বন্ধুগণ আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন তাদের জন্য আজকের এই আর্টিকেল এর মাধ্যেমে চমৎকার একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি।বর্তমানে গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা ব্যাপক।এবং এই গ্রাফিক্স ডিজাইন এর মাধ্যমে প্রচুর ইনকাম হচ্ছে।গ্রাফিক্স ডিজাইন করে অনেক ভাবে ইনকাম করা যায়।বলা হয় যারা ফটোশপ আর ইলাস্ট্রেটর এর কাজ পারে তাদের অনলাইনে কাজের অভাব হয় না।আজ আপনাদের সাথে শেয়ার করব কীভাবে টি-শার্ট ডিজাইন করে ইনকাম করবেন।
কেন এই পোশাককে টি-শার্ট নামকরণ করা হলো?
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি পোশাক হচ্ছে টি-শার্ট।ছেলে মেয়ে সবাই কমবেশি পরিধান করে থাকে এই পোশাকটি।কিন্তু অনেকেই জানেনা কেন এর নাম টি শার্ট রাখা হলো।আপনি যদি পোশাকটিকে খেয়াল করেন তাহলে দেখবেন এটি অনেকটা ইংরেজি অক্ষর টির মত দেখতে।মূলত এ কারণেই এর নামকরণ করা হয়েছে টি-শার্ট।পরে এটিকে সুন্দর করার জন্য এবং আকর্ষনীয় দেখানোর জন্য এর সামনে ও পিছনে সুন্দর লেখা বিভিন্ন ছবি দেয়া হয়।এখন অনেকেই নিজের ফেসবুক প্রোফাইল পর্যন্ত টি-শার্টে ইউজ করছে।
টি শার্ট ডিজাইন করে ইনকাম?
যারা ডিজাইনিং পারেন কিন্তু তেমন কোনো ইনকাম হচ্ছে না তাদের জন্য আজকে এটি খুবই চমৎকার একটি আর্টিকেল হবে।অনলাইন থেকে আয় করার একটি অন্যতম মাধ্যম এই টি-শার্ট ডিজাইন করে ইনকাম।আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে আপনি ডিজাইন করে ভালো ইনকাম করতে পারবেন কিন্তু সেজন্য আপনার ফটোশপ ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা থাকতে হবে এই ব্যবহার জানতে হবে।
ফটোশপ ও ইলাস্ট্রেটর কী?
ফটোশপ ও ইলাস্ট্রেটর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন টুলস।এই টুলস গুলো দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো আকর্ষণীয় ডিজাইন করতে পারবেন।এগুলো আপনি কম্পিউটারের দোকান থেকে অথবা নেট থেকে নামিয়ে নিতে পারবেন।
ডিজাইন করা টি-শার্টটি কোথায় বিক্রি করবেন?
আপনি আপনার ডিজাইন করা টি-শার্টটি teespring সাইটের মাধ্যমে বিক্রি করতে পারবেন।সেজন্য আপনি সেখানে একাউন্ট করে নিতে হবে।আপনি যদি মোটামুটি লেভেলের টি-শার্টের ডিজাইন করতে পারেন তাহলেও সেখানে আপনি আপনার ডিজাইন করা টি-শার্টটি সাইটে সাজিয়ে রাখুন এতে করে কারো পছন্দ হলে কিনে নিবে এবং আপনি আপনার ডিজাইন করার স্ক্রিল আরো বাড়িয়ে তুলুন যাতে করে ভবিষ্যতে আরও ভালো ডিজাইন করতে পারেন।মনে রাখবেন এই সাইটের সাহায্যে আপনি বিশ্বের যেকোন দেশে টি শার্ট বিক্রি করতে পারবেন।এটি একটি ওয়াল্ড ওয়াইড নেটওয়ার্ক।
teespring সাইটটির কাজ করার প্রক্রিয়া
সাইটটিতে একাউন্ট করার পর ওরা আপনাকে কিছু স্টোরেজ দিবে সেখানে আপনি আপনার ডিজাইন করা টি-শার্টটি রেখে দিবেন এবং যখন কোন বায়ার আপনার সাইটটি পছন্দ করবে তখন যদি বায়ার আপনার ডিজাইন করা টি-শার্টটি অর্ডার করে তাহলে তারা সেইরকম একটি টি-শার্ট বানিয়ে তাদেরকে পাঠিয়ে দিবে এবং যত টাকায় বিক্রি হবে তার থেকে কিছু কমিশন আপনাকে দিয়ে দিবে।অ্যাকাউন্ট করতে এইখানে ক্লিক করুন
এছাড়া আপনার যদি কোন ওয়েবসাইটে থাকে তাহলে আপনি আরো ভালো টাকা আয় করতে পারবেন।আপনার ডিজাইন করা টি-শার্ট আপনার সাইটে সাজিয়ে রেখে বিক্রি করতে পারবেন।এতে করে আপনার আরো বেশি টাকা ইনকাম হবে।
টি শার্ট ডিজাইন করে আপনার কত টাকা আয় হবে?
Teespring হচ্ছে একটি ইন্টারন্যাশনাল সাইট যেখান থেকে আপনি ইউরোপ সহ বিশ্বের যেকোন দেশে বিক্রি করতে পারবেন আপনার ডিজাইন্।ওয়ার্ল্ড ওয়াইড বিক্রি হলেও USA ও Europe দেশ থেকে বেশি বিক্রি হয়।সেজন্য আপনি পেমেন্টটা ডলারে পাবেন। যদি একটি টি-শার্ট বিক্রি হয় 22 ডলারে তাহলে আপনি সেখান থেকে 50% কমিশন পাবেন। তাহলে আপনার দাঁড়ালো 11 ডলার। এবং যতবার বিক্রি হবে ততবার কমিশন পাবেন।
এই মার্কেটপ্লেসে কাজ করতে হলে আপনাকে ডিজাইন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।বিক্রি করা টি-শার্ট থেকে আপনি নির্দিষ্ট হারে কমিশন পাবেন।
কখন বেশি সেল হবে এবং কি রকম ডিজাইনের বেশি সেল হয়?
আপনি যাতে একটু বেশি ইনকাম করতে পারেন সেজন্য এই পার্টটি যুক্ত করা।
যেহেতু এখান থেকে ইউরোপ দেশগুলোতে বেশি বিক্রি হয় সেজন্য আপনাকে বেশ কিছু দিক মাথায় রাখতে হবে।প্রথমে মাথায় রাখতে হবে ইউরোপ দেশগুলোতে কিরকম ডিজাইন মানুষ এর কাছে বেশি পছন্দনীয়। আপনাকে সেইরকম ডিজাইন করতে হবে সেল পাওয়ার জন্য। তারপর খেয়াল রাখবেন সেখানে কখন কী ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানের উপর নির্ভর করে ডিজাইন করবেন তাতেই লাভবান হতে পারবেন। ইন্টারনেট যুগে এগুলো জানা খুব একটা কঠিন কিছুই না।
আবার আপনি চাইলে ফেসবুক মার্কেটিং করতে পারেন। ফেসবুক মার্কেটিং প্রচুর চাহিদা রয়েছে আমার অন্য একটা আর্টিকেলে লিখা আছে আপনারা পড়ে আসতে পারেন। ফেসবুক মার্কেটিং এর সাহায্যে আপনি শুধু ইউরোপের মানুষের কাছে প্রমোট করতে পারবেন সেই সাথে আপনার ডিজাইনটি কোন বয়সের মানুষের জন্য প্রযোজ্য সেটি ফেসবুক মার্কেটিং এর সাহায্যে নির্বাচন করে প্রমোট করতে পারবেন।
ডিজাইন কপি করা যাবে কি?
হ্যাঁ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি কি ডিজাইন কপি করতে পারবেন? না আপনি ডিজাইন কপি করতে পারবেন না তবে সিমিলার ডিজাইন করতে পারবেন। যদি ডিজাইন কপি করেন তাহলে আপনার ডিজাইনটি রিমুভ করে দেওয়া হবে।তবে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না কিন্তু Teespring থেকে শুধু যেটি কপি করেছেন সেটি রিমুভ করে দিবে।
আমাদের শেষ কথা
আশা করি T-Shirt ডিজাইন করে কীভাবে ইনকাম করবেন এই বিষয় আপনাদের আর কোনো প্রশ্ন নেই।যদি প্রশ্ন থাকে অথবা বুজতে সমস্যা হয় তাহলে আমাকে মেইল করতে পারেন।উপকৃত হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
এরকম আরো টিপস পেতে আমাদের সাথেই থাকুন।আশা করি উপকৃত হবেন।
www.learningdiagram.com