দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যাবহার সম্পর্কে আর নাই বা বললাম।এই কম্পিউটার ইনপুটআউটপুট দুইটি অংশে বিভক্ত।আউটপুট ডিভাইস এর মধ্যে রয়েছে কি-বোর্ড, মাউস ইত্যাদি।এই ডিভাইস গুলোকে আপনি কম্পিউটার এর হাত পা ও বলতে পারেন।এই যন্ত্র গুলো দিয়ে আমরা কম্পিউটারকে বাইরে থেকে কমান্ড দিয়ে থাকি এই মাউস কি বোর্ড না থাকলে আপনার কম্পিউটার কখনো পরিপূর্ণ হবে নাহ।

কীভাবে মাউস ছাড়া কম্পিউটার চালাবেন?

মাউস যেহেতু একটি ইলেকট্রিক ডিভাইস তাই যে কোনো কারণে নষ্ট হতেই পারে যে কোনো সময় কিন্তু জরুরী মুহুর্তে যদি নষ্ট হয়ে যায় তখন আপনি শুধু কি-বোর্ড দিয়ে কাজ করতে পারবেন।সেজন্য আপনাকে “Arrow Mouse” নামে একটি সফটওয়্যারের ব্যাবহার করতে হবে।সফটওয়্যার এর আইকন “Icon” টি দেথতে অনেকটা নিচের চিত্রের মতো।

মাউস ছাড়া কম্পিউটার চালানোর উপায়

কীভাবে ব্যাবহার করবেন “Arrow Mouse” সফটওয়্যারটি?

এই সফটওয়্যারটি ব্যাবহার করার জন্য আপনাকে একটি ভালো মানের কী-বোর্ড ব্যাবহার করতে হবে।এরপর আপনি “Ctrl” চেপে ধরে অ্যারো “Arrow” বাটন ক্লিক করলে মাউস এর কার্সর নড়াচড়া করবে।

কী- বোর্ড এর এই বাটন গুলোকে অ্যারো বাটন বলে।

মাউস ছাড়া কম্পিউটার চালানোর নিয়ম

এছাড়া মাউসের বাম বাটন এর কাজ করার জন্য আপনি “Ctrl” চেপে ধরে Space (স্পেস) বাটন চাপুন।আর ফাইল ফোল্ডার খোলা সহ ডান বাটন এর কাজ করার জন্য আপনি “Ctrl” চেপে ধরে “Enter” চাপু।

এই সফটওয়্যারটি চালানোর জন্য আপনার কোনো হাই কনফিগারেশন এর পিসি বা ডেস্কটপ কম্পিউটার এর প্রয়োজন নেই।সর্বোচ্চ লো বা যেকোনো কনফিগারেশন এর পিসি বা ডেস্কটপ কম্পিউটার এর মধ্যে চালাতে পারবেন।

ধন্যবাদ

www.learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry