হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম।আজকের এই আর্টিকেল এর সাহায্যে আপনারা খুবই দারুণ একটি টপিক জানতে পারবেন।আজকে এই আর্টিকেল সাহায্যে আপনি জানতে পারবেন কীভাবে আপনি আপনার পেনড্রাইভ এর আইকনে আপনার ছবি সেট করবেন।আপনি নিজের ছবি সেট করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।
চলুন শুরু করা যাক কীভাবে পেনড্রাইভ আইকনে আপনার ছবি সেট করবেন
পেনড্রাইভ আইকনে নিজের ছবি সেট করার উপায়
সে জন্য প্রথমে আপনাকে একটি ছবি সিলেক্ট করতে হবে।(যে ছবিটি আপনি আপনার পেনড্রাইভে সেট করতে চাচ্ছেন)।এরপর নিচের চিত্রের মত ফাইলটিকে এডিটর এ বসান।যদি এডিটর না থাকে তাহলে পরবর্তী স্টেপটি ফলো করুন।
তারপর এখান থেকে 24-bit Bitmap (*.bmp;*,dib) এই অপশনটি সিলেক্ট করুন এবং সেভ করুন। এই সিস্টেমটি কারো কাছে কঠিন মনে হলে অন্য আরেকটি উপায় নিচে উল্লেখ করা হলো।
সেজন্য আপনি গুগল ক্রোমে (Google crome) এ গিয়ে লিখুন “picture converter to icon” লিখে সার্চ করুন এবার নিচের চিত্রের ওয়েবসাইটে যান।
বি:দ্র: এই ওয়েব সাইটেই যে যেতে হবে তা কোনো কথা নয় অন্য ওয়েবসাইটে গেলেও চলবে আমাদের মূল টার্গেট হলো ইমেজ টাকে আমরা আইকনে কনভার্ট করব সেটা যেকোনো উপায়েই হোক অন্য উপায়ে আপনারা পারলে করবেন সমস্যা নেই।আপনাদের সুবিধার্থে একটি উপায় দেখানো হয়েছে মাত্র।
এখানে ঢুকে চয়েজ ফাইল (Choose file) এ ক্লিক করুন তারপর আপনার ছবিটি দিন এরপর আপলোডে (Upload) এ ক্লিক করুন আপলোডে ক্লিক করার পর নিচে দেখবেন আপনার দেওয়ার ছবিটি এসেছে তারপর আরেকটু নিচে 5 নাম্বার স্টেপে দেখবেন কনভার্ট আইসিও বাটন।এবার আপনার কাজ হলো কনভার্ট আইসিও বাটন (Convert ICO) বাটনে ক্লিক করা। এরপর নিচের ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করুন।এরপর ছবিটিতে আপনার পেনড্রাইভে রাখুন তারপর সেখানে আরেকটি .txt ফাইল নিন। .txt ফাইল এর মত নিচের চিত্রের মত লিখুন।
অথবা চাইলে এখান থেকে কপি পেস্ট করুন।
[autorun]
ICON= আপনার ইমেজ এর নাম .bmp
এখানে আইকন(ICON) এর পরে সমান সমান চিহ্ন এর পর আপনার ইমেজের নামটি দিন।
মনে রাখবেন .txt ফাইলটি আর ইমেজ পেনড্রাইভ এর প্রথম পেজে দিতে পারলে বেশী ভলো অন্যথায় সমস্যা হতে পারে।সেট নাও হতে পারে কারণ .txt ফাইলটির লিংক আপনার ইমেজ খুজে না পেলে কাজ নাও করতে পারে।
শেষ হয়ে গেল আইকনে আপনার ছবি সেটআপ করার কাজ।আপনার পেনড্রাইভকে কম্পিউটারে সংযোগ থেকে বিচ্ছিন্ন করুন এরপর আবার আপনার কম্পিউটারে সংযোগ দেন যদি আপনার পেনড্রাইভ লক করা থাকে তাহলে আনলক করুন এবং দেখতে পারবেন আইকনে আপনার ছবিটি সেট হয়ে গিয়েছে।
আমাদের শেষ কথা
এই আর্টিকেল এর মাধ্যমে কীভাবে পেনড্রাইভ আইকনে নিজের ছবি সেট করবেন সেই বিসয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।এই আর্টিকেলটি কেমন লাগল তা অবশ্যই জানাবেন এবং কোনো অভিযোগ থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন নির্ভুল সাপোর্ট এর জন্য।এই রকম আরোও প্রয়োজনীয় তথ্য পেতে আমার ওয়েবসাইট (লার্নিং ডায়াগ্রাম ডট কম) এর সাথেই থাকুন।বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করুন।
ধন্যবাদ