আগুন লাগলেই আমরা প্রথমে ভাবি পানি দেওয়ার কথা কিন্তু অবিশ্বাস্য হলেও এই কথাটি পুরোপুরি সত্য নয়।পানি দিয়েই সব আগুন নিভানো সম্বভ হয় না।এর একটি উত্তম উদাহরণ হলো সম্প্রতি ঘটে যাওয়া চট্টগ্রামের সীতাকুন্ডের আগুনের ভয়াবহতা।
এই আগুনের মূলে রয়েছিলো Hydrogen peroxide।বিশুদ্ধ অবস্থায় এটি একটি তরল।বিশেষঞ্জ দের বর্ণনা অনুযায়ী অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে।সাধারণ ভাবে এটিকে বলা যায় ব্লিচিং এজেন্ট।সরাসরি হাইড্রোজেন পার অক্সাইড এর ব্যাবহার বিপদজ্জনক।তাই নিরাপত্তার কারণে এর জলীয় দ্রবণ সব সময় পরিমান মত ব্যাবহার করা হয়।Hydrogen peroxide কোনো দাহ্য পদার্থ নয় তবে আগুন বা দাহ্য পদার্থের আশেপাশে রাখলে বিপজ্জনক পরিস্থিতি তৈরী করে বলে জানায় বিশেষ্ঞরা।
হাইডোজেন পারঅক্সাইড এর ব্যাবহার – How to Use Hydrogen peroxide
বাংলাদেশের অনেক কোম্পানি হাইডোজেন পারঅক্সাইড উৎপাদন করে।চলুন জেনে নেই হাইডোজেন পারঅক্সাইড এর ব্যাবহার
1. ইন্ডাষ্টিয়াল পর্যায়ে এর ব্যাবহার আছে।টেক্সটাইল ইন্ডাষ্ট্রি বিশেষ করে ডাইং ইন্ড্রাষ্টি ব্লিচিং এর কাজে ব্যাবহার করে।
2. অ্যাভিয়েশন ইন্ডাষ্টিতে এর প্রচুর ব্যাবহার লক্ষ করা যায়।
3. লেদার ইন্ডাষ্টিতেও এর ব্যাবহার হয় প্রচুর পরিমাণে।
4. ওয়াটার ট্রিটমেন্ট সহ বিভিন্ন ইন্ড্রাষ্টিয়াল কাজে ব্যাবহার করা হয়।
5. বাথরুম পরিষ্কার, কাপড় ধোয়া সহ নানা কাজে এর ব্যাবহার লক্ষণীয়।
কতটা ভয়ানক হাইড্রোজেন পার অক্সাইড
সঠিক মাত্রায় সঠিক তাপমাত্রায় এটি না রাখলে এর বিপদজনক হয় এটি।
হাইড্রোজেন পার অক্সাইডে পানির তুলনায় ৫০ ডিগ্রী বেশি স্ফুটনাঙ্গ আছে এই হাইড্রো জেন পা-র অক্সা ইড এর।সে কারণে বেশি তাপমাত্রায় হাইড্রোজেন পার অক্সাইড বেশ বিপজ্জনক হওয়ার সম্ভাবনা থাকে।
এর উচ্চ ঘনত্ব বেশ বিপজ্জনক।
হাইড্রোজেন পার অক্সাইড সহ এই রকম রাসায়নিক যেন চোখে আর ত্বকে না পড়ে সে দিকে সতর্ক থাকতে হবে।প্রয়োজনে অ্যাপ্রোন, সেফটি গগলস, হ্যান্ড গ্লাভস ব্যাবহার করতে হবে।আর আসলেও যত দ্রুত সম্ভব পরিষ্কার পানি ব্যাবহার করে ধুয়ে ফেলতে হবে।তা না হলে চোখে ও ত্বকে জ্বালাপোড়া লাল হওয়ার মত সমস্যা দেখা দিতে পারে।অতিরিক্ত মাত্রায় পড়ে গেলে অথবা সমস্যা অনুভব করলে চিকিৎসকের পরাসর্শ নিতে হবে।
শ্বাস প্রশ্বাস এর মাধ্যমে Hydrogen peroxide শরীরের ভিতরে প্রবেশ করলে মাথা ব্যাথা, নাক জ্বালা পোড়া করা বা বমিও হতে পারে।
হাইড্রোজেন পার অক্সাইড এর অতিরিক্ত মাত্রা ফুসফুস এর সমস্যার কারণ হতে পারে।
বিশেষ্ঞদের পরামর্শ মতে শীতল শুষ্ক ও সব সময় বাতাস প্রবেশ করে এমন জায়গায় রাখা উচিত।বিশেষ করে দাহ্য (সহজে আগুন দরে যায় এমন পদার্থ) পদার্থের আশেপাশে রাখা এটি বিপদজ্জনক।
পারিপার্শিক অনেক বিষয়ের উপর নির্ভর করে Hydrogen peroxide বিস্ফোরিত হবে কি না।এই হাইড্রোজেন পার অক্সাইড রাখার আলাদা পাত্র আছে সেখানে রাখতে হবে।সকল পাত্রে এটি সংরক্ষণ করা বা ব্যাবহার করা বিপদজ্জনক।রাসায়নিক সংরক্ষণের বৈশ্বিক নিয়ম “সেফটি ম্যাটারিয়ালস ডাটা শীট” অনুযায়ী এটি রাখতে হবে।
আগুন লাগলে তার আশেপাশে কোন অক্সিডাইজিং এজেন্ট থাকলে সেটা আগুনের মাত্রাকে আরও বাড়িয়ে দেয়।পর্যাপ্ত তাপ ও জ্বালানি পেলেই আগুনের তীব্রতা বাড়ে আর এ তীব্রতার ফলেই বিস্ফোরণ পর্যন্ত হতে পারে।পানির সংস্পর্শে এলেও বিস্ফোরক আচরণ করতে পারে এই Hydrogen peroxide।এই ধরণের আগুন ফগ অথবা ড্রায়ার দিয়ে নিভাতে হয়।
ধন্যবাদ