বর্তমানে বিদ্যুৎ বিল নিয়ে অনেকেরই চিন্তার শেষ নেয়।বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে আমাদের চিন্তার শেষ নেই।বিশেষ করে মধ্যবিত্ত পরিবারে বাড়তি বা অতিবিক্ত বিদ্যুৎ বিল যোগান কষ্টসাধ্য।তাই এই আর্টিকেলে আপনাদের সাথে বিদ্যুৎ বিল কমানোর কিছু কার্যকরী উপায় আলোচনা করব।

বিদ্যুৎ বিল কমানোর উপায়:
নিচের ধাপ গুলো অনুসরণ করে আপনি আপনার বিদ্যুৎ বিল কিছুটা হলেও কমিয়ে আনতে পারবেন।চলুন ধাপ গুলো জেনে নেই।
- যেগুলোর প্রয়োজন নেই সেগুলো বন্ধ রাখুন।যেমন: কম্পিউটার, মোবাইল চার্জার, ফ্যান লাইট প্রয়োজন শেষ হলে বন্ধ করে রাখুন।অনেক সময় বাথরুমের বারান্দার লাইট জ্বলতে দেখা যায় সেগুলো প্রয়োজন শেষে বন্ধ করে দিন।
- প্রচলিত বাতির তুলনায় এনার্জি বাল্ব বা এলএডি বাল্ব ব্যাবহার করা উত্তম।কারণ প্রচলিত বাতি যেখানে ১০০ ওয়াট ব্যাবহার করে সেখানে এনার্জি বাতি ব্যাবহার করে ২৫ ওয়াট।এগুলো ক্রয় মূল্য বেশি হলেও প্রচলিত বাতির তুলনায় দীর্ঘ দিন সেবা দেয় এবং বিদ্যুৎ বিল ও অনেকাংশে কমিয়ে আনে।এছাড়াও ইনভার্টার যুক্ত এসি ওয়াশিং মেশিন ব্যাবহার করে বিদ্যুৎ বিল দুই তৃতীয়াংশ কমিয়ে আনা সম্বভ।
- এখন সব জায়গায় এসির ব্যাবহার খুব বেশী লক্ষণীয় কিন্তু এসি ব্যাবহারের ক্ষেত্রে সবসময় তাপমাত্রা ২৫ ডিগ্রীর সেলসিয়াস এর নিচে রাখতে হবে এবং নির্দিষ্ট মাত্রায় চালানোর বা ঠান্ডা হওয়ার পর এসি বন্ধ করে ফ্যান চালানো যেতে পারে।রাতে ঘুমানোর পূর্বে টাইমার দিয়ে ঘুমালে নির্দিষ্ট মাত্রায় ঠান্ডা হওয়ার পর নিজ থেকেই বন্ধ হয়ে যায় এসি এতে করেও বিদ্যুৎ বিল অনেকাংশে কমে আসে।
- বাসা বাড়িতে ভালো মানের তার ব্যাবহার না করলে বিদ্যুৎ বিল অনেক সময় বেশি আসতে পারে।ত্রুটি পূর্ণ সংযোগ আর খারাপ মানের তার অথবা সংযোগ নরম বা দুর্বল হলে বিদ্যুৎ বিল বেশী আসবে।বহুতল ভবনের সাব স্টেশন পুরাতন হলে বিদ্যুৎ বিল বেশী আসবে।সেগুলো বছরে একবার হলেও পরীক্ষা করে নিতে হবে।
- খাবার রান্নার ক্ষেত্রে মাইক্রো ওভেন এর ব্যাবহার কমিয়ে চুলা ব্যাবহার করলে বিদ্যুৎ বিল কমে আসে।ওয়াশিং মেশিনে গরম পানির সেটং ব্যাবহার না করলে বিদ্যুৎ বিল কমে আসবে।এছাড়াও বরফ ছাড়াতে মাইক্রো ওভেন ব্যাবহার না করে পানি ব্যাবহার করলেও বিদ্যুৎ বিল কমে আসবে
- দিনের বেলা বাতি ব্যাবহার না করে দরজা জানালা খুলে সূর্যের আলো ঢুকতে দিলে বিদ্যুৎ বিল কমে আসবে।
- বিদ্যুৎ এর ব্যাবহার অনুযায়ী একেকটি ধাপে একেক রকম বিদ্যুৎ বিল আসবে যেমন DPDC অনুসারে কারো যদি বিদ্যুতের ব্যাবহার ০-৭৫ ইউনিট এর মধ্যে সীমিত থাকে তাহলে বিল আসবে সবচেয়ে কম কিন্তু ৭৬ ইউনিট থেকে বিল বাড়তে শুরু করে।সেক্ষেত্রে কয়েক ধাপে ভিন্ন ভিন্ন বিল তৈরী হয় সব্বোচ্চ চার্জ আসবে যদি ৬০০ ইউনিট এর বেশি ব্যাবহার করা হয় অর্থাৎ বিদ্যুতের ব্যাবহার কম ধাপের মধ্যে সিমীত রাখতে পারলে বিদ্যুাত বিল কম আসবে।
- বিদ্যুৎ বিতরণকারী সংস্থা এখন বহুতল ভবনে সৌর বিদ্যুৎ ব্যাবহার বাধ্যতামূলক করেছে।যেখানে বিদ্যুতের ঘাটতি রয়েছে অথবা বিদ্যুতের লোড শেডিং বেশি হয় সেখানেসৌর বিদ্যুৎ ব্যাবহার করতে পারেন।
উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি আমরা যত কম বিদ্যুৎ ব্যাবহার করব বিদ্যুৎ বিল তত কম আসবে।
ধন্যবাদ