আসসালামু আলাইকুম বন্ধুগণ,
ফেসবুক এর একটি ফিচার এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে একটি ফেসবুক পেজ বা আইডিকে ভেরিফাই করবেন এবং ব্লু ব্যাজ পাবেন।আর এই ব্লু ব্যাজ পাওয়ার জন্য আপনার আইডি বা পেজটিকে ভেরিফিকেশন করতে হবে।
আমরা ফেসবুক প্রায়ই লক্ষ করি যে অনেক পেজ এর নাম এর শেষে ব্লু কালারের টিক চিহ্ন থাকে যেটিকে ব্লু ব্যাজ বলে।এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এটি কেন থাকে এবং কাদেরকে মূলত এই ব্লু ব্যাজ দেওয়া হয়।
চলুন আগে জেনে নেই ব্লু ব্যাজ কাদের দেওয়া হয়: তবে মনে রাখবেন আপনি যদি এই তালিকায় না থাকেন তাহলে আপনি আবেদন করেও খুব একটা লাভ পাবেন নাহ।
ফেসবুক ব্লু ব্যাজ কাদের দেওয়া হয়:
আপনি ফেসবুকে লক্ষ করলে দেখতে পাবেন অনেক ফেসবুক পেজ এর নামের শেষে ব্লু ব্যাজ রয়েছে আর যাদের রয়েছে তারা কোনো না কোনো সেলিব্রেটি অথবা কোনো নামী দামি সংস্থা অথবা কোনো আর্টিস্ট।ফেসবুকে মূলত তাদের আইডি গুলো ভেরিফাই করে যাদের অনেকে খুজে এবং দেখা যায় তাদের নামে আরও অনেক ফেইক বা নকল আইডি বা পেইজ থাকে।সেই কারণেই অরিজিনাল আইডি গুলো যাতে চিহ্নিত করা যায় সেজন্য ঐ আইডি গুলো ভেরিফিকেশন করা থাকে এবং ব্লু ব্যাজ দেওয়া হয়। তবে হ্যা সাধারণ পাবলিককে সাধারণত এই সুবিধাটি দেওয়া হয় না ফেসবুক থেকে।
ফেসবুক আইডি বা পেইজে ব্লু ব্যাজ পেতে কী কী কাগজ পত্র প্রয়োজন:
Facebook Verification এর জন্য আপনার আহামরি কিছু লাগবে না যা লাগবে তা একটি দেশের নাগরিক হিসেবে সবার কাছেই থাকে।যেমন: এন আই ডি অথবা পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন বা সার্টিফিকেট।
ফেসবুক ভেরিফিকেশন এর জন্য আপনি প্রথমে এইখানে ক্লিক করুন। এরপর নিচের মতো একটি স্কিনশর্ট আসবে।

এইখান থেকে,
1. Verification type অপশন: এইখান থেকে আপনি আপনার “Page” “Profile” কোনটি ভেরিফিকেশন করবেন তা নির্বাচন করুন।
2. Which country is this entity from? অপশন: এইখান থেকে আপনার দেশ কোনটি তা সিলেক্ট করুন
3. Attach File অপশন থেকে পাসপোর্ট, সার্টিফিকেট, অথবা এন আই ডি সাবমিট করবেন।(প্রয়োজনে অথবা বুজতে অসুবিধা হলে নিচের নির্দেশনা গুলো ভালো করে পড়ে নিবেন।)
4. এরপর চার নাম্বার অপশনে আপনার কাছে আপনার একাউন্ট ভেরিফাই এর কারন জানতে চাইবে সেখানে আপনি ভেরিফাই এর কারন জানিয়ে দিবেন।
5. এরপর আপনার কাছে ওরা অন্যান্য Social Media Site এর অ্যাকাউন্ট বা পেইজ এর লিংক দিতে বলবে যদি আপনার মনে হয় দিবেন না হলে দিবেন কারন এটি Optional.
বি: দ্র: দেওয়াটা ভালো হবে যদি থাকি দিয়ে দিবেন।
ফরম সাবমিট করার কতদিন পর ফেসবুক ভেরিফিকেশন হবে:
আপনি যদি সঠিক নিয়মে এবং তাদের নির্দেশনা অনুযায়ী ফরম পূর্ণ করে থাকেন এবং যদি তাদের মনে হয় আইডিটি ভেরিফিকেশন হওয়া দরকার তাহলে ৭২ ঘন্টার মধ্যে ID or PAGE টি ভেরিফাই হয়ে যাবে যদি না হয় একমাস পর পর আবার চেষ্টা করতে পারবেন।