আসসালামু আলাইকুম বন্ধুগণ, বর্তমান সময়ে আমাদের সবচেয়ে কমন একটি সমস্যা হলো মোবাইল ফোন চুরি।আমরা প্রায় অনেকেই এই সমস্যায় পড়েছি।অনেক হতাশ হয়ে যায় যখন মোবাইল চুরি হয়ে যায়। মরিয়া হয়ে চেষ্টা করি কীভাবে হারানো মোবাইল খুজে পাওয়ার উপায় খুজে পাওয়া যায়?
তাই এই আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া ফোনটি ফেরত পাবেন।
হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল খুজে পাওয়ার উপায়?
আগেই বলে নেই আপনার চুরি হওয়া ফোনটি যে নিশ্চিত খুজে পাবেন তা কিন্তু নয়।তবে আপনি টেষ্টা করে দেখতে পারেন যদি ভাগ্য আপনার সহাই হয় তাহলে পেয়ে যেতেও পারেন।তাহলে চলুন মূল আলোচনায় চলে যায়।
এখন প্রতিটি স্মার্টফোনে একটি জিমেইল অ্যাকাউন্ট লগ ইন থাকে।মূলত এই লগইন থাকা জিমেইলটি ধরে খুজে বের করবো চুরি বা হারিয়ে যাওয়া ফোনটি।
চুরি যাওয়া ফোনে যেই জিমেলটি লগ ইন করা সেই জিমেইলটি অন্য একটি ফোনে বা কম্পিউটারে লগ ইন করুন।
বি:দ্র: আমার নেওয়া নিচের স্কিনশর্ট গুলো ডেসক্টপ কম্পিউটার থেকে নেওয়া।স্মার্টফোনেও আপনি একই রকম পেইজ দেখতে পারবেন।তাই চাইলে খুব সহজে স্মার্টফোন দিয়েও করতে পারবেন।
সেজন্য আপনি গুগলে সার্চ করুন “find my device” লিখে, সুবিধার্থে নিচে একটি স্কিনশর্ট দেওয়া হলো।এইখানে প্রখম লিংকে ক্লিক করুন।
অথবা এইখানে ক্লিক করুন
এরপর নিচের স্কিনশর্ট এর মতো পেইজ আসবে।

এই পেইজে আপনি দেখতে পারবেন কোন কোন ডিভাইসে আপনার জিমেইলটি লগ ইন আছে।তারপর আপনি আপনার হারিয়ে যাওয়া ফোনটি নির্ধারণ করে ক্লিক করুন।
এরপর নিচের স্কিনশর্ট এর মতো আরেকটি পেইজ আসবে
আপনি যেই ফোনটি খুজবেন সেই ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে এবং লোকেশন /অবস্থান পাওয়ার জন্য লোকেশন অন থাকতে হবে।
1.উপরে আপনার ফোনের মডেল ও কত পার্সেন্ট (%) চার্জ আছে তা দেখতে পারবেন।এবং যদি ওয়াইফাই ব্যাবহার করতে থাকে তাহলে ওয়াইফাই এর নাম দেখতে পারবেন।
2.এরপরআই বাটনে ক্লিক করে ফোনের IMEI নাম্বার মিলিয়ে নিতে পারবেন।
3.যদি লোকেশন অন থাকে তাহলে আপনি ফোনটি কোথায় আছে তা দেখতে পারবেন।
4.এখন নিচে “Play Sound” অপশনে ক্লিক করলে আপনার ফোনে 5 মিনিট পর্যন্ত রিং হবে।
নোট:যদি সাউন্ড বন্ধ করে দেয় তাহলে বন্ধ হয়ে যাবে কিন্তু আপনি যেই ফোন দিয়ে ট্র্যাক করবেন সেই ফোনের নিচে একটি নোটিফিকেশন আসবে।
5.এখন নিচে “Secure device” অপশনে ক্লিক করলে আপনি সেই ফোনে একটি মেসেজ পাঠাতে পারবেন এবং আবং আপনার নাম্বার দিয়ে দিতে পারবেন।
নোট: মেসেজে আপনি যা লিখবেন সেই ফোনে তাই দেখাবে ফোনটি লক হয়ে।
একটি হারিয়ে যাওয়া ফোন যে ফিরে পাবেন তা নিশ্চত নয় তবে চেষ্টা করলে আপনি পেতে পারেন বর্তমান উন্নত টেকনোলজির যুগে অনেকেই পেয়েছে।
এছাড়াও আপনি আপনার ফোনের IMEI নাম্বার দিয়ে থানায় একটি জিডি করে রাথতে পারেন এতে করে আপনার ফোনটি খুজে পাওয়ার চান্স আরোও বেড়ে যাবে।
ধন্যবাদ