ব্যাকগ্রাউন্ড রিমোভ

আমাদের প্রায় সবারই কম বেশি ছবি ইডিট করতে প্রয়োজন হয়।এই ইডিট করতে গিয়ে আমাদের ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করতে হতে পারে বা প্রয়োজন হয়।কিন্তু আমরা সবাইতো আর ভারী ভারী টুলস যেমন Photoshop, Illustrator, সহ আর অনলাইন অনেক অ্যাপস, টুলস, সফটওয়্যার।এই টুলসগুলো ব্যাবহার অনেক কঠিন হওয়ায় আমরা সবাই ব্যাবহার করতে পারি নাহ।এই গুলো ব্যাবহার করতে আমাদের প্রয়োজন হয় বিভিন্ন কোর্স বা ট্রেনিং।

কিন্তু আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করব কীভাবে খুব সহজে একটি ফুলের ছবি, ফলের ছবি বা নিজ এর ছবির ব্যাকগ্রাউন্ড সরাবেন।

এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা জানতে পারবেন মোবাইল ও পিসি দিয়ে কীভাবে ছবির ব্যাকগ্রাইন্ড নিমোভ করবেন।

প্রথমে পিসি ও পরে মোবাইল দুটি ধারাবাহিক ভাবে বলা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড সরানোর উপায় – Background Remove

কম্পিউটার দিয়ে ব্যাকগ্রাউনাড সরানোর উপায় – Background Remove by pc

কম্পিউটার দিয়ে ব্যাকগ্রাউন্ড সরানোর জন্য প্রথমে যেকোনো একটি ব্রাউজার চালু করে লিখুন “Background remove” তারপর দেখবেন আপনার সামনে অনেক সাইট আসবে যে কোনো একটিত ক্লিক করুন আপনার ইচ্ছা মতো।তারপর আপনি সেই সাইটে ঠুকবেন সেখানে ঠুকে আপনি যেই পিকচার এর Background remove করতে চান সেই ছবিটি আপলোড করুন তাহলে হয়ে যাবে কয়েক সেকেন্ড পর তারা সংকেত দিলে আপনি আপনার রিমুভ করা ব্যাকগ্রাউন্ড ছবিটি ডাউনলোড করে নিবেন।

আপনাদের সুবিধার্থে আপনাদের ছবি এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখানো হলো:

সেজন্য গুগলে সার্চ করার পর প্রথমে যেই সাইটটি পেলাম সেটি ব্যাবহার করব।

গুগল মামাকে “Background Remove” লিখে সার্চ করার পর প্রথম সাইটে নিচের “Upload Image” একটি অপশন আছে সেখানে ক্লিক করুন।

 

Background Remove

“Upload Image” অপশনে ক্লিক করার পর নিচের চিত্রের মতো আরেকটি পেজ দেখতে পারবেন।

ব্যাকগ্রাউন্ড রিমুভ

 

এরপর এখানে ক্লিক করে আপনি যেই ইমেজ এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটি আপনার কম্পিউটার থেকে বাছাই করে দিন।এরপর সর্বোচ্চ 2 সেকেন্ড অপেক্ষা করুন দেখবেন খুব সুন্দর ভাবে ফটোশপ এর মতো আপনার সাইট এর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে।

এরপর Download অপশনে ক্লিক করে আপনার কাংক্ষিত ইমেজটি ডাউনলোড করে নিয়ে নিন।

Remove-Background-Image

 

এতোক্ষণতো জানলাম পিসি দিয়ে “Remove Background” করার উপায় চলুন এবার জানি কীভাবে এই পুরো কাজটি মোবাইল দিয়ে করবেন।

কীভাবে মোবাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমোভ করবেন।

মোবাইল দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করার উপায়:

মোবাইল দিয়েও আপনি একই নিয়মে ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করতে পারবেন সেজন্য আপনি মোবাইল এর যেকোনো একটি ব্রাউজারে গিয়ে লিখুন “Remove Background” তারপর সেই একই সাইট আসবে এবং একই নিয়মে সমস্ত কাজ করতে পারবেন।

এছাড়াও স্মার্টফোন এর জন্য গুগল প্লে-স্টোর এর মধ্যে অনেক অ্যাপ রয়েছে যেই গুলো দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করতে পারবেন।

আমাদের শেষ কথা

আশা করি আপনাদের সাথে ফটোশপ ছাড়া কীভাবে খুব সহজে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করতেহয় সে বিষয়ে স্পষ্ট ধারণা দিতে পেরেছি।এতোক্ষণ মনোযোগ দিয়ে পড়ার জন্য ও সাথে থাকার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ

www.learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry