আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আপনাদের সাথে খুব দুর্দান্ত একটি বিষয় নিয়ে হাজির হয়েছি।আপনারা জানেন যখনই আমরা উইন্ডোজ সেটাপ দেই তখন আমাদের হার্ডডিস্ক এর সি ড্রাইভ এর সব কিছু কেটে যায় তাই সেই সাথে গুগল ক্রোম এর সেভ করা পাসওয়ার্ড গুলো কেটে যায়।সেক্ষেত্রে এত পাসওয়ার্ড মনে রাখা অথবা লিখে রাখা কষ্টদায়ক সে সব বিষয় চিন্তা করে আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজার এর পাসওয়ার্ড গুলো পেনড্রাইভ এর মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার এর গুগল ক্রোমে সেট করবেন।অথবা সেই কম্পিউটারে উইনন্ডোজ দেওয়ার পরে কীভাবে সেট করবেন।
গুগল ক্রোম পাসওয়ার্ড স্থানান্তর
সেজন্য আপনি প্রথমে আপনাকে গুগল ক্রোমে চলে যান সেখানে গিয়ে থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিং (Setting) অপশনে যান।তারপর লিংক বার এ এই লিংক টি দিন।(chrome://flags/) তারপর সার্চ বার এ লিখুন (Password import)।
এবার নিচের চিত্রের মত পাসওয়ার্ড ইমপোর্ট (Password import) টি এনাবেল (Enabled) করে দিন।
এরপর আবার সেটিং (Setting) অপশনে গিয়ে থ্রি ডট মেনুতে ক্লিক করে এক্সপোর্ট (Export) অপশনে ক্লিক করুন।
এর পর ফাইলটি (.CSV) সেভ করুন।
এরপর আবার সেটিং (Setting) অপশনে গিয়ে থ্রি ডট মেনুতে ক্লিক করে ইম্পর্ট (Import) অপশনে ক্লিক করুন।এবং আপনার .csv ফাইলটি সিলেক্ট করুন শেষ হয়ে গেল এরপর দেখবেন আপনার ফাইল এ সেভ করা পাসওয়ার্ডগুলো গুগল ক্রোমে সেট হয়ে গিয়েছে।
এই টোটাল প্রক্রিয়াটুকু করতে সর্বোচ্চ আপনার 2 মিনিট সময় লাগবে।
আমাদের শেষ কথা:
আশা করি আজকের আর্টিকেল এর মধ্যেমে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হন পোস্টটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন।এরকম আরও পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি ঘুরে দেখতে পারেন।