বর্তমানে ইলেকট্রনিক্স এর এই যুগে সবচেয়ে বেশী পরিমাণে ব্যাবহ্রত যন্ত্রটি হলো মোবাইল ফোন/স্মার্টফোন।কিন্তু এই স্মার্টফোনই অনেক সময় মানুষ এর মৃত্যুর কারণ হয়।কারণ স্মার্টফোন এর রেডিয়েশন আমাদের শরীরের এর জন্য খুবই ক্ষতিকর।আবার অনেক সময় আমরা শুনতে পায় স্মার্টফোন বিস্ফোরণ এর কথা।আর এই স্মার্টফোন বিস্ফোরণ হয় মূলত ব্যাটাটির কারণে।তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনাদের স্মার্টফোন এর ব্যাটারি সুরক্ষায় রাখবেন এবং কী কারণেই তা তাড়াতাড়ি নষ্ট হয়।চলুন জেনে নেই ব্যাটারি ভালো রাখার উপায়:
ফোনের ব্যাটারি ফোলে/নষ্ট হয়ে যায় কেন:
1. আমরা অনেক সময় ফোনকে চার্জে লাগিয়ে ব্যাবহার করতে থাকি এতে করে ব্যাটারির উপরে অনেক চাপ সৃষ্টি হয় এবং ব্যাটারি ফুলে যায় এবং এত করে ব্যাটারির আয়ু কমে যায়।
2. আপনি যদি ফোনের ব্যাটারির চার্জ শূন্য করে বন্ধ করার পর চার্জ দেন তাহলে। তাই বিষেষ্ঞদের মতে ফোনের চার্জ সবসময় ২০% বা কাছাকাছি থাকলে চার্জ লাগাবেন তারপর ৮০% বা তার উপরে বা ১০০% হলে খুলবেন।
কিছু জায়গায় পাওয়া গেছে ফুল চার্জ না করা বেশী সুবিধাজনক ৮০%-৯৫% এর মধ্যে রাখা বেশী সুবিধা জনক
3. আবার আপনি যদি রাতে ঘুমানোর পূর্বে চার্জে লাগিয়ে ঘুমান অথবা ১০০% চার্জ হওয়ার পরও চার্জে লাগিয়ে রাখুন তাহলে আপনার ব্যাটারির আয়ু কমে যাবে।কারণ এত করে আপনার ফোনের ব্যাটারির ইলেকট্রণ এর ক্ষতি হবে এবং চাপ সৃষ্টি হবে।
কিন্তু যদি আপনি ভালো মানের চার্জার ও ফোন ব্যাবহার করেন তাহলে তেমন কোনো ক্ষতি হবে নাহ।কারণ সেই ফোন বা চার্জার গুলো এমন ক্যাপাসিটি দিয়েই তৈরী করা।
4. কম দামি অথবা সাধারণ ফোনে বাজারের হাই কোয়ালিটি ফাস্ট চার্জার ব্যাবহার করলে।আবার কম দামি অথবা নরমাল চার্জার দিয়ে ভালো মানের ফোন চার্জ করলে।
5. ফোনের অরিজিনাল চার্জার ব্যতীত অন্য চার্জার ব্যাবহার করলে।কারণ আপনার ফোনে যে চার্জারটি প্রস্তুত কারক কোম্পানি দিবে সেটির ভোল্টেজ, চার্জ উৎপাদন করার ক্ষমতা আপনার ফোনের সাথে সামঞ্জস্য রেখেই দিবে।
6. পাওয়ার ব্যাংক ব্যাবহার করার ক্ষেত্রে নিম্ন মানের পাওয়ার ব্যাংক পরিহার করুন।
ফোনের ব্যাটারি ভালো রাখার উপায়
মার্কিন একদল প্রযুক্তিবীদ এর মতে আপনার ব্যাটারি যতই দামী হক না কেন সময়ের সাথে সাথে মোবাইল এর ব্যাটারির ইলেকট্রন এর উপর চাপ সৃষ্টি হয় এবং ব্যাটারি নষ্ট হয়ে যায়।তাই মোবাইল এর ব্যাটারির ইলেকট্রন বেশিদিন ভালো রাখতে, মোবাইল এর ব্যাটারির চার্জ ২০% থেকে ৮০% এর মধ্যে রাখাই সবচেয়ে বেশি ভালো।তাতে করে মোবাইল এর ব্যাটারির ইলেকট্রন ধীরে ধীরে দূর্বল হয় এবং টিক শইও বেশী হয়।
সমাজে একটি মিথ্যা কথা প্রচলিত আছে যে, একটি নতুন ফোন কেনার পর ফোনে ৮ ঘন্টা বা শতভাগ চার্জ করার কথা।কিন্তু মার্কিন প্রযুক্তিবীদদের মতে একটি ফোন উৎপাদন এর সময় ফোনটি তার জন্য সবচেয়ে ভালো চার্জে রাখেন।তবে তাদের পরামর্শ মতে আপনার পছন্দ করা নতুন ফোনটি কেনার সময় যদি তার চার্জ পার্সসেনন্টিজ ৪০% শতাংশের নিচে থাকে তাহলে তা না নেওয়ায় সবার জন্য ভালো।
অনেকের মতে ব্যাটারির ইলেকট্রণ টিক শই রাখতে ফোনটি যত কম চার্জ দেওয়া যাবে তত ভালো কিন্তু প্রযুক্তিপ্রেমীদের ভাষ্য অনুযায়ী একটি স্মার্টফোন এর ব্যাটারি যখনই চার্জ শূন্যের দিকে আসবে তথনই চার্জ দেয়া যাবে এতে করে ব্যাটারির ইলেকট্রন এর আয়ু কমবে নাহ।কারণ এখন প্রযুক্তি উন্নত হওয়ায় স্মার্টফোনের ব্যাটারি গুলো যখন চার্জ শূন্যের দিকে আসবে তখনই চার্জ দেওয়ার মতো উপযোগী করেই তৈরী করা হয়।
আর আপনি যদি ব্যাটারির আয়ু বাড়াতেই চান তাহলে আপনাকে ৩৫° সেলসিয়াস তাপ মাত্রা পরিহার করতে হবে।
আবার আমরা অনেকেই মোবাইল ফোন দ্রুত চার্জ দিতে ফাস্ট চার্জার ব্যাবহার করি কিন্তু এতে করে আমাদের চার্জারের উপর খুব খারাপ প্রভাব ফেলে যদি সেটি স্মার্টফোনের উল্লেখিত ওয়াট থেকে বেশী হয়।
আবার স্মার্টফোন চার্জ করার ক্ষেত্রে কম্পিইটার বা ল্যাপটপ এর USB Port ব্যাবহার না করার কথা বলা হয়েছে।কারণ এতে করে প্রয়োজনীয় ভোল্টেজ পায় না।
কীভাবে বুঝবেন মোবাইল ফোনের ব্যাটারি ফোলা কি নাহ?
মোবাইল ফোনের ব্যাটারি ফোলা বোঝার জন্য আপনাকে একটি সমান্তরাল টেবিল বেশি ভালো হবে যদি কাচের টেবিল অথবা কাচের উপরে ব্যাটারিটি রেখে হাত দিয়ে ঘুরান যদি লক্ষ করেন আপনার ব্যাটারিটি ঘুরছে তাহলে বুঝবেন আপনার ব্যাটারিটি সামান্য হলেও ফুলে গেছে।
এমতাবস্থায় আপনার ফোনের ব্যাটারিটি পাল্টানোই শ্রেয়।
ফোন কেন গরম হয় এবং করণীয় কী?
ফোন বেশী গরম হয় পাওয়ারফুল এ্যাপ ব্যাবহার এর সময়, গেমিং এর সময়, চার্জ দেওয়ার সময়।আর এই ফোন গরম হওয়ার জন্য হার্ডওয়্যারকেই বেশী সময় দায়ী করা হয়।অতিরিক্ত ফোনে চার্জার সংযোগ করলে ফোনটি গরম হওয়ার সম্ভাবনা থাকে।তাই চার্জ ২০% এর নিচে থাকলে চার্জে দেওয়া এবং ৮০% উপরে উঠলে খুলে ফেলা ভালো।
আবার, আমরা অনেকেই আছি ফোনের সূন্দর্যের জন্য কভার ব্যাবহার করি কিন্তু আমরা অনেকেই জানি নাহ যে আপনার এই কভার এর কারণে ফোনের গরম বাতাস বাহিরে আসতে পারে নাহ আবার একবার গরম হলে দীর্ঘ সময় সেই গরম ধরে রাখে।তাই একবার গরম হলে অথবা পাওয়ার ফুল অ্যাপ অথবা গেমিং এর সময় কভারটি খুলে রাখুন।
ফোনে অপ্রয়োজনীয় এপ এর কারণে প্রসেসর ও র্যামে চাপ সৃষ্টি হয় ও গরম হয়ে যায়।তাই নিয়মিত সেগুলো পর্যবেক্ষণে রাখুন্।
কীভাবে পর্যব্যাক্ষণ করবেন তা জানতে ফোনের “ডেভেলপার সেটিংস” নিয়ে লিখা লার্নিং ডায়াগ্রাম ডট কম এর আর্টিকেলটি পড়ুন।
ধন্যবাদ