হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম।আপনারা যারা ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারেন না কিন্তু মাঝেমধ্যেই একটু আকটু ডিজাইনের প্রয়োজন হয় তাদের জন্য বেশকিছু অনলাইন টুলস নিয়ে আজকের এই আর্টিকেলটি।
আমাদের নিত্য প্রয়োজনে প্রায়ই গ্রাফিক্স ডিজাইন এর কাজ করতে হয়।প্রফেশনাল না হওয়া সত্ত্বেও আপনি নিচের টুলসগুলো ব্যবহার করে ভালো একটি ডিজাইন করে ফেলতে পারবেন তবে যদি আপনি পেইড ভার্সন ব্যবহার করেন তাহলে আপনি এগুলোর সাহায্যে নিয়ে প্রফেশনাল ডিজাইনও করতে পারবেন খুব সহজে।
অনলাইন ইনকাম জগতেও গ্রাফিক্স ডিজাইন খুবই চাহিদা পূর্ণ সেক্টর আপনি যদি প্রফেশনাল লেভেল এর কাজ শিখতে পারেন তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন করে অনলাইন মার্কেটপ্লেস(ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যানস্যার ডট কম) থেকে খুব ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন।কিন্তু সেজন্য আপনাকে ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে কাজ করতে হবে।
তাহলে চলুন মূল আলোচনায় চলে যায়।
অনলাইন গ্রাফিক্স ডিজাইন টুলস
Canva
বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি গ্রাফিক্স ডিজাইন সাইট হলো Canva. গ্রাফিক্স ডিজাইনের এই টুলসটি বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এই সাইটে রয়েছে হাজার হাজার টেমপ্লেট প্রচুর ফ্রন্ট (যার কারণে আপনি যে কোন স্টাইলে লেখা লিখতে পারছেন) লেখা বোল্ড ইতালিক সহ বিভিন্ন কালার করার ফিচার।এটি ব্যবহার করে আপনি আপনার ডিজাইনকে আকর্ষণীয় করতে পারবেন এবং অনেক প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার তাদের ডিজাইন থেকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এই টুলটি ব্যবহার করে থাকে।এটি ব্যবহার করে আপনি আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারবেন।এমনকি ফাইবারের গিগ ইমেজ আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন।এই টুলটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যাবে এবং ফ্রিতে ব্যবহার করে আপনি খুব ভালো মানের ডিজাইন করতে পারবেন।তবে বাড়তি কিছু সুবিদা যদি আপনি ভোগ করতে চান তাহলে আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে।আপনি পোস্টার ব্যানার তৈরির কাজে এই টুলটি ব্যবহার করতে পারবেন এবং ফ্রিতেই আপনি তৈরি করতে পারবেন খুব আকর্ষণীয় ডিজাইন।
Logo garden
ডিজাইনের জন্য আরেকটি চমৎকার এবং আকর্ষনীয় টুলস হচ্ছে Logo garden. ক্যানভা তে আপনি যে কোন ধরনের ডিজাইন করতে পারলেও এই Logo garden টুলসে শুধু মাত্র লোগো নিয়ে কাজ করতে পারবেন। এই টুলস এ কাজ করার জন্য আপনার কোন ধরনের প্রফেশনাল অভিজ্ঞতা প্রয়োজন হবেনা আপনি শুধুমাত্র যদি লোগো ডিজাইন নিয়ে অল্প বেসিক ধারনা থাকে তাহলে এই টুলসে কাজ করে খুব ভালো একটি লোগো ডিজাইন করতে পারবেন। এই টুলস আপনি পাবেন লোগো ডিজাইনে এর সব ধরণের সুবিধা, সিম্বল এবং ডিজাইন কাজের জন্য পর্যাপ্ত উৎস এবং বিভিন্ন জিনিস এর লোগো।
PicMoney
