কাতার বিশ্বকাপ ২০২২

ফিফা কাতার বিশ্বকাপ ২০২২ world cup Qatar 2022

খেলা ধূলা

আলোচনা সমালোচনার পর পর্দা উঠতে যাচ্ছে কাতার বিশ্বকাপ এর চলুন জেনে নেই কাতার বিশ্বকাপ এর বিস্তারিত:

ফিফা ২০২২ বিশ্বকাপ সম্পর্কে:

ফিফা ২০২২ (FIFA – Federation international de football association) ২২ তম আসরের আয়োজনকারী দেশ হলো কাতার।কাতারের এই ফুটবল আসরে  ৩২ টি দেশ এর পুরুষ ফুটবলাররা অংশগ্রহণ করবে।আরব বিশ্বের ইতিহাসে এটিই প্রথম এবং এশিয়ায় দ্বিতীয় ফুটবল বিশ্বকাপ এটি।৪ বছর পর পর অনুষ্ঠিত হওয়া কাতার বিশ্বকাপ ২০২২ সর্বশেষ বিশ্বকাপ যেখানে ৩২টি দেশ অংশগ্রহণ করবে এবপর ২০২৬ সালে ২৩ তম আসরে ৪৮ টি দেশের ফুটবল টিম অংশগ্রহণ করবে যেটির আয়োজক থাকবে ৩টি দেশ ( কানাডা, মেক্সিকো এবং আমেরিকা )।এই ২২ বিশ্বকাপে ৩২ নয় ৪৮ দেশ অংশগ্রহণ করবে এমন অনুরোধ করা হলে ফিফা কংগ্রেস ২০১৮ ফিফা বিশ্বকাপ শুরু পূর্বে এই অনুরোধ বাতিল করে।

কাতার বিশ্বকাপ সম্পর্কে:

এই কাতার বিশ্বকাপ ২০২২ হলো প্রথম বিশ্বকাপ যেটি মে, জুন, জুলাই মাসে অনুষ্ঠিত না হয়ে নভেম্বর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে।আর এর মূল কারণ হলো মরুভূমির দেশ কাতারের ভয়াবহ গ্রীষ্মকালীন উত্তাপ।আর এই উত্তাপ কমাতে শীতকালীন মৌসুমে প্রথমবারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপ অয়োজন করা হয়েছে আবার এই সময়েও কাতার এর তাপমাত্রা ২০ – ৩০ ডিগ্রী সেলসিয়াস।এই তাপমাত্রা সহনশীল করতে প্রতিটি স্টেডিয়ামকে করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত এই নিয়ন্ত্রণ কাজে প্রতিটি স্টেডিয়ামে যে পরিমাণ এসি ব্যাবহার করা হয়েছে তা দিয়ে ৫০ হাজার বাসাবাড়ি ঠান্ডা করা যাবে।

মুসলিম দেশ কাতার এর ৫ টি শহরের ৮ টি মাঠে এই বিশ্বকাপের আসর বসবে।এছাড়াও কাতার আয়োজক দেশ হওয়ায় এইবারই অভিষেক করবে।কাতার ফিফা বিশ্বকাপে ১২ টি ম্যাচ প্রস্তুত করার কথা থাকলেও পরে সেটিকে কমিয়ে ৮টিতে আনা হয়েছে কেননা ২২ বিশ্বকাপ এর ব্যায় খবচ অনেক হয়ে গিয়েছিল তাই ব্যায় কমাতে এই সিদ্ধান্ত নেয় কাতার কর্তৃপক্ষ।কাতার ২০২২ বিশ্বকাপের ব্যায় দাড়িয়েছে ২২০ বিলিয়ন মার্কিন ডলার। (এত খরচের কারণ নিচে ব্যাখ্যা করা হয়েছে)।কাতার বিশ্বকাপই প্রথম যেখানে এত কম ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে।

কাতার  বিশ্বকাপ আসরে মোট আয় ব্যায় ও মোট খরচ;

কাতার ফিফা বিশ্বকাপ এর মোট খরচ ও কারণ:

২০২২ এর কাতার বিশ্বকাপে যে পরিমাণ অর্থ খরচ করা হয়েছে তা এর আগে আর কোনো আসরে হয় নি।ফিফা বিশ্বকাপের ইতিহাসে কাতার বিশ্বকাপে সর্বোচ্চ খরচ করা হয়েছে এই খরচের পরিমাণ ছিল ২২০ বিলিয়ন মার্কিন ডলার।আর এই বিশাল পরিমাণ খরচ এর মূল কারণ ছিল এর অত্যাধুনিক স্টেডিয়াম। কাতার বিশ্বকাপ এর জন্য প্রস্তুত করা হয়েছে ৮ টি অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম।এছাড়াও এই স্টেডিয়াম এর আরেকটি বৈশিষ্ট হচ্ছে স্থানান্তর যোগ্য এই মাঠ।এছাড়াও কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে কাতার ৭ টি নতুন মাঠ এবং অন্য একটি মাঠ এমন ভাবে রক্ষণাবেক্ষণ করেছে যে তা নতুন নির্মাণ এর চেয়ে কোনো দিকে কম নয়।এবং মাঠে স্বাচ্ছন্দ্যে যাতায়াত এর জন্য তৈরী হয়েছে রাস্তা মেট্রোরেল থেকে যানবাহন সহ আরও অনেক কিছু বলা যায় কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে ছোট দেশ কাতারকে সাজানো হয়েছে নতুন রূপে।

মোট আয়:

টুর্নামেন্টের সিইও নাসের আল খাতের জানালেন, ফিফা আশা করছে কাতার বিশ্বকাপ থেকে মোট আয় হবে ৬ বিলিয়ন ডলার।(সোর্স: যুগান্তর)

ফিফা কাতার বিশ্বকাপের টিকিট মূল্য:

কাতার বিশ্বকাপই প্রথম যেখানে এত বেশি মূল্যে টিকিট বিক্রি হচ্ছে।কাতার বিশ্বকাপ এর উদ্বোধনী টিকিট এর মূল্য প্রায় ৪০ হাজার টাকা, গ্রুপ পর্বের ম্যাচে বিদেশীদের জন্য সবচেয়ে সস্তা টিকিট এর দাম প্রায় ১০ হাজার টাকার মতো।তবে কাতার এর নাগরিকরা ১ হাজার টাকার টিকিট দিয়ে এই খেলা দেখতে পারবে।ফাইনাল ম্যাচ স্টেডিয়ামে বসে দেখতে হলে ৬৫ হাজার টাকার কাটতে হবে এটিই সর্বনিন্ম মানের টিকিট।এবং সর্ব্বোচ্চ দেড় লক্ষ মূল্যের টিকিট রয়েছে।অতীত এর বিশ্বকাপ এর তুলনায় কাতার এর টিকিট এর মূল্য প্রায় ৫০% বেশী।

বিশ্বকাপ নিয়ে যত সমালোচনা

আমরা সবাই জানি কাতার একটি মুসলিম দেশ এবং ইসলামিক শাসন কার্য মেনে চলে।তাই কাতার বিশ্বকাপে মদ অ্যালকোহল জাতীয় সকল কিছু নিষিদ্ধ হবে কিনা তা নিয়ে সংশয় তৈরী হলে কাতার বিশ্বকাপে তাদের এই আইনে কিছুটা শীতিলতা আনে এবং কর্তৃপক্ষ জানাই স্টেডিয়ামে মদ অ্যালকোহল পান করা যাবে না তবে তারা অ্যালকোহল ফ্রেন্ডলি জোন তৈরী করেছে সেখানে অ্যালকোহল পান করা যাবে।কাতারে সমকামিতা নিষিদ্ধ এবং এর শাস্তি মৃত্যুদন্ড তাই সমকামিদের বিশ্বকাপে প্রবেশ নিষিদ্ধ করা হবে কিনা এই নিয়ে তুমুল আলোচনা তৈরী হয়।তবে পরে জানানো হয় সমকামিরা কাতার বিশ্বকাপে প্রবেশ করতে পারবে কিন্তু মাঠে প্রতীক বা রংধনু পতাকা উড়াতে পারেবে নাহ এই কারণে ইউরোপ এর দেশগুলো কাতার বিশ্বকাপে সমকামি আইন বাতিলের জোর দাবি জানাচ্ছে সেইসাথে সমকামি ফটবলাররা এই বিশ্বকাপ বয়কট এর দাবি জানাচ্ছে।এইসব কারণে কাতার বিশ্বকাপ আলাদা হলেও এই বিশ্বকাপ এর সেরা আকর্ষণ হলো তাদের অসাধারণ স্টেডিয়াম

ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ কারী দেশ:

কাতার ২০২২ বিশ্বকাপে মোট ৩২ টি দেশ অংশগ্রহণ করবে।এই বারের বিশ্বকাপে যে ৩২টি দেশ অংশগ্রহণ করবে তাদের তালিকা নিচে দেওয়া হলো:

১ কাতার, ২ আর্জেন্টিনা, ৩ বেলজিয়াম, ৪ ব্রাজিল, ৫ ফ্রান্স, ৬ ইংল্যান্ড, ৭স্পেন, ৮ পর্তুগাল, ৯ ক্রোয়েশিয়া, 10 মার্কিন যুক্তরাষ্ট্র, ১১ সুইজারল্যান্ড, ১২ উরুগুয়ে, ১৩ জার্মানি ১৪ ডেনমার্ক, ১৫ নেদারল্যান্ডস, ১৬ মেক্সিকো, ১৭ তিউনিসিয়া, ১৮ দক্ষিণ কোরিয়া, ১৯ পোল্যান্ড, ২০ সার্বিয়া, ২১ মরক্কো, ২২ জাপান, ২৩ ইরান, ২৪ সেনেগাল, ২৫ অস্ট্রেলিয়া, ২৬ কোস্টা রিকা, ২৭ ওয়েলস, ২৮ ঘানা, ২৯ সৌদি আরব, ৩০ ক্যামেরুন, ৩১ কানাডা, ৩২ ইকুয়েডর।

কাতার ২০২২ বিশ্বকাপের সময়সূচি:

কাতারে অতিরিক্ত গরম থাকায় ২০ নভেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ ২৯ দিন স্থায়ী হবে।এবং এই আসরের ফাইনাল ম্যাচ হবে কাতারের “প্রতিষ্ঠাতা দিবস” ১৮ ডিসেম্বর।এবং কোয়ার্টার ফাইনাল শুরু হবে ৯-১২-২২, সেমি ফাইনাল ১৪-১২-২২ তারিখ।

কাতার বিশ্বকাপ এর সময়সূচি দেখতে এইখানে ক্লিক করুন

কাতার বিশ্বকাপের রেফারি:

১৯ মে ২০২২ তারিখে কাতার বিশ্বকাপ এর জন্য রেফারির তালিকা প্রকাশ করা হয় এই তালিকায় মূল রেফারি (৩৬), সহকারী রেফারি (৬৯), এবং ভিডিও সহকারী রেফারি (২৪) মিলিয়ে মোট ১২৯ জন রেফারি রয়েছে এই তালিকায় তালিকায়।কিন্তু এইবারের চমক হলো এটাই প্রথম কোনো মহিলা রেফারি পুরুষদের বিশ্বকাপে দায়িত্ব পালন করবে।

ধন্যবাদ

www.learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *