টম অ্যান্ড জেরী

টম অ্যান্ড জেরী তৈরীর ইতিহাস – Tom and Jerry

জানা অজানা

আসসালামু আলাইকুম

আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব, ছোট বড় সবার প্রিয় এবং তুমুল জনপ্রিয় কার্টুন টম অ্যান্ড জেরী নিয়ে।টম অ্যান্ড জেরী কার্টুন সম্পর্কে বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে আমাদের পর্ব, জানতে হলে পুরোটা পড়ুন।ইনকাম সহ, জানা-অজানা বিষয় নিয়ে জানতে বুজতে আমাদের ওয়েবসাইট নিয়মিত পাঠ করুন।আপনাদের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন বিষয় সিরিজ আকারে প্রকাশ করে থাকি নিয়মিত। সিরিজ গুলো হলো জানা-অজানা, স্বাস্থ্য কথা, অনলাইন ইনকাম, ফ্রিল্যানসিং

টম অ্যান্ড জেরী কার্টুনটি প্রথম কোথায় তৈরী হয়? এর সাথে কে কে জরিত আছে?

টম অ্যান্ড জেরী প্রথম তৈরী হয় আমেরিকার হলিউডের মেট্রো ভোল্ডউইন উইন মেয়ার স্টুডিওতে।তবে বর্তমান সময়ে হেনা বারবেরা স্টুডিওতে তৈরী হচ্ছে তুমুল জনপ্রিয় এই টম অ্যান্ড জেরী।উইলিয়াম হেনাজোসেফ বারবারা হলেন এই কার্টুন এর প্রদান প্রতিষ্ঠাতা। আরও রয়েছে জিম ডাইড, চাক ড্রোমস, টমরে, এই কার্টুন সিরিজের প্রযোজক হলেন রোডলস ইসিং, ফ্লেট কুইংলি, ডব্লিউ এনস রাইডার এবং আরও অনেকে।

এই কার্টুন তৈরীর সময়কে তিনটি সেক্টরে ভাগ করা যায়

টম এন্ড জেরী তৈরীর বিবর্তনকাল

1940-1960 সাল

1960-1962 সাল এবং

19৬২-বর্তমান কাল পর্যন্ত

টম এন্ড জেরী তৈরীর ইতিহাস

রুডলফৃ আইসিঙের মেট্রো গোল্ডউইন মেয়ার (এম, জি, এম) অ্যানিমেশন স্টুডিওর একটি অংশ ছিলেন উইলিয়াম হ্যানা পেশায় গল্প লেখক আর চরিত্র ডিজাইনার এবং অন্যজন ছিলেন অভিজ্ঞ পরিচালক জোসেফ বারবারা তখন সময়টি ছিল ১৯৩০ শেষ হবে হবে।সে সময় তারা জুটিবদ্ধ হয়ে প্রথম একটি কার্টুন ছবি পরিচালনা করেছিল যার নাম ছিল “পাস গেটস দ্য বুট”।১৯৩৯ সালে কার্টুনটির কাজ শেষ হলে, ১৯৪০ সালের ১০ ফেব্রুয়ারি প্রথম থিয়েটার হলে প্রকাশিত হয়।

কার্টুনটি (পাস গেটস দ্য বুট) কোনো সূচনা সঙ্গীত ছাড়াই মুক্তি পায়।কার্টুনটির (পাস গেটস দ্য বুট) এর কেন্দ্রিয় চরিত্র ছিল, একটি বিড়াল যার নাম ছিল জ্যাসপার, নাম না জানা একটি ইদুরকে ধরার চেষ্টা করতো।কিন্তু এই মহৎ কাজটি করতে গিয়ে বাসার অনেক ক্ষতিও করে ফেলত (যেমন: দৈাড়াদৈাড়ির সময় ঘরের বিভিন্ন জিনিস পত্র ফেলে দিয়ে নষ্ট করে ফেলত) সেজন্য ম্যামী (বাসার মালিক) বলেন, বিড়াল জ্যাসপারকে জ্যাসপার যদি আর কিছু নষ্ট করে তাহলে সে জ্যাসপারকে বাসা থেকে বের করে দিবে।আর দুষ্টু নাম না জানা ইদুর সেই সুযোগটাই কাজে লাগাই এবং ঘরের ওয়াইনের গ্লাস, সিরামিক এর প্লেটি ইত্যাদি ভাঙার চেষ্টা করে যাতে করে জ্যাসপারকে বাসা থেকে বার করে দেয়।

সেই সাথে হ্যানা আর বারবারা তাদের বাকি পর্ব গুলোতে আদুর বিড়ালের কাহিনী ছাড়া নির্মাণ করতে থাকে।এরপর থিয়েটার এর কিছু কর্মী বলতে খাকে ইদুর বিড়ালের কাহিনীতো আন কম হলো না তারা এবার অন্যকিছু চাচ্ছিল (তাদের কথায় এমনই ইঙ্গিত পাওয়া গেছিল) কিন্তু ইদুর বিড়াল এর গল্পটি নিয়ে সবান নেতিবাচক ধারণা পাল্টে যখন কার্টুনটি থিয়েটার এর মালিকদের কাছে জনপ্রিয়তা পেতে থাকে।

সেই কার্টুনটি ১৯৪১ সালে একাডেমিক অব মোশন পিকচার আর্টস এ্ন্ড সাইন্সের পক্ষ থেকে অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড ফর বেস্ট শর্ট সাবজেক্ট কার্টুনস পুরষ্কার এর জন্য মনোনয়ন পায়।কিন্তু এই পুরষ্কারে নির্মাতা উইলিয়াম হ্যানা জোসেফ বারবারাকে কোনো পুরষ্কার দেওয়া হয়নি কিন্তু মূল নির্মাতা তারাই ছিলেন।কিন্তু পরে মেট্রো গোল্ডউইন মেয়ার (এম, জি, এম) এর আরেকটি কার্টুন রুডলফ আইসিঙ এর “দ্য মিল্কি ওয়ের” কাছে হেরে যায়।

মেট্রো গোল্ডউইন মেয়ার (এম, জি, এম) এর প্রযোজক ফ্রেন্ড কুইম্বলি হ্যানা আর বারবারাকে একটি ইদুর আর বিড়ালের সিরিজ কার্টুনের কাজে নিয়োজিত করেন।তাই হ্যানা আর বারবারা স্টুডিও এর ভিতরে একটি প্রতিযোগিতার আয়োজন করে সিরিজ কার্টুনটির নাম দেওয়ার জন্য।আ্যনিমেটর জন কার সেখানে প্রস্তাব দেন কার্টুনটির নাম টম অ্যান্ড জেরি রাখার জন্য এবং পরবর্তীতে তার প্রস্তাবটি গৃহীত হয়।১৯৪০ সালের টম চেহারা যেমন ছিল পরবর্তীতে সেটি পরিবর্তন হয়ে আরও মসৃণ করা হয়।১৯৪০ সালের মাঝামাঝি সময় থেকে, সিরিজটি আরও দ্রুত এবং স্পিহিত হয়ে ওঠে যার পিছনে অবদান রয়েছে ১৯৪২ সালে মেট্রো গোল্ডউইন মেয়ার (এম, জি, এম) অ্যানিমেশন থিয়েটারে যুক্ত হওয়া টেস্ক এভারীর।

১৯৬০ সালের দিকে মেট্রো গোল্ডউইন মেয়ার (এম, জি, এম) সিদ্ধান্ত নেয় যে তারা টম অ্যান্ড জেরীর নতুন পর্ব তৈরী করবে সেই লক্ষ বাস্তবায়ন এর জন্য এম, জি, এম এর প্রযোজক উইলিয়াম স্লাইডার, অ্যানিমেশন ডিরেক্টর জেন ডিচের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে এবং জেন ডিচ দায়িত্ব পায়।এরপর জন ডিচ ও প্রযোজক উইলিয়াম স্লাইডার এর দল চেকস্লোভাকিয়ার প্রাগে টানা ১৩ টি টম অ্যান্ড জেরির নতুন পর্ব তৈরী করেন যার মধ্যে অনেক সুররিয়ালিস্ট উপাদান (গল্পের পাতা নেই) পাওয়া যায়।

জন ডিচ ও প্রযোজক উইলিয়াম স্লাইডার দলের পর্ব গুলোকে আগের উইরিয়াম হ্যানা আর জোসেফ বারবারার মতো আর সুন্দর ভাবে উপস্থাপন করতে পারে নাই তাদের পর্ব গুলো কেমন যেন উদ্ভুত চরিত্রের, চরিত্র গুলো খুব দ্রুত দেখানোর কারণে এমন হয়েছে।অনেক ক্ষেত্রে তা অপরিষ্কার (বোঝা যায় না)।এই পর্ব গুলোর আরেকটি উল্লেখ্য যোগ্য দিক হলো এগুলোই টম অ্যান্ড জেরীর একমাত্র পর্ব যে গুলোতে “মেড ইন হলিউড, ইউ, এস, এ.” লাইনটি নেই।

পরের দুই দশকে হ্যানা ও বারবারা ছোট আকারে ১০০টি কার্টুন তৈরী করেছিল।নির্মাতা হ্যানা ২০০১ সালে মারা যাওয়ার পর ২০০৫ সালে জোসেফ বারবারা আর একটি পর্ব তৈরী করেছিল তার সঙ্গী উইলিয়াম হ্যানাকে ছারা।তারপর জোসেফ বারবারা মারা যান ২০০৬ সালে।

উপরের অংশে শুধু টম এন্ড জেরী তৈরীর ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে।এই অংশে আপনাদের সাথে শেয়ার করব কবে কোথায় কোথায় দেখানো হয়েছিল জনপ্রিয় এই কার্টুনটি।

টম অ্যান্ড জেরী প্রচারের ইতিহাস

এই বিখ্যাত কার্টুন টম অ্যান্ড জেরী কিন্তু শুধু যে থিয়েটার হলে চালানো হয়েছিল তা কিন্তু নয় এই টম অ্যান্ড জেরি থিয়েটার এর পাশাপাশি টেলিভিশন পেকেজ শো প্রোগ্রামিং বক্সে টম অ্যান্ড জেরি প্রচার হয়েছিল। সেই সাথে চলচিত্রতেও টম অ্যান্ড জেরীকে পাওয়া গেছে।

জেরী অ্যান্ড টম সম্পর্কে আরও কিছু তথ্য

বারবারা আর হ্যনার প্রতিটি পর্ব তৈরীতে প্রায় কয়েক সপ্তাহ সময় লাগত।

টম অ্যান্ড জেরী প্রথম তৈরী হয় ১৯৩০ সালে।সেই হিসেবে টম অ্যান্ড জেরীর বর্তমান বয়স ৮০ বছরের বেশী।

প্রতিটি টম অ্যান্ড জেরীর পর্ব বানাতে পূর্বে ২৬০০০ (ছাব্বিশ হাজার) ড্রয়িং এর প্রয়োজন হতো।কিন্তু বর্তমানে ১৬০০ (ষোলশ) তে নেমে এসেছে

পঞ্চাশ দশকের দিকে একটি ৭ (সাত) মিনিট এর টম অ্যান্ড জেরীর পর্ব বানাতে খরচ হতো প্রায় ৩৬০০০ (ছত্রিশ) হাজার ডলার এর কাছাকাছি।যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০,৬৮,৩৪৮ টাকা।কিন্তু পরবর্তীতে হ্যানা আর বারবারার আবিষ্কার “সেমি এনিমেশন” এর ফলে খরচ নেমে আসে তিন হাজার (৩০০০) ডলারে বাংলাদেশি টাকায় প্রায় ২,৫৫,৬৯৫ টাকা

টম অ্যান্ড জেরী কার্টুনটি ১৯৪০ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত ৭ সাত অঙ্কর জিতে যা কার্টুন ইতিহাসে সর্বোচ্চ।

শুরুর দিকে টম অন্যান্য সাধারণ বিড়াল এর মতোই চলাচল করলেও পরে টমকে দু-পায়ে হাঁটার উপযোগী করে দেওয়া হয়েছে।

ধন্যবাদ

www.learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *