বর্তমানে আমরা সবাই ইউটিউব বা ফেসবুক ব্যাবহার করি এটি এখন আমাদের নিত্যদিনের সঙ্গী।এই ভিডিও শেয়ারিং সাইটগুলো থেকে আমাদের প্রায়ই ভিডিও ডাউনলোড এর প্রয়োজন হয়।
তাই আজকে খুব প্রয়োজনীয় টুলস নিয়ে আলোচনা করব এবং যারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য কোন মাধ্যম খুঁজছেন তাদের জন্য এই আর্টিকেল।
আপনারা এই টুলসটি ব্যাবহার করে ফেসবুক বা ইউটিউব থেকেও ভিডিও ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডের জন্য প্রথমে আপনাকে যেতে হবে ( Savefrom.net ) এ।এখানে যাওয়ার পর আপনার সামনে নিচের চিত্রের মত আসবে।

এরপর আপনি চিহ্নিত বক্সে অথবা লিংক বাড়ে আপনার ইউটিউব ভিডিওর লিংকটি দিয়ে দিন কিছুক্ষণ পর আপনার দু তিন সেকেন্ডের মধ্যে ভিডিওটি আপনি দেখতে পাবেন (নেট স্পিড এর উপর নির্ভর করবে) এবং তারপর আপনি কি ফরমেটের video Download করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে ডাউনলোড বাটনে প্রেস করলেই খুব সহজেই আপনার কাক্ষিত ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং খুব দ্রুতই আপনার ভিডিওটি ডাউনলোড হবে।আপনি টুলটি ব্যবহার করে খুব সহজে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন কিন্তু একটি দুঃখের সংবাদ হল যে ফেসবুকে যে ভিডিওগুলো শুধুমাত্র পাবলিক করা সেই ভিডিওগুলি আপনি এই টুলসটি সাহায্যে ডাউনলোড করতে সক্ষম হবেন অন্যথায় যে ভিডিও গুলো পাবলিক করার নাই (অনলি মি), ( ফ্রেন্ডস), অথবা (ফ্রেন্ড অফ ফ্রেন্ড) করা সে Vdo গুলো আপনার পক্ষে এই টুলস দিয়ে Download করা সম্ভব হবে না।
Vidmate
ভিটমেট থেকে ভিডিও ডাউনলোড এর উপায়:
ভিটমেট বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ এর মধ্যে ভিটমেট অন্যতম একটি অ্যাপ।এই অ্যাপটি ব্যবহার করে অনেকেই ইউটিউব থেকে video Download করে থাকে আপনিও চাইলে খুব সহজেই এই টুলস এর মাধ্যমে আপনারা আপনার কাঙ্গিত ভিডিওটি ডাউন-লোড করতে পারবেন খুব সহজে।সেজন্য আপনি ইউটিউব এর যে video Download করতে চাচ্ছেন সেই ভিডিও এর টাইটেলটি কপি করে ভিটমেড এর সার্চবারে পেস্ট করুন দেখবেন আপনার কাঙ্খিত ভিডিওটি পেয়ে যাবেন।তারপর আপনার ভিডিওটি তে ক্লিক করে ডাউন লোড বাটনে ক্লিক করুন এরপর আপনি কি ফরমেটের vdo Dwn করবেন সেটি সিলেক্ট করুন এবং দেখবেন আপনার ভিডিওটি Download শুরু হয়ে যাবে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করলে।
এই অ্যাপে বিল্ট-ইন ভিডিও ও মিউজিক প্লেয়ারও দুইটাই রয়েছে। পাশাপাশি এই অ্যাপটির সাহায্যে আপনি ভিডিও হাইড করে রেখে দিতে পারবেন।
ধন্যবাদ