ভিপিএন এর ক্ষতিকর দিক

ভিপিএন এর ক্ষতিকর দিক – harmful aspect of VPN

টেকনোলজি প্রযুক্তির ক্ষতিকর দিক

বর্তমানের ইন্টারনেট ব্যবহার কারিদের কাছে খুবই পরিচিত একটি শব্দ ভিপিএন।প্রয়োজনে অপ্রয়োজনে আমরা সবাই ভিপিএন ব্যাবহার করি।অনেকে মনে করেন অনলা্ইন প্রাইভেসি রক্ষায় ভিপিন খুব কার্যমকরী ভূমিকা পালন করে।হ্যাঁ, কথাটি সত্য।কিন্তু আপনার অজান্তেই ভিপিএন আপনার যতটুকু উপকার করছে তার চেয়ে কয়েকগুণ বেশী ক্ষতি করে।এই আর্টিকেলে ভিপিএন এর ক্ষতিকর দিক গুলো নিয়ে আলোচনা করব।

সম্প্রতি গেইম এর জন্য আমাদের বাংলাদেশে প্রচুর ভিপিএন ব্যাবহার হচ্ছে।

ভিপিএন এর ক্ষতিকর দিক:

ভিপিএন আমাদের প্রাইভেসি দিয়ে গেইম খেলতে ঠিকই সহযোগিতা করছে।কিন্তু আপনার অজান্তেই আপনার ডিভাইস এর প্রয়োজনীয় সব তথ্য নিয়ে যাচ্ছে আপনার ইনস্টল করা সখের ভিপিএন।তবে বিশেষ করে আমরা যেই ফ্রি ভিপিএন গুলো ব্যাবহার করি সেগুলো বেশী ক্ষতিকর।সম্প্রতি এনডিটিভির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, টপ টেন ভিপিএন ডট কম ওয়েবসাইটে প্রকাশিত হয় যে, বহুল ব্যাবহৃত গুগল প্লে স্টোরের ১৫০টি জনপ্রিয় ভিপিএন এর ২৫ শতাংশ এর চেয়ে বেশি ভিপিএন এর বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ওঠেছে যার মধ্যে ৮৫ শতাংশ ব্যাবহারকারীর ব্যক্তিগত সুরক্ষা সমস্যা সম্মুখীন হতে পারে।ঐ প্রদিবেদনে আরও বলা হয় ভিপিএন ব্যাবহার কারীদের ডিএনএস তথ্য চুরি করছে এই তথ্যের সাহায্যে ভিপিএন ব্যাবহার কারী অনলাইনে কি করছে না করছে সব কিছুর উপর নজর রাখতে পারবে ইন্টারনেট প্রভাইডার অথবা গোয়েন্দা টিম।তাহলে আমাদের সুরক্ষাটি কোথায়?

Google news learning diagram

গুগল প্লে স্টোর এর ১৫০ টি ভিপিএন এর ৯৯টি অপ্রয়োজনীয় জিনিসের অনুমোদন চায় যেগুলো কোনো ভিপিএন এর প্রয়োজন নেই।তারা অপ্রয়োজনীয় যেই জিনিস গুলোর অনুমোদন চায় সেই গুলো হলো ক্যামেরা মাইক্রোফোন ইত্যাদি।আর এদের মধ্যে কিছু সংখ্যক ভিপিএনতো আপনার অবস্থান আর ব্যাক্তিগত তথ্যও চায়।যা একটি সন্দেহ জনক ব্যাবহার কারণ এগুলো কখনো ভিপিএন এর প্রয়োজন হয় না।

এছাড়াও গুগল প্লে স্টোরের ভিপিএন গুলোতে রয়েছে ক্ষতিকর ম্যালওয়ার যা আপনার ডিভাইসটিকে হ্যাকারদের হ্যাক করতে সহযোগিতা করবে।

গুগল প্লে স্টোর এর কিছু জনপ্রিয় ভিপিএন হলো হটস্পট ফ্রি, সুপার ভিপিএন, হাই ভিপিএন, শিফন প্রো, সহ আরও কিছু ভিপিএন ইনস্টল এর সময় কিছু অপ্রয়োজনীয় জিনিস এর নিয়ন্ত্রণ চায় যা রহস্যময়।কিন্তু এগুলোতে ম্যালওয়ার নাই।

পরামর্শ:

আজকের আর্টিকেল এর মাধ্যমে আপনাদের সাথে ভিপিএন কিছু ক্ষতিকর দিক তুলে ধরতে চেষ্টা করেছি।ভিপিএন ব্যাবহার করে আপনি আপনার অজান্তেই যেই ক্ষতিগুলো করছেন তা জানানোর চেষ্টা করেছি।এখন ভিপিএন ব্যাবহার করবেন নাকি করবেন নাহ সেটা আপনার একান্ত ইচ্ছা তবে যেহেতেু এর ফলে ডিভাইস এর গুরুত্বপূর্ণ তথ্য চুরি থেকে ডিভাইস হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে তাই পরামর্শ থাকবে ভিপিএন ব্যাবহার না করার।

ধন্যবাদ

www.learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *