সম্প্রতি ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুতে উত্তরাধীকার সূত্রে সিংহাসনের দায়িত্ব পেয়েছেন চার্লস ফিলিপ আর্থার জর্জ বা তৃতীয় চার্লস।তিনি রানীর পরে রাজা হিসিবে দায়িত্ব পাওয়ার পর ব্রিটেনে বেশ কিছু পরিবর্তন আনা হবে।এই আর্টিকেলে সেই বিষয় গুলো নিয়ে আলোচনা করব।
ব্রিটেনে কী কী পরিবর্তন আনা হবে রানীর মৃত্যুতে
সম্প্রতি ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি শাসন করা রানী “রানী দ্বিতীয় এলিজাবেথ” এর মৃত্যুতে ব্রিটেনের আকাশে বাতাসে বইছে শোক তেমনি বইছে আনন্দ কেননা ব্র্রিটেন বাসী রাজা হিসেবে তৃতীয় চার্লসকে পেয়েছে।রানীর পরে রাজা হওয়ায় ব্রিটেনে বেশ কিছু পরিবর্ত আসবে সেগুলো নিম্নে আলোচনা করা হলো।চলুন বিস্তারিত জেনে নেই:-
জাতীয় সংগীত এর পরিবর্তন:
১৯৫২ সাল থেকে ব্রিটেনে যে জাতীয় সংগীত এর প্রচলন ছিল তা আর গাওয়া হবে নাহ ব্রিটেনে।আগে ব্রিটেনের জাতীয় সংগীতটি ছিল এমন “God save the Queen” আগে গাওয়া হলেও এরগন গাওয়া হবে, “God save the king”
বি:দ্র: নিউজিল্যান্ড এর জাতীয় সংগীত ও অষ্ট্রেলিয়া ও কানাডার রাজকীয় সংগীত এ এই পরিবর্তন আনা হবে।
পাসপোর্ট এর পরিবর্তন:
রানী দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুতে পরিবর্তন আসবে ব্রিটেনের পাসপোর্ট এ “To her majesty” থেকে “To his majesty” আসবে।

পুলিশ হেলমেট এর পরিবর্তন:
রানী দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুতে ব্রিটেনের বিভিন্ন পরিবর্তন এর মধ্যে রয়েছে পুলিশের হেলমেটও।পুলিশের ব্যাবহ্রত রয়েল মনোগ্রাম এ এই পরিবর্ত আনা হবে।

কয়েন এর পরিবর্তন:
বর্তমানে ব্রিটেনে সমস্ত কয়েনে রয়েছে রানীর মুখের ছবি।রানী রানী দ্বিতীয় এলিজাবেথ এর শাসন আমলে ৫ বার কয়েন সংস্করণ করা হয়।সর্বশেষ সংস্করণ করা হয় ২০১৫ সালে।পূর্বের সমস্ত কয়েনে রানীর মুখের ডান দিক এর ছবি থাকলেও রীতি অনুযায়ী রাজার মুখের বাম দিক এর ছবি থাকবে।সম্প্রতি ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে রাজা তৃতীয় চার্লস মুখের ছবি সংবলিত কয়েন কেমন হবে তা প্রকাশ করা হয়েছে।
বি:দ্র: বাজারে রানীর মুখের ছবি সংবলিত কয়েন আছে ২ বিলিয়ন।


ব্রিটেনে মুদ্রার পরিবর্তন:
রানীর মৃত্যুতে পরিবর্তন আসবে ব্রিটেনের কাগজের নোটেও।১৯৬০ সালের পর থেকে প্রকাশিত সমস্ত নোটে রানীর ছবি রয়েছে।রানীর মুখের ছাবি সংবলিত নোট আছে সাড়ে ৪ বিলিয়ন ব্যাংক নোট।যার বাজার মূল্যে ৮০ বিলিয়ন পাউন্ড।কয়েনের সাথে সাথে এগুলোও ধীরে ধীরে পরিবর্তন আসবে।
স্ট্যাম্ব বা ডাক টিকিট এর পরিবর্তন:
১৯৬৭ সালের পর থেকে রয়েল মেল এর সমস্ত স্ট্যাম্ব বা ডাক টিকিটে রানীর ছবি আছে।যেগুলো আর থাকবে না এই গুলোতেও রাজার ছবি আসবে।রাজা চার্লস এর সাইফার সংবলিত পোস্ট বক্স ও দেখা যাবে আগামী কয়েক বছর এর মধ্যে।
রাজকীয় সিল এর পরিবর্তন:
৮০০ টি কম্পানীর ৯০০ টি পন্যে রয়েল সাইফার রয়েছে।ইংল্যান্ড এর টমেটো ক্যাচ আপ থেকে শুরু করে খাদ্য শস্যের পেকেটেও রয়েল সাইফার দেখা যায়।এই গুলোতেও পরিবর্তন আনা হবে রানীর মৃত্যুতে।
ধন্যবাদ