পেনড্রাইভ লক ও আনলক করার উপায়

হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম

বর্তমান ডিজিটাল যুগে যদি কেউ আপনার কাছে জানতে চাই আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কী? আপনার মাথায় অবশ্যই সবার আগে ঘুরপাক খাবে কম্পিউটার, মোবাইল, টেলিভিশন ইত্যাদি ইত্যাদি ইলেকট্রনিক্স ডিভাইস।আর কম্পিউটারের জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পেনড্রাইভ কারণ পেনড্রাইভের মাধ্যমে আমরা উইন্ডোজ সেটআপ থেকে শুরু করে ফাইল ট্রান্সফার, ভিডিও গান ট্রানস্ফার, সবকিছু সহজেই করতে পারি।অথবা নিত্যপ্রয়োজনীয় আমাদের অতি গুরুত্বপূর্ণ ফাইল ছবি সাথে ব্যক্তিগত তথ্য সহ যেকোনো জিনিস পেনড্রাইভ রেখে দিতে পারি খুব যত্ন সহকারে।

সেজন্য অবশ্যই আমাদের এত প্রয়োজনীয় জিনিসটিকে নিরাপদ রাখা খুবই গুরুত্বপূর্ণ।সেই জন্য আপনি চাইলে আপনার এত গুরুত্বপূর্ণ চীপ টিকে লক করে রেখে দিতে পারেন।অনেকে প্রশ্ন করতে পারেন পেনড্রাইভ লক করা যায়।হ্যাঁ ভাই সত্যি, পেনড্রাইভ লক করা যায় শুধু পেন্ড্রাইভটিই নই আপনি চাইলে আপনি আপনার কম্পিউটারের হার্ডডিক্স বিভিন্ন ড্রাইভ ও লক করে রাখতে পারবেন।চলুন তাহলে শুরু করা যাক কিভাবে আপনি আপনার অতি প্রয়োজনীয় পেনড্রাইভ লক ও আনলক করার উপায় অথবা হার্ডডিক্স এর ড্রাইভকে লক ও আনলক করবেন কীভাবে।

তবে আমি আপনাদের সাথে এখানে শুধু পেনড্রাইভ লক ও আনলক করার উপায় এর উপায়ই ব্যাখ্যা করব।আপনি চাইলে একই নিয়মে হার্ডডিস্ক ড্রাইভও লক করতে পারবেন।

পেনড্রাইভ লক করার উপায়:

আপনার পেনড্রাইভকে লক করার জন্য পেনড্রাইভ টিকে কম্পিউটার এর সাথে সংযোগ দিন।সঠিকভাবে আপনার পেনড্রাইভ টি কম্পিউটারে সংযোগ দেওয়ার পর পেনড্রাইভের আইকন এ মাউসের কার্সর টি নিয়ে যান। এরপরে এর রাইট বাটন এ ক্লিক করে সেখান থেকে বিট লকার(Turn on Bitlocker) অপশনটি সিলেক্ট করুন।

আপনাদের সুবিধার্থে নিচে একটি স্ক্রিনশট দেওয়া হল।

 

পেনড্রাইভ লক ও আনলক করার উপায়

 

এরপর আপনি যখন (Turn on Bitlocker) অপশনটি সিলেক্ট করবেন তখন আপনার সামনে অন্য আরেকটি পেইজ আসবে নিচের চিত্রের মত।

পেনড্রাইভ লক ও আনলক করার উপায়

এখান থেকে প্রথমে (Use a password to unlock the drive) অপশনটি সিলেক্ট করুন।এখন (Type your password) ও (Retype your password) দুই জায়গায় একটি স্ট্রং বা শক্তিশালী পাসওয়ার্ড দেন।পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে নেক্সটে ক্লিক করুন এরপর আপনার সামনে নতুন আরেকটি পেইজ আসবে নিচের স্ক্রীনশট এর মত।

 

পেনড্রাইভ লক ও আনলক করার উপায়

 

এখান থেকে (Save the recovery key to a file) সিলেক্ট করার পর একটি .txt ফাইল save হওয়ার জন্য জায়গা চাইবে।এরপর নিচের চিত্রের মত একটি ফাইল সেভ হবে।

সুবিধার্থে আরো একটি স্ক্রিনশট দেওয়া হল।

পেনড্রাইভ লক ও আনলক করার উপায়

 

(এটি মূলত যদি কোন সময় আপনি আপনার পেনড্রাইভের পাসওয়ার্ড ভুলে যান তখন এখানে লাল চিহ্নিত যে (Bit locker recovery key) কোডটি দেখতে পারছেন সেটি দিয়ে আনলক করবেন এ বিষয় নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করা হবে)

ফাইলটি সেভ করার পর নেক্সট এ ক্লিক করুন এরপর কারো কারো কম্পিউটারে নিচের চিত্রের মত এনক্রিপটিং হওয়া শুরু হয়ে যাওয়ার জন্য Start Encrypting অপশন আসবে আর কারো যদি অন্য রকম পেজ আসে তাহলে নেক্সট নেক্সট করে যান তারপর স্টার্ট এনক্রিপটিং Start Encrypting এ ক্লিক করুন এবং দেখবেন পেনড্রাইভ লক হওয়া শুরু হয়ে গিয়েছে নিচের স্ক্রীনশট এর মত।১০০% হওয়ার পরে পেনড্রাইভটি খুলে আবার লাগান দেখবেন পাসওয়ার্ড দিতে বলবে।

পেনড্রাইভ লক ও আনলক করার উপায়

পেনড্রাইভ এর পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে আনলক করব

এখন আসি যদি লক করা পেনড্রাইভ দীর্ঘদিন ব্যবহার না করার কারণে অথবা অন্য যে কোন কারনে যদি আপনার মূল্যবান পেনড্রাইভ এর পাসওয়ার্ড ভুলে যান তখন কীভাবে আপনার মূল্যবান পেনড্রাইভ টি আনলক করবেন সে বিষয়ে নিয়ে আলোচনায় চলে যাওয়া যাক।

কিছুক্ষণ আগে আপনি যে .txt ফাইলটি সেভ করলেন এখন সে ফাইলটি ওপেন করেন।সেখান থেকে (Bitlocker Recovery key) কোডটি কপি করুন।

এখন ফরগেট পাসওয়ার্ড (Forget Password) এ কোডটি পেস্ট করুন সঠিক হলে আপনাকে নতুন করে আবার পাসওয়ার্ড সেট করতে দিবে।

এখন আসুন কিভাবে আপনার পেনড্রাইভকে আনলক করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করি।

পেনড্রাইভ আনলক করার উপায়

যেকোনো প্রয়োজনে আপনার পেনড্রাইভকে এখন আনলক রাখা প্রয়োজন মনে করতেছেন এখন কিভাবে আনলক করবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব।খুবই সহজ।পেনড্রাইভকে আনলক করার জন্য আপনি আপনার কম্পিউটারের স্টার্ট মেনুতে চলে যান অথবা আপনার কম্পিউটার কি-বোর্ডের উইন্ডোজ লোগো দেওয়া বাটনটি তে প্রেস করুন।এরপর সেখান থেকে কম্পিউটারের কন্ট্রোল প্যানেল ক্লিক করুন।এইখানে উইন্ডোজ অনুযায়ী বিভিন্ন নকম আসবে এইখানে খুজে বের করুন Bit locker Drive encryption অপশন।

এখান থেকে Bit locker Drive encryption অপশনটি সিলেক্ট করুন।যদি পেনড্রাইভ টি আপনার কম্পিউটারে সংযোগ দেয়ার পর আনলক না করেন তাহলে আগে আনলক করেন।এইবার আপনার পেনড্রাইভ এর Turnoff bitlocker অপশনটি সিলেক্ট করুন বা ক্লিক করুন ।শেষ আপনার কাজ।এখন আপনার পেনড্রাইভের ফাইলের উপর নির্ভর করে পেনড্রাইভ টি Decrypting হতে সময় নিবে।

ধন্যবাদ

www.learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry