সাইট যুক্ত করার উপায়

সম্মানিত পাঠক/পাঠিকা, আসসালামু আলাইকুম।আমাদের এই আর্টিকেলটি শুধুমাত্র ব্লগার বা এমন লোক যাদের ওয়েব সাইট আছে ওনাদের জন্য।

আমি আপনানাদের সাথে এই আর্টিকেল এর মাধ্যমে শেয়ার করব কীভাবে আপনি আপনার নতুন সাইটটিকে গুগল এর সাথে ভালো করে পরিচয় করিয়ে দিবেন।

গুগল নতুন পুরাতন সব সাইটটি তাদের জ্ঞান এর ভান্ডারে রাখে তবে ওয়েবসাইটটি থেকে ভালো কিছু পেতে হলে অবশ্যই সেবার আগে গুগল এর সাথে পরিচয় করাতে হবে।কারণ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইন্জিন হলো গুগল।

গুগল এর সাথে একটি সাইট পরিচয় করাতে গুগল সার্চ কনসোল – Google search console এ আপনার সাইটটি সংযুক্ত করতে হবে।আশাকরি গুগল সার্চ কনসোল কী আপনাদের বোঝা হয়ে গেছ।যদি তাই হয় তাহলে চলুন এখন জানি Google Search Console এর সুবিধা গুলো কী?

গুগল সার্চ কনসোল এর সুবিধা – Benefits of Google search console

একটি সাইট এর জন্য গুগল সার্চ কনসোল খুবই দরকারী কারন এর সাহায্যে আপনি আপনার সাইটের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন।চলুন গুগল সার্চ কনসোল এর সুবিধা গুলো জেনে নেই।

1.গুগল এর সাথে আপনার সাইটটিকে খুব ভালো সম্পর্ক করে গড়ে তুলা এব সেই জন্য আপনার সাইট এর সাইটম্যাপ যুক্ত করে রাখা।

2.আপনি দেখতে পাবেন আপনার সাইটে প্রতিদিন কত ট্রাফিক আসছে এবং গুগল সার্চ রেজাল্ট এর মাধ্যমে আপনার সাইটটিকে কতবার দেখানো (Impression) এবং কতগুলো ক্লিক (Click) পড়েছে।

3.আপনার সাইটটির গড়ে গুগলে কত নাম্বার অবস্থানে আছে(Average position)।

4.আপনার সাইটের মোট কতগুলো পোস্ট ইনডেক্স হয়েছে।এবং কোন পোস্টগুলো ইনডেক্স হয় নায় সেগুলোকে আবার ইনডেক্স এর জন্য আবেদন করতে পারবেন।

5.আপনার সাইটটি কোন কিওয়ার্ড (Keyword) এ কত গুলো ক্লিক পড়েছে সেটি দেখতে পাবেন।

6.এছাড়াও আপনি আপনার সাইট এর ক্লিক (Click) গড় অবস্থান (Average position) গুগলে কতবার আপনার পোস্টটি দেখানো হলো (Impression) বিস্তারিত জানতে পারবেন।

 

 

চলুন এই এখন জানি কীভাবে আপনার ব্লগার বা ওয়ার্ডপ্রেস সাইটটিকে Google search console এ যুক্ত করবেন।

ব্লগার সাইট গুগল সার্চ কনসোলে যুক্ত করার উপায় – How to add blogger site with google search console

আপনি আপনার ব্লগার সাইটকে দুই ভাবে গুগল সার্চ কনসোল এর সাথে যুক্ত করতে পারবেন সেই জন্য আপনার যে মেইল এর মধ্যে ব্লগার সাইটটি রয়েছে সেটি লগইন করে ব্লগার ডট কমে চলে যান অথবা এইখানে ক্লিক করুন এরপরে

Setting – Crawler and indexing – Google search console এ ক্লিক করুন।অথবা এইখানে ক্লিক করুন

এরপর নিচের চিত্র এর মতো একটি পেইজ আসবে:

Google search Console

 

এইখানে আপনি দেখতে পাচ্ছেন Domain & URL prefix যে কোনো একটিতে আপনার সাইট এর লিংক দিয়ে

পরবর্তী কাজ গুলো করে ফেলুন।যদি Domain দিয়ে করেন তাহলে আপনি ব্লগার সাইটের ডোমেইন এর নামটি দিয়ে “Verify” বাটনে চাপ দিলেই হয়ে যাবে।কিন্তু “URL Prefix” এ দিলে সেখান থেকে HTML Code কপি করে আপনার ব্লগার সাইটের Edit HTML অপশনে গিয়ে Head tag এর মধ্যে কোডটি বসিয়ে সেভ “Save” করে দিন।

ওয়ার্ড প্রেস সাইট গুগল সার্চ কনসোলে যুক্ত করার উপায় – How to add WordPress site with google search console:

ওয়ার্ড প্রেস (WordPress) গুগল সার্চ কনসোলে যু্ক্ত করার জন্য আপনি উপরের একই প্রক্রিয়া অনুসরণ করুন।

কীভাবে আপনার সাইটটিকে গুগল সার্চ কনসোলে যুক্ত করবেন তা এখন জানা হয়েছে মনে করি তাহলে আসুন এখন জানি গুগল সার্চ কনসোল কীভাবে ব্যাবহার করবেন।

গুগল সার্চ কনসোল এর সাথে পরিচিত – Introduce with Google search console:

গুগল সার্চ কনসোলে আপনার সাইটটি ভেরিফাই হওয়ার পর নিচের চিত্রটির মতো দেখতে পাবেন।

Google search Console 

 

1.এরপর এইখান থেকে বামপাশে একটু নিচে দেখুন সাইটম্যাপ নামে একটি অপশন আছে সেখানে গিয়ে আপনার ডোমেইন এর পর Sitemap.xml লিখে দিন।উদাহরণ স্বরূপ আমার সাইট এর সাইট ম্যাপটি দিলাম।যদি ঠিকভাবে সাইটম্যাপ সাবমিট হয় তাহলে এই রকম Success লেখা দেখাবে

Google search Console – Sitemap

 

2.এরপর Performance অপশন থেকে আপনার সাইট এর প্রতিদিন এবং সর্বমোট ক্লিক (Click) গড় অবস্থান (Average position) গুগলে কতবার আপনার পোস্টটি দেখানো হলো (Impression) সব দেখতে পারবেন।

 

3.আপনার সাইট এর পোস্ট গুলোকে ইনডেক্স এর জন্য Inspect any URL এর জায়গায় আপনার সাইট এর একটি একটি করে পোস্ট দিয়ে Enter এ চাপ দিলে দেখতে পারবেন পোস্টটি গুগলে ইনডেক্স হয়েছে কিনা না হলে আবার ইনডেক্স এর জন্য আবেদন করতে পারবেন।যদি আপনার পোস্টটি গুগলে ইনডেক্স হয় তাহলে বাম পাশের স্কিনশর্ট এর মতো আসবে আবার যদি ইনডেক্স না হয় তাহলে ডান পাশের স্কিনশর্ট এর মতো আসবে।এখান থেকে আপনি Request Indexing এ বাটনে চাপ দিন তাহলে পুনরায় ইনডেক্স এর জন্য আবেদন করতে পারবেন।

 

 

 

                      Google search Console – Index                                   Google search Console – Non Index

 

ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry