রানী দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুর পর ব্রিটেনের শাসকগণ

রানীর মৃত্যুর পর ব্রিটেন সিংহাসনের উত্তরাধীকারী

ইতিহাস ব্রিটেন এর রাজ পরিবার

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধীকারীগত ৮ সেপ্টেম্বর রানী ২০২২ তারিখে রানী দ্বিতীয় এলিজাবেথ ওরফে মিলিবেট এর মৃত্যুর পর বেশ কিছু বিষয় নিয়ে কথা উঠছে।সেগুলো হলো এখন রানী দ্বিতয় এলিজাবেথ এর রেখে যাওয়া বিপুল সম্পত্তির মালিক কে হবেন, কে হবে ব্রিটেন এর নতুন শাসক কী হবে ব্রিটেন এর ভবিষ্যৎ, রানীর মৃত্যুতে কী কী পরিবর্তন আসবে ব্রিটেনে ইত্যাদি ইত্যাদি।

তাহলে চলুন এক এক করে জেনে নেই ব্রিটেনের পরবর্তী শাসক এর নাম ও ব্রিটেন সিংহাসন ভবিষ্যৎ দাবিদার এর তালিকা:

ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুর পর তার সম্পত্তি এবং সিংহাসন এর দাবিদারকে তা নিয়ে অনেকের আগ্রহের শেষ নেই।

রানির পর সিংহাসনের দাবিদারদের মধ্যে রয়েছেন অনেকে তাদের পরিচয় নিচে দেওয়া হলো:

রানী দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুর পর সয়ংক্রিয় ভাবে রাজা হন তার বড় ছেল চার্লস ফিলিপ আর্থার জর্জ কারণ উত্তরাধীকারে সূত্রে তিনি ছিলেন সবার প্রথমে।বিস্তারিত

ব্রিটেন সিংহাসন ভবিষ্যৎ:

১. প্রিন্স উইলিয়াম: রাজা চার্লস এর বড় ছেলে প্রিন্স উইলিয়াম।তিনি ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন।মা প্রিন্সেস ডায়ানা।মাত্র ১৫ বছর বয়সে তিনি তার মাকে হারান।

২.প্রিন্স জর্জ: তিনি ২০১৩ সালে জন্ম গ্রহণ করেন তার বাবার নাম প্রিন্স উইলিয়াম এবং মার নাম ক্যাট মিডিলটন।

৩. প্রিন্সেস শার্লোট: তিনি ২০১৫ সালে জন্মগ্রহন করেন।

৪. প্রিন্স লুইস: তিনি ২০১৮ সালে জন্ম গ্রহণ করেন।

৫. প্রিন্স হ্যারি: রাজা চার্লস এবং ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি।তার স্ত্রীর ম্যাগাম মার্কেল তিনি পেশায় মার্কিন অভিনেত্রী ও মডেল।

৬. আর্চি মাউন্টব্যাটেন উইন্ডসর:

৭. লিলিবেট ডায়ানা উন্টব্যাটেন –উইন্ডসর:

৮. ডিউক অব ইয়র্ক:

৯. প্রিন্সেস বিয়াট্রিস:

১০. সিয়েনা এলিজাবেথ মাপেলি মোজি:

১১. প্রিন্সেস ইউজিন:

১২. অগাস্ট ফিলিপ হক ব্রুকসব্যাংক:

১৩. দ্য আর্ল অব ওয়েসেক্স:

১৪. জেমস, ভাইকাউন্ট সেভের্ন:

১৫. লেডি লুইজ:

১৬. দ্য প্রিন্সেস রয়্যাল:

১৭. পিটার ফিলিপস:

১৮. সাভানাহ ফিলিপস:

১৯. ইসলা ফিলিপস:

২০. জারা টিনডাল:

২১. মিয়া গ্রেস টিনডাল:

২২. লেনা এলিজাবেথ টিনডাল:

২৩. লুকাস ফিলিপ টিনডাল:

আমাদের শেষ কথা:

লার্নিং ডায়াগ্রাম ডট কম একটি ব্লগ সাইট এবং এই ব্লগ সাইটটি আপনাদের বিভিন্ন বিষয় বস্তু সম্পর্কে জানতে বুজতে ও ঞ্জান অর্জন করতে সাহায্য করবে এমনকি ইতিহাসে ঘটে যাওয়া বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বুজতে ও জানতে সহায়তা করবে।আশা করি সকলে লার্নিং ডায়াগ্রাম এর সাথে থেকে সহযোগিতা করবেন।

ধন্যবাদ

www.learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *