বর্তমানে আমরা একটি সিম নিয়ে জানার আগ্রহ অনেকের মাজেই লক্ষ করেছি।সেই সিমটি হচ্ছে গ্রামীণফোন এর স্কিটো সিম।
এই আর্টিকেলটি সাজানো হয়েছে স্কিটো সিম কী?এর সুবিধা অসুবিধা ও অফার এবং সিম এর দাম সহ সিমটি কোথায় পাবেন সেই সব বিষয় নিয়ে।চলুন জেনে নেই।বিস্তারিত:
Skitto (স্কিটো) সিম কী?
তরূণ প্রজন্মে জন্য গ্রামীণফোন এর ডিজুস সিম এর কথা আমরা সবাই জানি।কিন্তু এক পর্যায়ে সেটি বিলুপ্ত হয়ে বাজারে আসে Grameenphone এর আরেকটি সিম স্কিটো।
তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে আলাদা ভাবে সাজোনো হয়েছে গ্রামীণফোন এর এই সিম গুলোকে আর সেই কারণে নামটাও দেওয়া হয়েছে ভিন্ন।
আপনি সিম এর অফার গুলো পেতে এবং ব্যাবহার করতে অবশ্যই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন।
চলুন জেনে নেই স্কিটো সিম এর অফার সুবিধা অসুবিধা সহ বিস্তারিত।
স্কিটো সিম এর সুবিধা?
তরূণ প্রজন্মের এবং শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এই সিম এর অফার গুলোতেও রয়েছে বিশেষ সুবিধা।
1.অন্যান্য সিম এর তুলনায় এই সিম এর অফার (মিনিট প্যাক, ইন্টারনেট প্যাক, মেসেজ প্যাক) গুলো পাবেন আপনি সল্পমূল্যে।
2.জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক গ্রামীণফোন এর আওতাভুক্ত হওয়ায় আপনি নেট স্পিড থেকে শুরু করে সব কিছুতে শুধু লাভই লাভ।
Skitto (স্কিটো) সিম এর অসুবিধা?
Skitto সিম এর সুবিধা গুলোতো জানাই গেলো চলুন এখন জেনে নেওয়া যাক অসুবিধা গুলো।
1. এই সিম এর সবচেয়ে বড় সমস্যার মুখোমুখি হতে হয় লোড করতে গেলে কারন দোকানীরা এর বিষয়ে এত ভালো করে নাহ জানাই তারা রিচার্জ করতে সমস্যার সম্মুখীন হয়।কিন্তু আপনি চাইলে মোবাইল নেটওয়ার্ক (বিকাশ, রকেট দিয়ে রিচার্জ করতে পারবেন।)
2. এরপরের সমস্যাটি হলো এই সিম গুলো আপনি সব জায়গায় পাবেন নাহ মাঝে মাঝে আপনি রাস্তার পাশে সেলার দেখতে পাবেন তা না হলে কাস্টমার কেয়ার থেকে সংগ্রহ করতে হবে।
3. এই সিম গুলোর দামও একটু বেশি।(তারপরও আমি বলব ভালো)
Skitto সিম অফার?
নতুন স্কিটো সিমের সেরা সব অফার এক নজরে।
1.একটি নতুন Skitto সিম কিনে অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করলেই পাবেন ৩০ দিন মেয়দে প্রথম ৩ মাসে ১.৫ GB করে মোট ৪.৫ জিবি।
2. ১৫ দিনের মধ্যে যদি আপনি ফোরামে রেজিস্ট্রেশন করেন তাহলে আরও পাবেন ৭ দিন মেয়াদে ১ জিবি।
3. যেকোনো অপারেটরে ১০০ এসএমএস একদম ফ্রি।(মেয়াদ ৩০দিন)
4. প্রথম ৬ মাস ১৯ টাকায় ২ জিবি।(প্রতি মাসে ১ বার)
5. ৫১২ এমবি ইন্টারনেট একদম ফ্রি ৩০ দিন এর জন্য।
6. আরও থাকছে ১০ টাকা রিচার্জ
Skitto সিম অফার?
চলুন Skitto Sim এর ইন্টারনেট কল রেট ও এসএমএস অফার গুলো জেনে নেই।
স্কিটো সিম এর এসএমএস রেট:
সকল লোকাল নাম্বারে ০.৩৩ টাকা এবং ইন্টারন্যাশনাল নাম্বারে ৩.৩৩ টাকা।
স্কিটো সিম এর কল রেট:
Skitto সিম থেকে অন্য সকল নাম্বার, স্কি-টো টু স্কি_টো, স্কি টো টু গ্রামীণ সিমে ভ্যাট সহ ০.৮০ টাকা।
Skitto সিম এর ডাটা অফার:
স্কিটো সিম এর মোটামোটি অনেক ডাটা অফার রয়েছে তার মধ্যে কিছু হলো:
৪৯৮টাকায় ৭জিবি, মেয়াদ ৩০দিন
৮৯টাকায় ১.৫জিবি, মেয়াদ ৭দিন
৪৪টাকায় ৫০০এমবি, মেয়াদ ৭দিন
ধন্যবাদ