তেল বাচানোর উপায়

বাইকের তেল বাচানোর টিপস – How to safe bike oil

টিপস এন্ড ট্রিকস

Assalamu Alaikum Friends

সম্প্রতি নিত্য পণ্য বিভিন্ন সামগ্রীর সাথে জ্বালানী তৈল এর ও দাম প্রায় ৪০ শতাংশ থেকে ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।এতে করে আমাদের মধ্যে যারা বাইকার ভাই আছে তাদের অনেকেরই বাইক চালানো হয়তো সম্ভব হচ্ছে নাহ আবার এমন ও শুনা যাচ্ছে অনেকে বাইক রেখে সাইকেল কিনা শুরু করছেন।এইসব বিষয় মাথায় রেখে আজকে আপনাদের সাথে বাইকের তেল বাচানোর টিপস শেয়ার করব।তাহলে চলুন জেনে নেই টিপস গুলো:

মোটরবাইক এর তেল বাচানোর উপায়:

১. দ্রুত গতি না তোলা: বাইকারদের মধ্যে বিশেষ করে উঠতি বয়সি তরুণ ভাইদের মাজে যারা বাইক চালায় তারা রাস্তা ফাকা পেলে খুব দ্রুত স্পিড তুলে ফেলি।এতে করে তেল বেশি খরচ হয়।তাই স্পিড তুলতে হলে ধীরে ধীরে তুলুন।

২. ইন্জিন বন্ধ রাখার অভ্যাস গড়ে তোলা: যখন দীর্ঘ জ্যামে থাকবেন তখন ইন্জিন চালু থাকলে তেল অপচয় হবে তাই সম্বভ হলে ইন্জিন বন্ধ রাখুন।এতে করে তেল কিছুটা হলেও বাচবে।

৩. বাইকের চেইন: বাইকের চেইন যদি অতিরিক্ত ঠিলে হয় তাহলে তা পরিহার করুন অতিরিক্ত ঠিলে চেইন বাইকের তেল খরচ বাড়িয়ে দেয়।তাই যত দ্রুত সম্বভ বাইক এর চেইন টান করেন।

৪. গতি নিয়ন্ত্রণ করে চালানো: মোটর বাইক এর তেল সাশ্রয় করতে অবশ্যই গতি ৪০-৬০ কিলো মিটার এর মধ্যে রাখবেন।

৫. ক্লাচ: ক্লাচ এর ব্যাবহার বেশি করলে অথবা দীর্ঘ সময় চেপে ধরে রাখলে জ্বালানি খরচ বেড়ে যায়। তাই এই কাজটি পরিহার করুন যতটুকু সম্বভ।

৪. বাইক এর ওজন কম রাখা: বাইক এর তৈল বাচাতে অবশ্যই একাধিক ব্যক্তি বা পিছনে ভারি কিছু না নেওয়া এতে করে বাইক এর ওজন বেড়ে যাবে এবং তেল বেশি খরচ হবে।

৫. ব্রেক কম ধরা: বাইক চালানোর সময় অবশ্যই ব্রেক কম ধরবেন আর তার জন্য গতি নিয়ন্ত্রণ রাখা অতি গুরুত্ব পূর্ণ।ঘণ ঘন ব্রেক ধরলেও তেল বেশি খরচ হয়।

৬. চাকায় হাওয়া রাখা: বাইক চালানোর সময় তেল সাশ্রয় করতে চাকার প্রেসার টা মেপে দেখুন ঠিক আছে কিনা যদি কম হয় ঠিক করে নিন এতে করে তেল অনেকটাই সাশ্রয় হবে।

৭. ভাঙা রাস্তা পরিহার করা: বাইক চালানোর সময় বাইক চালানোর সময় অবশ্যই খারাপ রাস্তা বা ভাঙা রাস্তা পরিহার করতে হবে।এতে করে কিছুটা হলেও তেল সাশ্রয় হবে আপনার সখের বাইক এর।সাথে পকেটের টাকাও।

৮. ইন্জিন ঠান্ডা রাখা : বাইক এর সামনের অংশ যদি খোলামেলা রাখুন তাহলে ইন্জিন ঠান্ডা থাকবে আবার মোটারসাইকেল টি যদি রোদে রেখে দিন অথবা পার্কিং করেন তাতে করে আপনার তেল অপচয় হবে তাই রোদে গাড়ি রাখা পরিহার করুন।রাস্তার জ্যামে থাকলে আশে পাশে গাছ থাকলে সেখানে অথবা যতটুকু সম্বভ ছায়ায় থাকুন।

৯. বাইক এর যত্ন নেওয়া: বাইক টিকে নিয়ম করে যত্ন নিন সার্ভিস করান ত্রুটি থাকলে সমাধান করেন এতে করে তেল বেচে যাবে।

১০. সূর্যের নিচে বাইক না রাখা: যদি সরাসরি রোদ্রে বাইক রাখেন এতে করে গরম হয়ে যাবে এবং তেল অপচয় হবে।

আশা করি বাইকের তেল বাচানোর টিপস গুলো মেনে চললে আপনার বাইকের তেল খরচ কিছুটা হলেও কমে আসবে।এত করে মানি ব্যাগটিও ভাড়ি থাকবে।

ধন্যবাদ

www.learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *