রঙধনু

রঙধনু কী? – রঙধনু কেন বৃত্তাকার? – Rainbow

জানা অজানা

আমরা অনেকেই জানি এবং দেখেছি বৃষ্টির পরে আকাশে সাত রঙের খুব সুন্দর রংধনু দেখতে পাই।কিন্তু কি জন্য দেখতে পাই তা কি জানেন যদি না জানেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।চলুন জেনে নেই:

বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে চলুন প্রথমে জেনে নেই রংধনু কাকে বলে?

রংধনু কাকে বলে? – What is Rainbow

বৃষ্টির পরে বায়ুমন্ডলে অবস্থিত ছোট ছোট পানির কণায় সূর্য মামার আলোর প্রতিফলন ও প্রতিসরণে সূর্য মামার বিপরীত পাশে (সূর্য মামার পূর্ব আকাশে থাকলে পশ্চিম আকাশে) আমরা যে ধনুকাকৃতি সাত রঙের রেখা দেখতে পাই তাকে রংধনু বা রামধনু বা ইন্দ্রধনু বলে।

কেন রংধনু উঠে?

আমরা সূর্য্যে থেকে যে আলোক রশ্নি দেখতে পাই তা মূলত সাদা।কিন্তু এই সাদা রঙের মধ্যে ৭টি রঙ থাকে সে গুলো হলো বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল।

আমাদের সাইটি গুগল নিউজে ফলো করুন এতে প্রয়োজনীয় অনেক বিষয় জানতে পারবেন

সাদা রঙের একটি বিশেষ বৈশিষ্ট হলো যখন সাদা রঙটি প্রিজম ভেদ করে ঢুকে অন্য দিক দিয়ে বের হয় তখন সাদা রঙটি ৭টি (সাতটি) রঙে বিশ্লেষিত হয়।

আমরা জানি আকাশ বৃষ্টির পর একদম পরিষ্কার হয়ে তার সূন্দর্য দেখা দেয়।কিন্তু তখন বৃষ্টি না হলেও বায়ুমন্ডলে কিছু পানিকণা বাতাসে ভেসে বেড়ায়।সূর্যের আলো সেই পানি কণা ভেদ করে আসার সময় তা বেকে যায় (আমরা জানি আলো যখন হালকা মাধ্যম (বায়ু) থেকে ঘণ মাধ্যমে (পানিতে) প্রবেশ করে তখন তা দিক পরিবর্তন করে) এবং সূর্যের আলো সাতটি রঙে ভাগ হয়ে যায়।সেই সাতটি রঙ হচ্ছে বেনীআসহকলা (ব= বেগুনী, নী= নীল, আ= আসমানী, স=সবুজ, হ= হলুদ, ক= কমলা ও লা= লাল,)।এই রঙ গুলো একেকটা একেক কোণে বেঁকে যায় লাল রঙ এর রেখাটি বেঁকে যায় ৪২° কোণে আর আর বেগুণী রঙের আলোক রশ্ণি ৪২° কোণে বেকে যায়।বাকি ৫টি রঙ ৪০° – ৪২° বিভিন্ন কোণে বেকে যায় এবং ৭টি রঙ এক সাথে সারিবদ্ধ হয়ে ধনুকাকৃতিতে আমরা দেখতে পাই।এবং এই কারণেই রঙ গুলোকে আমরা একটি রির্দিষ্ট সময় একসাথে সারিবদ্ধ দেখি।

চলুন এক নজরে জেনে নেই কেন রঙধনু বৃত্তাকার।

কেন রঙধনু বৃত্তাকার দেখি?

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন রঙধনু বৃত্তাকার দেখি চর্তুভুজ, আয়তাকার, বর্গাকার বা সরলরেখায় দেখি না।আপনি জানলে অবাক হবেন যে এর পেছনে আমাদের চোখই দায়ী।কারণ যখন আমাদের চোখে বৃষ্টির ফোটা থেকে আসা বিভিন্ন রঙের আলোর রশ্নি চোখে পড়ে তখন ত্রিমাত্রিক জগতে চোখের চারদিকে একটি কোণ উৎপন্ন করে।আমাদের চোখের উপরি পৃষ্ঠ গোলাকার হওয়ায় রঙধনু গোলাকার দেখতে পাই।কিন্তু আপনি যদি উপরে কোথায় সূর্য মামা এবং রঙধনুর মাঝে অবস্থান করেন তাহলে আপনি রঙধনুর বৃত্ত দেখতে পারবেন।তবে পরীক্ষাটি করার জন্য অবশ্যই আপনাকে উপরে উঠতে হবে।

আমাদের শেষ কথা

রঙধনু নিয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন।রঙধনু নিয়ে বিস্তারিত জেনে কেমন লাগল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের জানতে সহযোগিতা করবেন।

ধন্যবাদ

www.learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *