ব্লগার সাইট এসইও

বর্তমানে Blogspot খুবই জনপ্রিয় একটি টুলস গুগল এর।আমরা যারা ব্লগার বা যাদের ওয়েবসাইট আছে তারা সবাই হোস্টিং ও ডোমেইন কিনে তারপর ওয়েবসাইটটি তৈরী করেছেন।কিন্তু গুগল এর এই টুলসটির কারনে আপনি আনলিমিটেড ফ্রি হোস্টিং পাবেন।আপনাকে টাকা খরচ করে হোস্টিং কিনতে হবে নাহ।গুগল এর এই ফিচারটির নাম হলো ব্লগার।এটির উপর বর্তমানে বিশ্বে অনেক ওয়েবসাইট তৈরী হয়েছে।এবং মজার বিষয় হচ্ছে গুগল এটিকে এমন ভাবে ডিজাইন করেছে যে এর ভিতরে সেটিংস এর মধ্যে আপনি খুব সুন্দর ভাবে এস ই ও করতে পারবেন।

তাহলে চলুন জেনে নেই:

ব্লগার সাইট এসইও – Blogger Site SEO

ব্লগার সাইট এসইও করতে আপনি প্রথমে ব্লগার ডট কম এ গিয়ে লগ ইন করুন।

এরপর সেখান থেকে মেটিংস অপশনে চলে যান সেখানে আপনি নিচের চিত্রের মতো দেখতে পাবেন।

Blogger-Seo-Basic

 

 

এরপর এইখান থেকে:-

১.Title তৈরী:

Title দেওয়ার জন্য টাইটেলে চাপ দিয়ে আপনার ওয়েবসাইট এর টাইটেল দিন।এটি আপনার ওয়েবসাইট এর নামটি হবে।তারপর Save বাটনে চাপ দিন।

 

BloggerSeo-Title-writing

 

 

২. Description তৈরী:

এরপর নিচের অংশে দেখতে পারবেন ডেসক্রিপশন তৈরী।এখানে আপনি আপনার সাইটে কিসের উপর ভিত্তি করে পোস্ট রয়েছে সেইগুলো নিয়ে ৫০০ বর্ণের মধ্যে Description দিন।

 

BloggerSeo-Description-writing

 

৩. Meta tags তৈরী:

এরপর নিচে মেটা ট্যাগ অপশন থেকে Enable search description টি অন করে দিন এরপর নিচে Search description টিতে আপনি আলাদা ভাবে একটি description অথবা ঐ একই description টি আবার দিয়ে দিতে পারবেন।

SS-32

BloggerSeo-MetaTag-writing

 

4. ক্রলার এবং ইন্ডেক্সিং – Crawling and indexing

এইখানে আপনি খুব সাবধানে কাজ করবেন।কারন এখানে ভুল কিছু করলে আপনার সাইটটি হয়তো আর গুগল এর সার্চ রেজাল্ট এর মধ্যে দেখাবে না।

 

BloggerSeo-Crawling-and-Indexing

 

উপরের স্কিনশর্টে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে:

কাস্টম robots.txt ক্রলার চালু করুন:

এইটাকে ডান পাশে ঠিক করে দিন।এবং নিচে দেখতে পাচ্ছেন:

কাস্টম robots.txt

কাস্টম robots.txt লিখাতে ক্লিক করে এইখানে নিচের কোড গুলো পেস্ট করুন তাহলে হবে।

“User-agent: *

Disallow: /search
Allow: /
Sitemap: https://Domain-name/atom.xml?redirect=false&start-index=1&max-results=500″

বি:দ্র: Domain-name এর জায়গায় আপনার ডোমেইন এর নাম দিন।

এরপর নিচে দেখতে পাবেন “কাস্টম রোবট হেডার ট্যাগ চালু করুন” অপশন রয়েছে এখানে ঠিক দিয়ে নিচে দেখতে পাবেন “হোম পেজে ব্যবহার করা ট্যাগ” অপশনে ক্লিক করে নিচের স্কিনশর্ট এর মতো ঠিক করুন।

BloggerSeo-Homepage

 

এরপর দেখতে পাবেন “আর্কাইভ ও সার্চ করার পৃষ্ঠায় ব্যবহার করার ট্যাগ” অপশনে ক্লিক করে নিচের স্কিনশর্ট এর মতো ঠিক করুন।

BloggerSeo-Archive-Page

এরপর দেখতে পাবেন “পোস্ট ও পৃষ্ঠাতে ব্যবহার করার ট্যাগ” অপশনে ক্লিক করে নিচের স্কিনশর্ট এর মতো ঠিক করুন।

BloggerSeo-Archive-Page

 

Google search Console

উপরের কাজ টুকু সম্পূর্ণ করার পর একটু নিচে চোখ দিলে দেখতে পারবেন “গুগল সার্চ কনসোল” নামে একটি অপশন আছে সেখানে আপনার সাইটটি সাবমিট করতে হবে সেজন্য আমার আরেকটি পোস্ট আছে “গুগল সার্চ কনসোল এর সাথে পরিচিত” এই পোস্টটি পড়ে দেখতে পারেন।

আমাদের শেষ কথা

বন্ধুগণ এই আর্টিকেল এর মাধ্যমে আমি আপনাদের সাথে কীভাবে একটি ব্লগার সাইট এসইও করবেন সেটি দেখানোর চেষ্টা করেছি।আমি কোনো প্রফেশনাল S.E.O এস্কপার্ট নাহ তবে সেটিংস এর যতটুকু আজ আছে ততটুকু দেখানোর চেষ্টা করেছি।

ধন্যবাদ

www.learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry