ব্লগ সাইট থেকে ইনকাম

কীভাবে ব্লগ সাইট থেকে ইনকাম করতে হয় – How to Income From Blog site

অনলাইন ইনকাম ইনকাম ব্লগার

আসসালামু আলাইকুম,

ব্লগিং করে ইনকাম করা এখন প্রমাণিত নতুন করে বলার কিছু নেই।কিন্তু এই নিয়ে নতুনদের মাঝে অনেক Confused দেখা যায়।বিশেষ করে যারা এডসেন্স এর আবেদন করে ব্যার্থ হয়েছেন।

অনেকেই তখন এই পেশা থেকে সরে আসতে চান বা আর করতে চান না কিন্তু এটি মূলত বোকামি কারন কথায় আছে “পরিশ্রম সৈাভাগ্যের চাবিকাঠি” তাই পরিশ্রম করে লেগে থাকুন সফলতা অবশ্যই পাবেন।

আপনি অ্যাডসেন্স না পেলে আরও অনেক উপায় আছে ব্লগ থেকে ইনকাম করার যেমন ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাডসেন্স এর বিকল্প বিঞ্জাপন সাইট ইত্যাদি।

ব্লগ থেকে ইনকাম এর জন্য কী কী বৈশিষ্ট্য থাকতে হবে সাইটের:

ব্লগ সাইট থেকে আয় করতে একটি ব্লগ সাইটকে বেশ কিছু গুণাবলি সমৃদ্ধ হতে হবে যেমন:

1. ব্লগে অনেক ট্রাফিক থাকতে হবে।

2. ব্লগের আর্টিকেল গুলো ভালো মানের হতে বে যাতে ভিজিটররা পরে মজা পাই অপ্রয়োজনী কথা না বলে আর্টিকেল বড় না করা।

3. সঠিক ভাবে এস সি ও (S.E.O – Search Engine optimization ) করতে হবে।ইত্যাদি

বিঞ্জাপণ দেখিয়ে ইনকাম:

ব্লগিং করে ইনকাম এর সবচেয়ে নির্ভরযোগ্য এবং সহজ মাধ্যম হলো বিঞ্জাপণ দেখিয়ে ইনকাম করা।বর্তমান সময়ের প্রায় প্রতিটি ব্লগ এর মূল ইনকাম সোর্স হলো বিঞ্জাপণ দেখিয়ে। আর বিঞ্জাপণ দেখিয়ে ইনকাম করাটা সহজ হওয়ার মূল কারণ হলো এইখানে আপনাকে কোনো কাজ করতে হবে শুধু একবার নেটওয়ার্ক সাইটগুলোতে রেজিষ্ট্রেশন করে Approved করিয়ে নিলেই কাজ শেষ।এরপর আপনার আপনার সাইটের যেই যেই জায়গায় এড দেখাতে চান সেইখানে কোড বসিয়ে দিবেন এরপর নেটওয়ার্ক সাইট গুলো ইমপ্রেশন আর ক্লিক এর উপর নির্ভর করে অ্যাকাউন্টে ডলার যোগ করবে।

কিছু কিছু জনপ্রিয় বিঞ্জাপণ সাইট এর নাম:

জনপ্রিয় বিঞ্জাপণ সাইট এর কথা বলতে গেলে প্রথমে আসে গুগল অ্যাডসেন্স এর কথা।কারণ বেশি ইনকাম আর নির্ভরযোগ্য হলো এই গুগল অ্যাডসেন্স।গুগল এর এই শাখাটি দীর্ঘ দিন ধরে তাদের সার্ভিস বিশ্বাসের সাথে দিয়ে আসছে।সত্যি বলতে গুগল এর প্রোডাক্ট সম্পর্কে কিছু বলার নেই তাদের প্রতিটি সেক্টরই খুব নির্ভর এবং বিশ্বাসযোগ্য তাই তাদের সম্পর্কে বলে লেখা বড় করতে চাই না।

অন্যান্য বিঞ্জাপণ সাইট গুলো হলো:

Propellerads.com

Adsterra.com

Adcash.com

অ্যাফিলিয়েট মার্কেটিং:

ব্লগিং থেকে একাধিক উপায়ে ইনকাম করা যায় তার মধ্যে একটি হলো এফিলিয়েট মার্কেট।আপনি আপনার সাইটে বিঞ্জাপন দেখানোর পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিং করেও এনকাম করতে পারবেন।এটিও খুব লাভজনক হিসেবে পারিচিত পেয়েছে।আপনি ইন্টানেটে ঘাটলে দেখতে পারবেন অনেক সাইটে বিঞ্জাপন দেখানোর পাশাপাশি অ্যাফিলিয়েট প্রোগ্রামও চালু আছে।

অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা খুব সহজ কারণ আপনি যেই সাইট এর প্রোডাক্টটি বিক্রি করবেন সেইখানের অ্যাফিলিয়েট প্রোগ্রামে গিয়ে একটি অ্যাকাউন্ট করে নিবেন তারপর আপনার টার্গেট প্রোডাক্ট গুলোর অ্যাফিলিয়েট লিংক নিয়ে সাইটে ব্যানার এর মাধ্যমে যুক্ত করে দিবেন

ব্লগ সাইট বিক্রি করে ইনকাম:

ব্লগ সাইট বিক্রি করেও আপনি ইনকাম করতে পারবেন।যেমন ধরেন আপনার অনেকটি ব্লগ সাইট রয়েছে তাহলে আপনি আপনার ব্লগ সাইটটি বিক্রি করে ইনকাম করতে পারবেন।কিন্তু আপনার এই ক্ষেত্রে লক্ষ রাখবেন আপনার সাইটটি গুগল এডসেন্স অ্যাপ্রুভ কিনাহ কারন একটি Google Adsence Approved সাইট 10-15 হাজার টাকার ওপরেও বিক্রি করতে পারবেন কিন্তু অ্যাপ্রুভ না থাকলে আপনি 4/5 হাজার টাকাও বিক্রি করতে পারবেন নাহ।

ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *