গেমিং বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি শব্দ।আমরা কম বেশী সকলেই গেইম খেলতে ভালোবাসি।হোক সেটি স্মার্টফোন দিয়ে অথবা কম্পিউটার দিয়ে।আগে আমরা গেমিং এর জন্য যদিও কম্পিউটারকে বাছাই করতাম কিন্তু বর্তমানে সময়ের সাথে আপডেট হয়ে স্মার্টফোন গুলো অনেক শক্তিশালী হয়েছে সেই সাথে গেমিং ও করা যায় খুব সুন্দর ভাবে।কিন্তু সব স্মার্টফোন দিয়ে কিন্তু গেম খেলা সম্ভব নয় গেমিং এর জন্য একটি স্মার্টফোনে যেসব বৈশিষ্ট্য থাকা দরকার সেই বিষয় গুলোই এই পর্বে আপনাদের জানাবো ইনশাআল্লাহ।
একটি গেমিং ফোন বাছাই করার আগে সেই ফোনের কিছু বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে।চলুন এক নজরে দেখে নেই কী কী বৈশিষ্ট এর কারনে ফোনটি গেমিং ফোন হবে:
গেমিং ফোন এর বৈশিষ্ট্য :
মোবাইল বলেন আর কম্পিউটার বলেন গেইম খেললে ডিভাইসে অনেক বেশি চাপ পড়ে।তাই অবশ্যই গেম খেলার জন্য ফোনটির র্যাম, প্রসেসর, ব্যাটারি, ডিসপ্লে অবশ্যই ভালো মানের হতে হবে।
গেমিং ফোন এর বৈশিষ্ট্যে এবং কিনার আগে যে বিষয় গুলো দেখে নিবেন ভালো করে:
একটি গেমিং ফোন নির্বাচন এর আগে প্রথমে আপনি দেখে নিবেন ফোনের পারফরমেন্স কেমন।কারন গেইম খেলার জন্য ফোন নিলে অবশ্যই ফোনের পারফরমেন্স ভালো হতে হবে।আর ফোনের পারফরমেন্স নির্ভর করে ৩টি জিনিস এর উপর তা হলো: ১, Ram ২, Proccesor ৩, Storage। আসুন জেনে নেই গেমিং ফোন এর র্যাম, প্রসেসর ও স্টোরেজ কেমন হতে হবে।
প্রসেসর
প্রসেসর এর ক্ষেত্রে অবশ্যই ভালো মানের প্রসেসর নিতে চেষ্টা করবেন।কারন এই প্রসেসর এর উপরেই নির্ভর করবে আপনার ফোনে গেইম অনুভূতি কেমন হবে।বর্তমানে সবচেয়ে ভালো মানের প্রসেসর হলো Snapdragon এবং Mediatek তবে এই দুইটার মধ্যে সবচেয়ে ভালো হলো Snapdragon কারন Mediatek একটু গেইম খেললে বেশি হিট বা গরম হয়ে যায়।তাই সাজেস্ট থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যাবহারের।এরপর আছে র্যাম।
1. Snapdragon বনাম Mediatek কোনটি ভালো (বিস্তারিত)
র্যাম:
র্যাম এর উপর ফোনের গতি নির্ভর করে।তাই গেমিং এর সময় যদি আপনার ফোনটি হ্যাংক করে তাহলে আপনার খুবই বিরক্তিকর অনুভূতি হবে।তাই গেমিং এর জন্য ফোন নিলে র্যাম অবশ্যই ৪/৬ GB উপরে নিবেন তাহলে যেকোনো পাওয়ারফুল গেমিং এর জন্য খুব ভালো অনুভূতি পাবেন।স্মুথলি চলবে।
স্টোরেজ:
ফোনের স্পিডের সাথে সরাসরি সম্পৃক্ত স্টোরেজ তাই স্টোরেজ এর ক্ষেত্রে UFS 2.1 ও UFS 3.1 নিতে চেষ্টা করুন।
যদি গেমিং ফোন এর জন্য এই তিনটি জিনিস দেখে স্মার্টফোন কিনেন তাহলে আমি বলব আপনি নিংসন্দেহে খুব ভালো একটি অভিঞ্জতা পাবেন Gaming Time এর সময় এছাড়াও আপনার বাজেট এর উপর নির্ভর করে আরও যেসব বিষয় দেখে নিবেন।
একটি গেমিং ফোন কেনার সময় আরও যেসব বিষয় জেনে নিবেন তা হলো:
Display:
গেমিং এর সময় যদি আপনি একটি ভালো অনুভূতি পেতে চান তাহলে অবশ্যই একটি ভালো মানের ডিসপ্লে সমৃদ্ধ ফোন নিতে পারেন।এটি নির্ভর করবে আপনার বাজেট এর উপর কারন ডিসপ্লে ভালো নিলে আপনি ভালো অনুভূতি পাবেন।কিন্তু, যদি আপনার ভালো অনুভূতির জন্য র্যাম প্রসেসর কম নিয়ে ডিসপ্লে ভালো নেন তাহলে কিন্তু ফোন ল্যাগ করবে, তাই যদি বাজেট ভালো থাকে তাহলে ডিসপ্লে ভালো নিবেন।
Battery:
গেমিং ফোন এর জন্য ফোনের ব্যাটারি অবশ্যই ভালো মানের হতে হবে কেননা যদি ব্যাটারি নিম্ন মানের হয় তাহলে দেখা যাবে তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যাবে এবং ঘনঘন চার্জ দেওয়া লাগবে।তাই ব্যাটারি নির্বাচন এর ক্ষেত্রে অবশ্যই ৫০০০ অ্যাম্পিয়ার এর Mh ব্যাটারি নিবেন।
First Charger:
ফোনে দেখে নিবেন ফাস্ট চার্জার ব্যাবস্থা আছে কিনা এতে করে ফোনটি খুব দ্রুত চার্জ হবে।
Gaming Mood:
গেমিং ফোনের জন্য গেমিং মোড খুব চমৎকার একটি ফিচার।এই মোডের জন্য আপনি গেমিং এর সময় খুব মোড ফিল করবেন।এবং ফোনও এই সময় খুব ভালো পারফর্ম করবে।
আমাদের শেষ কথা
গেমিং বর্তমান প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় একটি শব্দ।প্রায় সবাই একটি গেমিং ফোন কিনতে চায় তাই আপনারা যাতে গেমিং এর সময় ভালো অভিঞ্জতা চান তাহলে এই বিষয় গুলো মাথা রেখে ফোনটি নির্বাচন করতে পারেন।আপনারা যাতে একটি ভাল মানের গেমিং ফোন নির্বাচন করতে পারেন তাই এই আর্টিকেলটি
ধন্যবাদ