কম্পিউটার এর সাহায্যে বর্তমান সময়ে এমন কোন কাজ নেই যেইটা কম্পিউটার দিয়ে করা যায় না। বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডিভাইসে পরিণত হয়েছে এই কম্পিউটার। আপনিও হয়তো কম্পিউটার দিয়েই আমার এই আর্টিকেল টি পড়তেছেন আবার কম্পিউটার এর হায্যে কেনাকাটা থেকে শুরু করে ফ্রিল্যান্সিং, অফিসের কাজ গেম খেলা, ব্যাংক এর কাজ ও আমরা এই কম্পিউটার দিয়ে করে থাকি।তাই আজ আপনাদের সাথে কম্পিউটার এর একটি সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি।
আজ আপনাদের সাথে শেয়ার করব কীভাবে
কম্পিউটার নিজে থেকে বন্ধ হয়ে যায়:
আজকে আপনাদের সাথে শেয়ার করব কম্পিউটার এর অটো রিস্টার্ট সমস্যা নিয়ে।এই সমস্যাটি সাধারণত দুটি কারণে হয়ে থাকে হার্ডওয়্যার জনিত সমস্যার কারণে।আমরা আগে জানি হার্ডওয়ার কী?
হার্ডওয়ার কী? – What is hardware?
কম্পিউটারে যে সকল যন্ত্রাংশ ব্যবহার করা হয় সেগুলোকে হার্ডওয়ার বলে অথবা আমরা কম্পিউটারের যেসব যন্ত্রগুলোকে চোখে দেখতে পায় ছুতে পারি সেগুলো হলো হার্ডওয়ার।যেমন র্যাম, প্রসেসর, মাদারবোর্ড ইত্যাদি।
সফটওয়্যার কি? – What is software?
হার্ডওয়ারকে পরিচালনার জন্য আমরা যে প্রোগ্রাম ব্যবহার করে থাকি তাকে সফটওয়্যার বলে।আমরা সফটওয়্যার কে কখনো ছুতে পারি না কিন্তু হার্ডওয়ার এর কার্য পরিচালনার কাজে এই সফটওয়্যার এর ভূমিকা অপরিসীম।কোনটা ছাড়া কোনটাই চলবে না।
হার্ডওয়্যার জনিত সমস্যাঃ – Hardware problem
এ সমস্যাটি মূলত হয় আপনার পাওয়ার সাপ্লাই, প্রসেসর এবং কুলিং ফ্যানের কারণে ও মাদারবোর্ডের সমস্যা থাকলেও এমন সমস্যা হয়ে থাকে।এমন ওভার হিটিং এর কারণেও এমন সমস্যা হয়।আর কম্পিউটার নিজ থেকে বন্ধ হওয়ার জন্য মূলত নিচের সমস্যা গুলোই দায়ী।

পাওয়ার সাপ্লাই সমস্যার সমাধান: – Fix Power supply problem
আপনি প্রথমে যে কাজটি করবেন তা হচ্ছে আপনার পাওয়ার কেবল টি খুলে ফেলুন তারপর আবার ভালো করে পরিষ্কার করে লাগান অনেক সময় পাওয়ার ক্যাবলটি সঠিক ভাবে না লাগার কারণে এই সমস্যাটি হয় কারণ যখন পাওয়ার সাপ্লাই এর ভিতর কুলিং ফ্যানটি ঘুরে তখন আপনার কম্পিউটার এর পুরো পাওয়ার সাপ্লাইটি নড়াচড়া করে এবং কেবলটিতে কম্পন সৃষ্টি হয় এবং এক সময় কম্পিউটারটি অটো রিস্টার্ট হয়ে যায়।কেবলটি পাওয়ার সাপ্লাই এর সাথে সঠিকভাবে না লাগার কারণে এই সমস্যা হতে পারে।তাই পাওয়ার কেবল টি পরিবর্তন করে দেখতে পারেন।
কুলিং ফ্যান এর সমস্যার সমাধান: – Fix Cooling fan problem
আপনার পিসির প্রসেসর এর কুলিং ফ্যান কারণে এ সমস্যা দেখা দেয় অনেক সময়।যদি কুলিং ফ্যানটি চারটি পিন দিয়ে ভালো করে লাগানো না থাকে তাহলে ফ্যানটি ঘুরার সময় কিছুটা কম্পনের সৃষ্টি করে এবং এর ফলে প্রসেসরটি নাড়া চাড়া করে এবং কম্পিউটার রিস্টার্ট হয়ে যায় তাই কুলিং ফ্যানটা সঠিকভাবে শক্ত করে সেট করুন তার জায়গায়।তারপর নাড়াচাড়া করে দেথে নিন শক্ত করে ফ্যান বসেছে কিনা। লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন কুলিং ফ্যান এর পেস্টটি কি শুকিয়ে গেছে কিনা যদি শুকিয়ে যায় তাহলে আবার লাগিয়ে নিন।কারণ প্রসেসর ওভার হিটিং এর কারণে কম্পিউটার নিজে থেকে বন্ধ হয়ে যায়।
আর এই পেস্ট যদি শুকিয়ে যায় তাহলে প্রসেসর আর ঠান্ডা থাকে নাহ গরম হয়ে যায়।
তারপরও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনি আপনার পুরো কম্পিউটারটি সমস্ত কেবল খুলে ফেলুন যতটুকু আপনি খুলতে পারেন পুরোটা খুলে ফেলুন তারপর ভালো করে মুছে আবার শক্ত করে পুরো কম্পিউটারটি সঠিকভাবে সেটাপ করুন আশাকরি সমস্যা থেকে মুক্তি পাবেন।
এরপরও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে ভালো একটি সার্ভিস সেন্টারে আপনার কম্পিটারটিকে দেখান কারন মাদারবোর্ড থেকে যদি সমস্যা হয় তাহলে মাদারবোর্ড পরিবর্তন করতে হবে।
আমাদের শেষ কথা
আশা করি কম্পিইটার অটো রিস্টার্ট সমস্যা থেকে আপনাদের মুক্তি দিতে পারছি এই রকম আরো সমস্যা এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের সাইটটি ঘুরে দেথতে পারেন।পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।