ছবি ইডিট কার কাছে খুবই চমৎকার এই PicMoney টুলস।যারা ফটোশপ এর কাজ পারেন না তারা এই টুলস ব্যবহার করে ছবিতে বিভিন্ন ধরনের ইফেক্ট থেকে শুরু করে লেখা থেকে শুরু করে সব কিছু ব্যবহার করতে পারবেন খুব সহজেই।বিভিন্ন ধরনের ফ্রন্ট ফিল্টার ইফেক্ট থাকায় ডিজাইনের কাজে কোন ঝামেলা ছাড়াই করতে পারবেন। এটি একটি পেইড টুলস্। তবে প্রথম অবস্থায় আপনি ফ্রি ট্রায়াল’ করতে পারবেন। কিন্তু পরবর্তীতে আপনারকে কিছু টাকা দিয়ে এটি ব্যবহার করতে হবে।কত টাকা তা জানার জন্য আপনি PicMoney এর অফিসিয়াল সাইট ভিজিট করতে পারেন কারন যখন আপনি এটি পড়বেন তখন তাদের পেমেন্ট মেথড এ পরিবর্তন আনতে পারে।
Piccollage
গ্রাফিক্স ডিজাইন এর সময় আমাদের প্রায়ই কোলাজ ব্যবহার করতে হয়।সাইট কোলাস তৈরি করার জন্য এটি খুবই অসাধারণ একটি টুলস।Desktop, IOS ভার্সনের জন্য ক্লাস তৈরি করা যাবে এই টুলসটি ব্যবহার করে।এই সাইটে আপনি পাবেন বর্ডার, স্টিকার এবং কেলাস ব্যবহার করার প্রয়োজনীয় সরঞ্জামাদি।এছাড়াও পোস্টেড ইমেজ এডিট করার কাজেও ব্যবহার করতে পারবেন এই টুলসটি।
Befunky
গ্রাফিক্স ডিজাইনের জন্য আরেকটি অসাধারণ টুলস আছে Befunky. এই টুলসটি মূলত ফটোশপ ও ইলাস্ট্রেটর না জানা লোকদের জন্য। অসাধারণ এই পোস্টটিতে আপনারা পাবেন সামাজিক মাধ্যমের জন্য ব্যানার টেমপ্লেট পোস্টার গ্রাফিক্স ওভারলে সহ প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা।
Snappa
গ্রাফিক্স এর কাজে ব্যবহৃত আরেকটি টুলস হচ্ছে Snappa. অনেক ডিজাইনের বিভিন্ন ছবির মাপ জানতে সমস্যায় পড়ে যান। এটির মাধ্যমে ইনফোগ্রাফিক্স হেডার কভার ফটো ফিচার ইমেজ পোস্ট ইত্যাদি সঠিক মাপ জানতে এই টুলসটির ভূমিকা সবচেয়ে বেশি। এই টুলসটি দিয়ে আপনি সঠিক মাপ নিচ্ছেন কিনা সেটা জানতে পারবেন। এতে প্রচুর পরিমাণে হাই হাই রেজুলেশন ইমেজ থাকায় ডিজাইনের জন্য খুবই উপকারী একটি টুলস। আপনি ইমেজ করে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
Stencil গ্রাফিক্স ডিজাইন টুলস
সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট কন্টাক্ট মার্কেটিং ইমেজ ইত্যাদি ডিজাইন এর সুবিধা নিয়ে মানুষদের জন্য একটি অত্যন্ত চমৎকার একটি টুলস Stencil. প্রতিদিনই নতুন নতুন রয়্যালিটি ইমেজ আপলোড হয় এই টুলসে।
Pixlr
অ্যাডোব ফটোশপ এর সাথে আশা করি সবাই কমবেশি জড়িত।এই Pixlr টুলসটি অ্যাডোব ফটোশপ এর একটি অনলাইন ভার্শন। এটি বিনামূল্যে এবং খুব সহজেই ব্যবহার করা যাই। ফটো এডিট থেকে শুরু করে যেকোনো ধরনের ডিজাইন আপনি এই টুলটি সাহায্যে খুব সহজেই করতে পারবেন। এক মিনিটেরও কম সময়ে আপনি ফটো এডিট করতে পারবেন সেজন্য আপনার ফটোশপ নিয়ে কোন ধারণা না থাকলেও চলবে।
Tailor brands গ্রাফিক্স ডিজাইন টুলস
গ্রাফিক্স ডিজাইন কাজে ব্যবহৃত অন্যান্য টুলস রয়েছে তার থেকে একটু ভিন্ন কারণ এই টুলসটি আপনাকে ফ্রি সার্ভিস দেবে না। প্রতি মাসে মাত্র 300 টাকা দিয়ে আপনাকে এই টুলসের সার্ভিস নিতে হবে আপনাকে। এই টুলস থেকে আপনি 6 ডিজাইনের সেরা লোগো ডিজাইন এর সুবিধা সহ প্রিন্ট মেটেরিয়াল ব্যান্ডবক্স এবং প্রেজেন্টেশন এর সুবিধা ভোগ করতে পারবেন।
আমাদের শেষ কথা:
আজকের এই গ্রাফিকস ডিজাইন টুলস গুলো সম্পর্কে জেনে কেমন লাগল অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।এরকম আরও টিপস ট্রিকস জানতে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