ত্বকের শ্রেণী বিভাগ

শরীরের ত্বক এর শ্রেণী বিভাগ ও কার্যপ্রণালী

স্বাস্থ্য কথা

আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাস্থ্য কথা সিরিজে এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে এবং কয়টি স্তর দিয়ে তৈরী মানবদেহের চামড়া গঠিত হয়েছে এবং সেই স্তর গুলোর কাজ এবং অবস্থান ব্যাখ্যা করব।তাহলে চলুন মূল আলোচনায় চলে যায়।

ত্বক মানুষের শরীরের একটি বড় অংশ কারন আমাদের শরীরের মোট ওজনের প্রায় ১৬% ওজন হলো এই ত্বক এর।

মানবদেহের চামড়া কয়টি স্তরের চামড়া দিয়ে তৈরী ও ত্বক এর শ্রেণী বিভাগ

আমরা অনেকেই জানি না যে মানবদেহের চামড়া (৩টি) স্তরের চামড়া দিয়ে তৈরী যেগুলোকে ত্বক বলে।সেই তিনটি স্তরের ত্বক বা চামড়া হলো 1) এপিডার্মিস ত্বক ২) ডার্মিস ত্বক ৩) হাইপোডার্মিস ত্বক

চলুন এক নজরে দেখে নেই সেই স্তর গুলোর অবস্থান ও কাজ —

মানবদেহের চামড়ার স্তরের প্রকারভেদ

এপিডার্মিস ত্বক:

ত্বকের এই স্তরটি মানবদেহের সবচেয়ে বাইরের স্তর যেটা আমরা সবসময় ছুয়ে থাকি।শরীরের এই স্তরটি রোগ জীবাণু থেকে মানবদেহকে রক্ষা করে সেই সাথে আমাদের প্রতিকূল আবহাওয়া থেকে আমাদের বাচায়।এই স্তরটি শরীর থেকে অতিরিক্ত পানি বের হতে দেয় না ফলে আমাদের শরীর পানী স্বল্পতা থেকে রক্ষা পায় এবং রোধের ক্ষতিকর রশ্নি থেকেও আমাদের বাচায়।

ডার্মিস (Dermis) ত্বক:

এপিডার্মিস ত্বক এর ভিতরের স্তরের ত্বক হচ্ছে ডার্মিস ত্বক।এই স্তরটি তৈরী হয়েছে কোলোজেন কলা দিয়ে।এই স্তরটিতে রয়েছে নিউরন।এই স্তরটি আমাদের চাপ ও তাপ থেকে রক্ষা করে।

ডার্মিস (Dermis) ত্বক এর আরও কয়েকটি লেয়ার বা স্তর রয়েছে:

1. Hair follicles (এখান থেকে চুল বের হয়)

2. Sweat gland (ঘামগ্রন্থি)

3. Sebaceous (oil) gland (তেলগ্রন্থি)

4. Lymphatic vessel (লসিকাবাহিকা)

5. Blood vessel (রক্তবাহিকা)

হাইপোডার্মিস ত্বক

আমাদের শরীরে যে তিনটি স্তর রয়েছে তার মধ্যে সবচেয়ে গভীরে বা নিচের স্তর হচ্ছে হাইপোডার্মিস ত্বক।এই স্তরটি শরীরে খাদ্যের যোগান দেয়।কারণ এই স্তরে জমা থাকে ফ্যাট বা চর্বি।যখন দেহে খাদ্যের প্রয়োজন হয় তখন এই ফ্যাট গুলো গলতে থাকে এবং আমাদের খাদ্যোর অভাব পূরণ হয়।

আমাদের শেষ কথা:

এই রকম আরও তথ্য বহুল বিষয় নিয়ে জানতে আমাদের ওয়েবসাইট টি একবার ঘুড়ে দেখার অনুরোধ রইলো। এছাড়াও অনলাইন ইনকাম প্রযুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে জানতে চোখুন আমাদের সাইটে ধন্যবাদ।

ধন্যবাদ

www.learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *