পোস্ট ইনডেক্স না হওয়ার কারন

বর্তমানে প্রায় সব ব্লগারদের মধ্যে একটি হতাশার ছাপ দেখা যায় তা হলো ইনডেক্স নিয়ে।তাই আমি আপনাদের সাথে্ ইনডেক্স দিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যেই গুলোর সাহায্যে আপনি জানতে পারবেন কীভাবে একটি সাইট এর পোস্ট গুলো দ্রুত ইনডেক্স করাবেন এবং কী কী পদক্ষেপ অবলম্বন করলে আপনি ভবিষ্যতে আর এই সমস্যাতে পরবেন নাহ এবং পোস্ট ইনডেক্স না হওয়ার কারন ।এবং কী কারনে ইনডেক্স জনিত সমস্যাতে পরতে হয়।

একটি সাইটের পোস্টগুলোকে ইনডেক্স করাতে গুগল এর একটি সফটওয়্যার রয়েছে যাকে গুগল বট বা Crawl বলে।আপনি যখন একটি পোস্ট করেন তখন Google Crawl আপনার সাইটে এসে যদি দেখে আপনার পোস্ট দ্বারা কারও উপকার হবে তাহলে Google Crawl আপনার পোস্টকে Google Index store এ পাঠিয়ে দিবে এবং আপনি গুগল সার্চে আপনার পোস্টকে দেখতে পাবেন।এছাড়াও Google Crawl 48 ঘন্টা পর পর একটি সাইটে ভিজিট করে।পোস্ট ইনডেক্স না হওয়ার কারন গুলোর মধ্যে একটি হলো গুগল ক্রোল আসতে না পারা গুগল ক্রল আসছে কিনা সেটি দেখার জর‌্য গুগল সার্চ কনসোল এর লাইভ টেস্ট অপশনটি ব্যাবহার করুন।

কিন্তু এই সব কিছুর আগে আপনার পোস্টকে গুগল সার্চ কনসোলে যুক্ত করতে হবে তাহলে গুগল আপনার সাইটি সম্পর্কে ধারণা পাবে।

দ্রুত ইনডেক্স করানোর উপায়?

ইনডেক্স না হওয়ার সমস্যা নিয়ে বর্তমানে প্রায় সব ব্লগারই হতাশ তাই আমি আপনাদের সাথে এই সমস্যার কারন ও সমাধান নিয়ে আলোচনা করব: জানতে হলে পড়তে থাকুন

Google Search Console এর সাথে ওয়েবসাইট যুক্ত/সাবমিট করার উপায়

একটি সাইট যেমন সবার কাছে অপরিচিত তেমনি গুগল এর সাথেও অনেকটাই অপরিচিত।তাই আপনি যদি আপনার সাইটটি গুগল সার্চ কনসলে যুক্ত করে দিন গুগল আপনার সাইটি সম্পর্কে খুব সহজে ধারণা পাবে এবং Google Crawl আপনার সাইটটি নিয়মিত ভিজিট করবে এবং ইনডেক্স করে নিবে।সাথে আপনি যদি আপনার সাইট এর সাইটম্যাপ Google Search Console এর মধ্যে যুক্ত করে রাখেন তাহলে আরও ভালো ফল পাবেন।

ভালো মানের কনটেন্ট লিখা?

গুগল ইনডেক্স করানোর জন্য ভালো মানের আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ।কারন আপনি যদি ভালো মানের আর্টিকেল লিখেন আপনার পোস্ট পড়তে প্রায়ই মানুষ আপনার সাইটে ডুকবে এত করে আপনার ভিজিটর বাড়বে র‌্যাংক ও বাড়বে যার কারনে গুগল আপনার পোস্টগুলোকে গুরুত্ব দিবে এবং ইনডেক্স করে নিবে।

Backlinks বাড়ানো:

আপনার কষ্ট করে লিখা আর্টিকেল গুলোকে দ্রুত ইনডেক্স করাতে বেশি পরিমাণে ব্যাক লিংক তৈরী করুন।

অনেকেই হয়তো জানেন নাহ ব্যাক লিংক কী এবং কীভাবে তৈরী করতে হবে।

ব্যাক লিংক কী?

ব্যাক লিংক বলতে বোঝায় অন্যের ওয়েবসাইট এর সাথে আপনার ওয়েবসাইট লিংক দিয়ে যুক্ত করা থাকবে এবং সেই লিংকে ক্লিক করলে তারা আপনার সাইটে আসতে পারবে।

কীভাবে তৈরী করবেন ব্যাকলিংক?

ব্যাকলিংক তৈরী করতে আপনি ভালো কোনো সাইটের আর্টিকেলের কমেন্ট বক্সে আপনার সেই রিলেটেড আর্টিকেল এর লিংক দিয়ে দিবেন অথবা বিভিন্ন ফোরাম সাইটে, আর্টিকেল সাইট সহ বিভিন্ন সাইটে আপনার ওয়েবসাইটের আর্টিকেল গুলো যুক্ত করে দিবেন।

আবার আপনি চাইলে সোস্যাল মিডিয়া সাইটে (Facebook, Twitter, Pinterest, ETC) শেয়ার করবেন।ভিডিও শেয়ারিং সাইট YouTube এ শেয়ার করুন।

ডিজাইন ও সাইট স্পিড – Site Speed:

বর্তমানে প্রচুর ব্লগ রয়েছে অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে তাই যা অনেক প্রতিযোগিতা মূলক।তাই এই প্রতিযোগিতার মধ্যে যদি আপনি নরমাল একটি ডিজাইন ও কম স্পিড এর নিয়ে যাত্রা শুরু করেন এবং পরে যখন আপনার সাইটে ভিজিটর আসবে তখন কম স্পিড ও খারাপ ডিজাইন এর জন্য হয়তো আপনি ভিজিটর হারাবেন তার পরে তারা আর আপনার সাইটে আসবে নাহ।আবার এর কারণে গুগলও আপনার সাইটের আর্টিকেল ইনডেক্স করাতে দেরি করবে বা করবে নাহ।

AMP অপটিমাজেশন:

যে কোনো মোবাইল ডিভাইসে একটি ব্লগার সাইটকে খুব দ্রুত লোড করাতে AMP HTML কাজ করে যা গুগল এর সমর্থিত Open Source Project.

দ্রুত ইনডেক্স করাতে বড় একটি ফ্যাক্ট হিসেবে কাজ করে AMP যা গুগল নিজেই জানিয়েছে।তাই সবাই নিজেদের ওয়েবসাইটে AMP অপটিমাইজড করে নিবেন।

পুরাতন পোস্ট রি রাইট / আপডেট করা:

গুগ ল জানিয়েছে তারা পুরাতন পোস্ট এর চেয়ে নতুন পোস্ট গুলোকে বেশি গুরুত্ব সহকারে নেই তারা আরও জানিয়েছে গুগল সব সময় পুরাতন পোস্ট আপডেট করতে বলে এতে করে পোস্ট তার র‌্যাংক ফিরে পায় এবং গুগলে ইনডেক্স থাকে।

গুগল নিউজ অ্যাপ্রুভ:

গুগ ল এর অন্যান্য প্রডাক্ট (গুগল ড্রাইভ, ম্যাপ, গুগল শিট) এর মতো গুগল নিউজও গুগল এর একটি অংশ।যেইখানে আপনি সমস্ত নিউজ এক সাথে পাবেন।আপনি যদি নিউজে আপনার সাইটটি অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে আপনি ইনডেক্স জনিত সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন যেই আমি আমার অভিঞ্জতা থেকে আপনাদের জোর দিয়ে বলতে পারি।

গুগল নিউজ অ্যাপ্রুভ সম্পর্কে বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন

 

ধন্যবাদ

www.learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry