বর্তমান সময়ে প্রায় সবাই এন্ড্রয়েড ফোন ব্যাবহার করি কিন্তু এর সেটিংস সম্পর্কে সবাই জানি নাহ।এরকম একটি অপশন হচ্ছে “ডেভেলপার অপশন”। এটিকে একটি হিডেন অপশনও বলতে পারেন।তার কারন ফোনের ডেভেলপার অপশন শুধু ডেভেলপারদের জন্য, তবে এই অপশন এর কিছু বিষয় যদি আপনি শিখে রাখেন তাহলে আপনার কাজে দিবে এবং আপনার জন্য উপকারি বলে আমি মনে করি।
বি:দ্র: এই অপশনটিতে না জেনে না বুজে উলটা পালটা না করাই ভালো তবে যদি সঠিক ভাবে জানেন এবং মনে করেন এটি আপনার জন্য উপকারি তবে আপনি করতে পারেন।ডেভেলপার অপশনটি অন করে রাখলে তেমন কিছু ক্ষতি হবে না, যদি উল্টা পাল্টা নাড়াচাড়া না করেন।
ডেভেলপার অপশন কীভাবে অন করবেন?
ডেভেলপার অপশন অন করার জন্য প্রথমে আপনি আপনার এন্ড্রয়েড এর সেটিংস অপশনে গিয়ে “About Phone/ Device” থেকে “Build Number” অপশনে ৭ বার পরপর চাপ দিবেন তারপর ফোনে পাসওয়ার্ড দেয়া থাকলে সঠিক পাসওয়ার্ড দিলে ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে।তারপর “Back” দিয়ে অথবা “System and Updates” অপশনে পেয়ে যাবেন ডেভেলপার অপশন পাবেন।একেক ফোনের একেক রকম সেটিংস হওয়ায় এইখানে না পেলে আপনি সেটিংস অপশনের সার্চবারে সার্চ করুন তাহলে পেয়ে যাবেন।
ফোনের ডেভেলপার অপশন এর সাথে পরিচিতি – Introduce with android developer option
Stay awake
যদি আপনি এই অপশনটি অন করেন তাহলে আপনার ফোনটি যতক্ষণ পর্যন্ত চার্জে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার ফোনের স্কিন এর আলো জ্বলে থাকবে স্কিন এর আলো বন্ধ হবে নাহ।
Running Services
এনড্রয়েড ডিভাইস এর জন্য চমৎকার একটি সেটিংস হচ্ছে এই রানিং সার্ভিসেস।কেননা এই অপশন থেকে আপনি দেখতে পাবেন কোন অ্যাপটি আপনার ফোনের বেশি র্যাম এর জায়গা দখল করছে এবং কোনো অপ্রয়োজনীয় সফটওয়্যার কি আপনার ফোনে ইনস্টল করা আছে কি নাহ।এবং এরপর এইখান থেকে ব্যাবস্থা নিতে পারবেন।
Window animation Scale
এই অপশন এর সাহায্যে আপনি কোনো অপশনে ক্লিক করলে সেটি ওপেন হতে বা বন্ধ হতে কত সময় লাগবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন।
Animation duration Scale
এর সাহায্যে আপনি কোনো ছবিকে জুম ইন জুম আউট করার স্পিডটা কন্ট্রোল করতে পারবেন।
Transition animation scale
এর সাহায্যে যখন আপনি এক পেজ থেকে অন্য পেজে কতটা স্পিডে যাবে তা নির্দেশ করে।
Show tabs
এই অপশনটি যদি আপনি অন করে দেন তাহলে দেখবেন আপনি যেখানে টার্চ করবেন সেখানে একটি বৃত্তকার পয়েন্টার দেখতে পারবেন “মাউস এর মতো”।
Show pointer location
এই অপশনটি অন করা থাকলে আপনি যখন কোনো স্থানে টার্চ করবেন তখন দেখবেন ভার্টিক্যালি ও হরিজন্টালি দুইটি রেখা আপনার টার্চ করা স্থানে মিলিত হয়ে চারদিকে ৯০° কোন উৎপন্ন করবে।
Select USB Configuration
এই অপশনটির কাজ হচ্ছে আপনি যখন আপনার ফোনটি USB দিয়ে কম্পিউটারে সংযোগ করবেন তখন সেটি কি ফাইল ট্রান্সফার, নাকি চার্জ হবে সেটি সিলেক্ট করে দিতে পারেন।
USB debugging
এই অপশনটি যদি আপনার এন্ড্রয়েড ফোনে অন করা থাকে তাহলে আপনার ফোনটি লক করা থাকলেও ফোন থেকে ডাটা ফাইল ও প্রয়োজনীয় তথ্য নাড়াচাড়া করা যাবে আর যদি ফোন চুরি হয়ে যায় তাহলে আপনার ফোনে থাকা তথ্য গুলো উচ্চ ঝুঁকির মধ্যে থাকবে।
ধন্যবাদ