপে।অনেক সময় ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে।

আমাদের শেষ কথা

আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের সাথে গুগলে কীভবে লোকেশন যুক্ত করবেন তা জানাতে চেষ্টা করছি আশা করি আপনারা উপকৃত হয়েছেন। এরকম আরও অন্যান্য ট্রিপস ও ট্রিকস জ্নতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট (লার্নিং ডায়াগ্রাম ডট কম)।

ধন্যবাদ

www.learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *