ক্রিকেট খেলা

যেসব দেশের আন্তর্জাতিক ক্রিকেট টিম নেই

খেলা ধূলা

বর্তমান বিশ্বের প্রচলিত খেলার মধ্যে ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, হা-ডু-ডু, এবং অলিম্পিক খেলা গুলো সহ আরও অনেক খেলাই রয়েছে।তবে এই খেলা গুলোর মধ্যে ক্রিকেট সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেলেও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যেমন চীন, জাপান, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জার্মানী সহ কিছু দেশ বা রাষ্ট্র এত উন্নত হয়েও কেন ক্রিকেট এর আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করে না সেই কারণটি এই আর্টিকেলে আপনাদের কাছে তুলে ধরব।

চলুন মূল আলোচনায় চলে যায়:

যেসব দেশের ক্রিকেট টিম নে ই

যুক্তরাষ্ট্র ক্রিকেট না খেলার কারণ:

যুক্তরাষ্ট্র: বিশ্বের সর্বপ্রথম অফিসিয়াল আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিল যুক্তরাষ্ট্র সাথে ছিল কানাডাও।কিন্তু যুক্তরাষ্ট্রে এই খেলাটি এখন বিলুপ্ত আর এর মূল কারণ হলো এই খেলাটি খুবই সময় সাপেক্ষ ঐ সময় ক্রিকেট খেলার রেজাল্ট পেতে ৩-৫ দিন লেগে যেত কিন্তু ঐ সময় ( ১৮৬১- ১৮৬৫ সাল পর্যন্ত ) আমেরিকায় গৃহ যুদ্ধ চলে।তাই এই সময় যুক্তরাষ্টের (আমেরিকা) পক্ষে এই খেলাটি খেলার জন্য এত বড় মাঠ পাওয়া কষ্ট সাধ্য ছিল।অন্যদিকে অনেক সময় লাগায় খেলাটির প্রতি জনগণের আগ্রহ কম ছিল।কিন্তু পরবর্তীতে ওয়ানডে ম্যাচ আবিষ্কার হওয়ার পরে ক্রিকেট খেলাটি আর মাথা উচু করে দাড়াতে পারে নি।তার কারণ ছিল কম সময় এবং কম জায়গায় খেলা যায় এমন একটি খেলা (বেসবল) সেখানে জনপ্রিয়তা লাভ করে।ফুটবল নব্বই মিনিটের খেলা হওয়ায় ফুটবল এরও জনপ্রিয়তা রয়েছে যুক্তরাষ্টে।প্রথম বিশ্বযুদ্ধের পর দেশটি সম্পূর্ণ ভাবে ক্রিকেট এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে।

এখন সেখানে কিছু কিছু ক্লাব ক্রিকেট খেলে।

জাপান কেন ক্রিকেট খেলে নাহ:

জাপান: জাপানে ১৮৬৩ সালে ক্রিকেট খেলা দেখা যেত সেটি খেলত ব্রিটিশ বণিক ও নাবিকেরা।কিন্তু আমেরিকাতে বেসবল খুব জনপ্রিয় ছিল এবং জাপানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র (আমেরিকা) ব্যাবসায়িক ও কূটনৈতিক সম্পর্ক খুব ভালো ছিল যার কারণে জাপানেও এই খেলাটি জনপ্রিয় হয়ে উঠতে থাকে।পরবর্তীতে জাপান ও বিদেশী শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় Cricket Team এবং কিছুদিন পর জাতীয় টিম গঠিত হলেও জাপানে এখনো ক্রিকেটে শক্তিশালী হয়ে উঠেনি।

চীন সহ যেসব দেশের ক্রিকেট টিম নে ই:

চীন: এশিয়ার একটি দেশ চীন যেখানে উপনিবেশবাদী শক্তি সুবিধা করে উঠতে পারে নি আবার চীন রাষ্ট্রটি অলিম্পিকের প্রতি বেশী আগ্রহ থাকাই ক্রিকেট খেলা এখানে জনপ্রিয় হয়ে ওঠে নি।এছাড়া Olympic Game এর তালিকায় ক্রিকেট নেই তাই তাদের আন্তর্জাতিক কোনো ক্রিকেট টিম নেই তবে কিছু ক্লাব আছে যারা ক্রিকেট খেলে নিয়মিত কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে মাথা উচু করে দাড়াতে পারে নি।

ফ্রান্স কেন ক্রিকেট খেলে নাহ:

ফ্রান্স: আন্তর্জাতিক পর্যায়ে ফ্রান্সের বিশ্বব্যাপি জনপ্রিয় ফুটবল টিম থাকলেও বর্তমানে ক্রিকেট এর সেরকম কোনো টিম নেই।বিশ্বে যখন ক্রিকেট মাথা উচু করে দাড়ায় ঠিক সে সময় ইউরোপীয় উপনিবেশবাদের যুগ ছিল আর ফ্রান্সও ছিল ইংল্যান্ডের মতো উনিবেশবাদী রাষ্ট্র।সে কারণে ইংল্যান্ড আর ফ্রান্স ছিল পরস্পরের প্রতিদ্বন্ধী।আবার ফরাসিরাও ইংল্যান্ড এর সংস্কৃতিকে ঘৃণার চোখে দেখত।অপরদিকে ক্রিকেট ছিল ইংল্যান্ডের খেলা যার কারণে খেলাটি ফ্রান্সে জনপ্রিয় হয়ে উঠেনি।তবে আইসিসি চ্যাম্পিয়নশিপে ২০০১ সালে ফ্রান্স ক্রিকেট খেলায় অংশগ্রহণ করলেও ভালো কিছু করতে সক্ষম হয় নি।

রাশিয়া সহ যেসব দেশের ক্রিকেট টিম নে ই:

রাশিয়া: কিছুদিন আগেও রাশিয়ার জনগণ ক্রিকেট সম্পর্কে খুব একটা না জানলেও ২০১৭ সালে আইসিসির সহযোগী সদস্য দেশের মর্যাদা পায় রাশিয়া।সোভিয়েত ইউনিয়ন আমলে সমাজতান্ত্রিক রাষ্ট্র হওয়ার পূর্বে কিছু মানুষ ক্রিকেট খেললেও ১৯১৮ সালে তৎকালীন সরকার ক্রিকেটকে বুর্জোয়াদের খেলা বলে আখ্যায়িত করে নিষেধ করে রাশিয়ায়।

জার্মানী কেন ক্রিকেট খেলে নাহ

জার্মানী: ১৮৫০ সালে জার্মানি ক্রিকেট খেললেও হিটলারের একনায়কতন্ত্রের আমলে (১৯৩৭ সালে) ইংলিশ ক্রিকেটারদের সাথে জার্মানী ক্রিকেট খেলে।এরপর হিটলার ক্রিকেট খেলাকে জার্মানিতে নিষিদ্ধ করে।এরপর থেকে জার্মানিতে ক্রিকেট খেলা বন্ধ থাকলেও ২০০১ সালে আইসিসির চ্যাম্পিয়নশিপে অংশ নেয় জার্মানি।

ধন্যবাদ

www.learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *