আসসালামু আলাইকুম, বর্তমানে অনলাইন থেকে ইনকাম করার প্রবণতাটি বেশী লক্ষ করা যায় মানুষের মাঝে।ইনকাম কম হক আর বেশী।সেই দিক বিবেচনা করে আপনাদের সাথে এই আর্টিকেল এর মাধ্যমে মাইক্রোজব সাইট থেকে কীভাবে ইনকাম করবেন সেটা ব্যাখ্যা করব সেই সাথে কিছু মাইক্রোজব সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব।
অনলাইন থেকে ইনকাম যায় তা অনেকে জানলেও বুঝতে পারেন না কীভাবে ইনকাম করতে হয়।লার্নিং ডায়াগ্রাম ডট কম এর মাধ্যমে আমি আপনাদের ইনকাম করা থেকে শুরু করে টাকা হাতে পাওয়া অব্দি গাইড করব।যেকোনো প্রয়োজনে মেইল করবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন।
মাইক্রো জব সাইট থেকে ইনকাম?
ইন্টারনেট থেকে ইনকাম এর অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে মাক্রোজব সাইট।মাইক্রো জব সাইট থেকে বর্তমানে অনেক মানুষ ইনকাম করছে এবং এটি অনেক জনপ্রিয়তা পেয়েছে কারণ সময় দিলে এখান থেকে ভালো টাকা ইনকাম করা যায়।এবং সাইট গুলো 100% পেমেন্ট করে।সেই সাথে আপনি কম সময়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং কাজ গুলো খুব সহজ।
মাইক্রোজব সাইট কী?
মাইক্রো মানে ছোট আর জব মানে চাকরী সুতরাং মাইক্রো জব মানে ছোট চাকরী।এই সাইট গুলোতে সাধারণত টাস্ক পূরণ করতে হয়।আর বলে দেওয়া হয় আপনি কত করে পাবেন প্রতি কাজের জন্য।কোনো টাতে বেশি পাবেন আবার কোনোটাতে কম পাবেন।একেক ট্যাস্ক এর একেক প্রাইজ।
মাইক্রো জব সাইটে কী কাজ করতে হয়?
পূর্বেই বলা হয়েছে মাইক্রো জব সাইট মানে ছোট চাকরী বা ছোট জব।এখানের একেকটা কাজ এর জন্য সর্বোচ্চ আপনার 4-5 মিনিট লাগবে।যেটাতে পেমেন্ট বেশি হবে সেটাতে সময় আরেকটু বেশিও লাগতে পারে।তাহলে চলুন জেনে নেওয়া যাক কি রকম কাজ এখানে করতে হবে।
ফেসবুক পেইজ:
এই সাইট গুলোতে সাধারণত যেই কাজ গুলো বেশী করানো হয় তার মধ্যে একটি হলো ফেসবুক পেজ এর লাইক ফলো বাড়ানো।যাদের লাইক ফলো প্রয়োজন হয় তারা এই সাইট গুলো থেকে লাইক ফলোয়ার বাড়িয়ে নেই।আপনারা চাইলেও আপনার পেজে ফলোয়ার বাড়াতে পারবেন এই সাইট গুলো থেকে।এই কাজ গুলোর আপনাকে $0.3 দেওয়া হবে।
ইউটিউব:
এই সাইট গুলোতে অন্য আরেকটি যে কাজ বেশি তা হলো ইউটিউব ভিডিও সাবস্ক্রাইব ও ওয়াচ টাইম বাড়ানো।আপনাকে একটি ভিডিও দেখতে বলা হবে তারপর ঐ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে।আপনি কাজ করে জমা দেওয়ার পরে যখন রিভিও করা হবে তখন যদি দেখে কাজটি সঠিক হয়েছে তাহলে আপনাকে পেমেন্ট দেওয়া হবে।এই কাজ টুকুর জন্য আপনাকে $0.5 দেওয়া হবে।কখনো কখনো কম বেশি হয়।আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে আপনি চাইলে ভিউ, সাবস্ক্রাইব, ও ওয়াচ টাইম বাড়িয়ে নিতে পারবেন।
জি-মেইল:
আপনাকে ওরা বলবে জিমেইল অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য।ওরা কিছু নির্দেশনা দিয়ে দিবে সেই নির্দেশনা অনুযায়ী যদি খুলে দিতে পারেন তাহলে আপনাকে পেমেন্ট দেওয়া হবে।এই কাজের জন্য আপনাকে $0.11 দেওয়া হবে।
ওয়েব সাইট ভিজিট:
এখানে আপনাকে একটি ওয়েবসাইট এর লিংক দেওয়া হবে এবং কয়েকটা পেইজ ভিজিট করতে বলা হবে অথবা একটি নির্দিষ্ঠ পেইজ খুজে বের করতে বলা হবে যদি পারেন তাহলে আপনি একটি স্কিনশর্ট দিবেন পরে সব ঠিক থাকলে পেমেন্ট পেয়ে যাবেন।আর যদি আপনার ওয়েব সাইট থাকে তাহলে আপনি আপনার ওয়েবসাইট এর ভিজিটর বাড়াতে পারবেন এই মাইক্রো জব সাইট গুলো থেকে।এই কাজ টুকুর জন্য আপনাকে $0.5 দেওয়া হবে।কম বেশী হবে কিন্তু সাধারণত $0.5 ডলারই দেওয়া হয়।
সাইন আপ:
সাইন আপ কাজটা হচ্ছে এমন আপনাকে একটা সাইট দেওয়া হবে সেখানে গিয়ে আপনি একটি অ্যাকাউন্ট করবেন ওদের নির্শেনা অনুযায়ী।তারপর প্রমান সাবমিট করেন আর ইনকাম বুজে নিবেন।
আশা করি কি রকম কাজ হয় তার একটু বেসিক ধারণা দিতে পারছি।আপনারা পুরো আর্টিকেলটা পড়ে তারপর সাইট গুলো ভিজিট করলে বুজে যাবেন।
প্রতিটা কাজ এর জন্য কেমন টাকা পাবেন তার একটি ধারণা দিতে চেষ্টা করলাম কোনো সাইটে কম বেশি হবে আর যদি আপনি বাংলাদেশী মাক্রোজব সাইটে কাজ করেন তাহলে ইনকাম আরও কম হবে।
মাইক্রোজব সাইট এর সাথে পরিচয়
এখন আপনাদের সাথে শেয়ার করব কিছু জনপ্রিয় মাইক্রো জব সাইট।যেগুলো থেকে আপনি ভালো টাকা উপার্জন করতে পারবেন।
Microworker – মাইক্রোওয়ার্কার
তুমুল জনপ্রিয় মাইক্রোজব সাইট এর মধ্যে একটি হচ্ছে মাইক্রো য়ার্কার।দেশ বিদেশে প্রচুর লোক এইখানে কাজ করছে।অন্যান্য মাইক্রোজব সাইটে যেই ধরনের কাজ দেখতে পান এখানেও আপনি সেই কাজ গুলো পাবেন।এটি খুব বিশ্বস্ত একটি সাইট চাইলে ইনকাম করতে পারেন।
পেমেন্ট – Payment
এই সাইট রকেট, ব্যাংক অ্যাকাউন্ট, পেপাল, মাস্টারকার্ড এর মাধ্যমে পেমেন্ট করে থাকে।আপনি চাইলে এক নজরে পেমেন্ট মেথড দেখে নিতে পারেন।
Rapid workers:
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মাইক্রোজব সাইট এর মধ্যে একটি হচ্ছে Rapid workers. এটি একটি ওয়াল্ড ওয়ার্ড মাইক্রোজব সাইট।যেখানে বর্তমানে বিশ্বের সব দেশ থেকে কাজ হচ্ছে।এই সাইটের একটি সুবিধা হলো আপনি চাইলে ইন্টারন্যাশনাল অপশন বাছাই করে ইন্টানন্যাশনাল কাজ করবেন কারণ বাংলাদেশী কাজ এখানে তেমন নাই আমি কখনো পাই নাই প্রায় ১ বছর এর অভিঞ্জতা আছে।
পেমেন্ট – Payment
তারা শুধু পেপাল অ্যাকাউন্ট এর মাধ্যামে পেমেন্ট করে।
Work up job – ওয়ার্ক আপ জব
Workupjob – ওয়ার্কআপজব একটি বাংলাদেশ ওয়েবসাইট এবং প্রচুর লোক এখানে কাজ করছে।আপনারা চাইলে অ্যাকাউন্ট খোলে ঘুরে দেখতে পারেন।
পেমেন্ট – Payment
যেহেতু সম্পূর্ণ বাংলাদেশী একটি ওয়েবসাইট তাই আপনারা বিকাশ, রকেট এর মাধ্যমে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন
অ্যাকাউন্ট করতে এখানে ক্লিক করুন
বাংলাদেশী সাইট থেকে বিদেশী সাইটে আপনি বেশী ভালো ইনকাম করতে পারবেন।সেজন্য আপনাদের কথা মাথায় রেখে আমি আপনাদের বিদেশী সাইটি পরামর্শ দিব কাজ করার জন্য।
আপনি যদি ভি. পি. এন. (V.P.N > Virtual Private Network) ব্যাবহার করে কাজ করেন তাহলে আপনার ইনকাম এবং কাজ সবই বেশী পাবেন।তবে যেকোনো সময় অ্যকাউনাট সাসপেন্ড/ব্লক হওয়ার ভয় থাকে তাই এই ক্ষেত্রে ভি. পি. এন. (V.P.N > Virtual Private Network) কে না বলুন।আর আপনি চাইলে ঝুকি নিতে পারেন, সেটা আপনার একান্ত ইচ্ছা।অনেকেই কাজ করছে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড অথবা টাকা না পেলে লার্নিং ডায়াগ্রাম ডট কম দায় গ্রহণ করবে না।
আমাদের শেষ কথা
আজকের আর্টিকেল এর মাধ্যমে আশা করি মাইক্রোজব কী, কীভাবে ইনকাম করতে হয় তার ধারণা দিতে পারছি।আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয় তাহলে বন্ধুদেরও জানতে সহযোগিতা করবেন শেয়ার করে
ধন্যবাদ