পিটিসি সাইট

পিটিসি সাইট কী? – পিটিসি সাইট থেকে ইনকাম এর উপায়

অনলাইন ইনকাম ইনকাম

অনলাইন ইনকাম এর বেশ কিছু মাধ্যম ইতি মধ্যে প্রকাশ করা হয়েছে।সেই ধারাবাহিকতায় আরেকটি মাধ্যম নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।এই পার্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে পিটিসি সাইট থেকে ইনকাম করবেন।

অনেকের কাছে হয়তো পিটিসি (PTC) নামটি ওজানা।চলুন আপনাদের পরিচয় করিয়ে দেই পিটিসি (PTC) গুলোর সাথে একই সাথে ইনকাম এর গাইডলাইনও পাবেন।

পিটিসি (PTC) কী? এর পূর্ণ রূপ কী?

PTC এর পূর্ণরূপ paid to click.

যে সাইট গুলোতে বিভিন্ন অ্যাডে ক্লিক করে, গেম খেলে, ভিডিও দেখে ইনকাম করা যায় সেই সাইট গুলোকে পিটিসি সাইট বলে।সুতরাং আপনাকে সেই Site গুলোতে তাদের দেয়া অ্যাড দেখবেন তার বিনিময়ে তারা আপনাকে একটি অর্থ প্রদান করবে প্রতিটা অ্যাড এর জন্য।পিটিসি সাই ট গুলোতে বেশ কয়েক ধরনের অ্যাড থাকে ফিষ্কড অ্যাড, প্রিমিয়াম অ্যাডস, স্ট্যান্ডার্ড অ্যাড ইত্যাদি।

Google news learning diagram

পিটিসি সাইটে কাজ কী এবং কী কী দক্ষতা প্রয়োজন হয়?

অনলাইন ইনকাম এর মধ্যে সবচেয়ে সহজ ভাবে যদি কোনো কাজ করে ইনকাম করা যায় তাহলে সেটা হলো পিটিসি সাইট থেকে ইনকাম ক্যাপচা পূরণ করে ইনকাম ইত্যাদি।

আগেই বলা হয়েছে পিটিসি সাইট এর কাজ হলো মূলত অ্যাড দেখা।সে জন্য এই Site গুলোতে কাজ করতে আপনার ইন্টারনেটে সার্চ/ব্রাউজ করা জানলেই হবে।

পিটিসি সাইট কীভাবে কাজ করে?

আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে পিটিসি সাইট গুলোর এতে লাভ কী?দুই তিন সেকেন্ড এর কাজের এর জন্য কেন আপনাকে তারা পেমেন্ট করবে এতে তাদের লাভ টা কী?

PTC Site মূলত অ্যাডভারটাইজিং Site আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন ভিডিও এর মাঝে প্রাইয় অ্যাড লক্ষ করি ঐ অ্যাড গুলো আসে গুগল অ্যাডসেস্ন থেকে।যেই কোম্পানির অ্যাডভারটাইজ দেখি সেই কোম্পানি গুলো গুগল অ্যাডসেস্নকে টাকা দিয়ে তাদের অ্যাড শো করাতে বলে এতে উভয় এরই লাভ।ঠিক তেমনই পিটিসি সাইট এর কাজ করার উপায়ও একই।পিটিসি সাইটও টাকার বিনিময়ে বিভিন্ন কোম্পানির অ্যাড দেখায়।

পিটিসি সাইট থেকে কত টাকা ইনকাম করা যায়?

এর পিটিসি সাইট থেকে কত টাকা ইনকাম হবে সেটা নির্ভর করবে আপনার দৈর্য্যর উপর।আপনি সাইটে লগইন করার পর “Earn money” তে ক্লিক করার পর “View advertisement” এ ক্লিক করে অ্যাড দেখতে পারবেন।সেখানে ফিষ্কড অ্যাড, প্রিমিয়াম অ্যাডস, এইভাবে বিভিন্ন ধরণের অ্যাডস থাকে এবং কোনোটাতে ইনকাম কম আবার কোনোটাতে বেশী ইনকাম হয়।কোন কাজে কত ডলার দেয়া হবে সেটা নিচে লিখা থাকবে।

এই সাইট গুলোতে ইনকাম বাড়াতে আপনাকে রেফার করতে হবে।আবার আপনি যদি ভাবেন যে শুধু রেফার করে ইনকাম করবেন অ্যাডসে ক্লিক করবেন না তাহলে হবে না।যদি আপনি ও কাজ করেন আবার আপনার রেফারেল পার্সনও কাজ করে তাহলেই কেবল রেফার থেকে ইনকাম পাবেন।

পিটিসি সাইটে কাজ করতে কি কি থাকা প্রয়োজন?

এই সাইট গুলোতে কাজ করতে কিছু জিনিস আপনাকে অবশ্যই লাগবে।সেগুলো হলো:

1. যেহেতু অনলাইন কাজ তাই ইন্টারনেট চালানোর মতো একটি ইলেকট্রনিক্স ডিভাইস(স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ)

2. ইন্টারনেট লাইন

3. একটি ভেলিড/সচল ইমেইল/গুগল অ্যাকাউন্ট।এবং

4. আপনার ইনকাম করা অর্থ তোলার জন্য একটি অনলাইন মানি ট্রান্সফার অ্যাকাউন্ট প্রয়োজন হবে।

পিটিসি সাইটে কাজ করার সুবিধা:

পি টি সি সাইট নিয়ে তো অনেক আলোচনায় হলো কিন্তু এর সুবিধা গুলোতো জানা হলো না।চলুন এক নজরে জেনে নেই এর সুবিধা গুলো:

1. এই সাইট গুলোতে কাজ করতে আপনার কোনো প্রশিক্ষণ এর প্রয়োজন নেই।

2. পিটিসি সাইট এর কাজ করতে সময় খুব কম লাগে।

3. আপনি আপনার স্মার্টফোন দিয়েই কাজ করতে পারবেন।

4. অন্যান্য কাজ এর ফাকে ফাকে কাজ করা যায়।

কিছু জনপ্রিয় পিটিসি সাইট:

বর্তমান সময়ে কিছু জনপ্রিয় PTC Site হলো Azobux, Neobux, Paidverts ইত্যাদি।

লার্নিং ডায়াগ্রাম ডট কম (www.learningdiagram.com)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *