স্মার্টফোন এখন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি বস্তুতে পরিণত হয়েছে এটি আমাদের জীবনে সবারই কম বেশি ব্যাবহার করতে ভালো লাগে
আর সেই ভালো লাগাকে কেন্দ্র করে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ও মোবাইল অ্যাপ নির্মাতারা এটি আরও উন্নত করে যাচ্ছে।যদিও মোবাইল ফোন ব্যাবহার আমাদের জন্য ক্ষতিকর (বিস্তারিত এইখানে)।আমরাও কিছু বুজে না বুঝে অ্যাপ গুলোকে আপডেট করি।কিন্তু স্মার্টফোন এর অ্যাপ আপডেট কি ক্ষতিকর ফোনের জন্য ?
এই আর্টিকের এর মাধ্যমে আপনারা জানতে পারবেন স্মার্টফোন এর সফটওয়্যার আপডেট করা কি ফোনের জন্য ক্ষতিকর নাকি উপকারি।
একটি অ্যাপ যেমন ধরেন বিকাশ কয়েকদিন পর পর দেখবেন আপডেট দিতে বলে এবং প্রতিবার আপডেট এর ফলে দেখবেন আমরা নতুন কিছু ফিচার ঐ অ্যাপে দেখতে পায়।
একটি অ্যাপ আপডেট দেওয়ার পর অ্যাপটি যেমন ধরেন আমাদের নতুন কিছু দেয় তেমনি আমাদের ফোনের জন্য ক্ষতিকর হয় কারন একটি অ্যাপ আপডেট দিলে সেই অ্যাপটি আরও শক্তিশালী হয় ভারী হয় যার কারণে আমাদের ফোনটি হ্যাংক করে বা স্লো করে।
এন্ড্রয়েড অ্যাপ আপডেটে সতর্কতা ও এর ক্ষতিকর দিক:
আগেই বলেছি একটি এ্যাপ আপডেট করলে সেটি আরও শক্তিশালী ও ভারী হয় কিন্তু সেই সাপেক্ষে আপনার আমার ফোনটি কিন্তু আপডেট হয় নাহ বরং আমাদের ফোনটি আগের মতোই খেকে যায় সেটির যন্ত্রপাতি কিন্তু আাপডেট করা যায় নাহ।যেমন ধরেন আপনি Samsung এর একটি ফোন ব্যাবহার করছেন আর ফোনে একটি অ্যাপ যেমন ধরেন Daraz ব্যাবহার করছেন এখন যদি Daraz app update এর প্রয়োজন হয় তাহলে তারা কিন্তু ঠিকই আপডেট করবে আপনার ফোনের Ram, Processor, Rom এর উপর নির্ভর করে আপডেট করবে নাহ বরং তাদের প্রয়োজন মতো অ্যাপটি আপডেট করবে ডিজাইন করবে ফিচার যোগ করবে কিন্তু এই আপডেট করাতে যদি আপনার ফোন এর সমস্যা হয় তাহলে তারা এটি দেখবে না।
হ্যাঁ, এখন আপনার মনের প্রশ্ন জাগতে পারে তাহলে কি আমি এ্যাপ আপডেট করবো না।হ্যা অবশ্যই আপনি আপডেট করবেন তবে কিছু দিক মাথায় রেখে একটি অ্যাপ আপডেট করবেন।
অ্যাপ আপডেট করার পূর্ব সতর্কতা:
একটি অ্যাপ Update করার আগে অবশ্যই দেখে নিবেন সেটি কি আপনার জন্য দরকার নাকি যদি দেখেন এই অ্যাপটি অপডেটে অনেক কিছু আসছে এবং সেই আপডেট গুলো আপনার জন্য খুবই দরকার তাহলে আপনি এপটি আপডেট করুন আর দুই একটি অ্যাপ আপডেট করা ক্ষতি নয়।আর যদি আপনার ফোনটি ভালো দামি হয় র্যাম প্রসেসর চিপসেট ভালো থাকে তাহলে আপনি আপডেট এর সময় এতও ভাবতে হবে না।
শেষ কথা
যদি আপনার বিশেষ প্রয়োজন না হয় তাহলে কখনো আপনার এর Application আপডেট করবেন নাহ।এতে করে আপনার ফোনের আয়ু বাড়বে Performance ভালো পাবেন।আর যদি আপনার ফোনটির কোয়ালিটি ভালো হয় তাহলে খুব একটা সমস্যা নেয় তারপর আমি বলব অ্যাপ অপডেট না করতে।
ধন্যবাদ