হ্যালো বন্ধুগণ, স্বাস্থ্য কথা সিরিজে এই পর্বে আপনাদের সাথে ব্যাখ্যা করতে চলেছি খুব দুর্দান্ত একটি বিষয়।যেই সমস্যাটিতে আপনারা জীবনে কোনো না কোনো পর্যায়ে একবার হলেও পরেছেন সমস্যাটি হলো অতিরিক্ত পানি ছুলে কেন আমাদের হাতের চামড়া কুচকে/ ফুলে যায়।চলুন মূল আলোচনায় যাওয়া যাক।
হাত কুচকে যায় কেন এটি কী কোন জটিল সমস্যা
আপনারা অনেকেই জানেন আমাদের দেহের চামড়া বেশ কয়েক স্তর দিয়ে গঠিত।এবং এই চামড়ার সর্বশেষ স্তবটির নাম হলো ইপিডারমিস (Epidermis) যে স্তর থেকে সেবাম নামে এক তৈলাক্ত পদার্থ নির্গত হয়।এই সেবাম নামে তৈলাক্ত পদার্থটি আমাদের দেহের সুরক্ষার জন্য এক ধরণের পর্দার মতো তৈরী করে রাখে।আপনি লক্ষ করলে দেখতে পাবেন আমরা যখন কোনো মসৃণ তল স্পর্ষ করি (যেমন স্বচ্ছ কাচ) তখন আমাদের হাত ধোয়া পরিষ্কার থাকলেও আমরা আমাদের হাতের একটি ছাপ স্পর্ষ করা স্থানে লক্ষ করি এবং এটি মূলত হয়ে থাকে এই সেবাম নামে তৈলাক্ত পদার্থের জন্য।সেজন্য যখন আমরা পানি ছুঁই তখন এই সেবাম এর কারণে পানি আমাদের হাতের ভিতরে প্রবেশ করতে পারে না।
কিন্তু যখন আমরা কাপড় ধোই অখবা দীর্ঘসময় পানি স্পর্ষ করি তখন আমাদের হাতের এই তৈলাক্ত পদার্থ সেবাম ক্ষতিগ্রস্ত হয়ে এক পর্যায়ে পানি আমাদের দেহের ভিতরে প্রবেশ করে।এবং ইপিডামিস (Epidermis) এর ভিতরের স্তর ডারমিসে প্রবেশ করে।তথন ডারমিস (Dermis) ও ইপিডারমিসের (Epidermis) মধ্যকার বন্ধন থাকে না।যেসব স্থানে ডারমিস (Dermis) ও ইপিডারমিসে (Epidermis) মধ্যকার বন্ধন থাকে না সেসব স্থান ফুলে যায় এবং যেসব স্থানে ডারমিস ও এপিডারমিসের মধ্যকার বন্ধন থাকে সে স্থান গুলো ফুলে নাহ আগের মত থাকে।তাই আমারা বাইরে থেকে দেখলে মনে করি আমাদের চামড়া ফুলে গেছে।
আবার হাত কুচকে যাওয়ারও কিছু সুবিধা রয়েছে
হাত কুচকে যাওয়ার সুবিধা
হাত কুচকে যাওয়ার সুবিধা গুলো হলো:
সাধারণ হাত থেকে কুচকে যাওয়া হাত দিয়ে কোনো কিছু শক্ত ভাবে ধরতে পারে।বিঞ্জানীরা মনে করেন আমাদের পূর্ব পুরূষেরা ভিজা স্থানে হাটার সময় পা কুচকে গেলে খাবার সংগ্রহের ক্ষেত্রে সেটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
একটি গবেষণায় দেখা গেছে একটি তৈলাক্ত মার্বেল সাধারণ হাত দিয়ে তুলতে যেই সমস্যার মুখোমুখি হতে হয় কুচকে যাওয়া হাত দিয়ে এত সমস্যা সৃষ্টি হয় না।
এই বিষয়ে আরও কিছু প্রশ্ন ও উত্তরঃ
প্রশ্নঃ মানবদেহে চামড়ার কয়টি স্তর থাকে?
উত্তরঃ মানবদেহে চামড়ার ৩টি (তিনটি) স্তর থাকে।
প্রশ্নঃ মানবদেহে চামড়ার স্তর গুলো কী কী?
উত্তরঃ মানবদেহে চামড়ার ৩টি (তিনটি) স্তরের ত্বক দিয়ে তৈরী তা হলো: ১) ইপিডার্মিস স্তর ২) ডার্মিস স্তর এবং ৩) হাইপোডার্মিস স্তর।
প্রশ্নঃ মানবদেহে চামড়ার বাইরের স্তর এর নাম কী?
উত্তরঃ মানবদেহে চামড়ার বাইরের স্তর এর নাম হলো এপিডার্মিস স্তর।
প্রশ্নঃ মানবদেহে চামড়ার মধ্যের স্তর এর নাম কী?
উত্তরঃ মানবদেহে চামড়ার মধ্যের স্তর এর নাম হলো ডার্মিস স্তর।
প্রশ্নঃ মানবদেহে চামড়ার সবচেয়ে নিচের স্তর এর নাম কী?
উত্তরঃ মানবদেহে চামড়ার সবচেয়ে নিচের স্তর এর নাম হাইপোডার্মিস স্তর।
আমাদের শেষ কথা
মেডিকেল সাইন্স সিরিজ এর এই পর্বে অতিরিক্ত পানি ছুলে আমাদের হাত কুচকে যায় কেন তা জানতে পেরে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং শেয়ার করে বন্ধুদের জানতে সহযোগিতা করবেন।এই রকম আরও বিভিন্ন বিষয় জানতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।
ধন্যবাদ