Learning Diagram

লোকাল গাইড কী ও বিস্তারিত – google local guide

google local guide

google local guide

বন্ধুগণ আসসালামু আলাইকুম, এই পর্বে আপনাদের সাথে ব্যাখ্যা করব লোকাল গাইড নিয়ে।লোকাল গাইড সম্পর্কে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই পর্বে দিব।প্রয়োজনীয় আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি (লার্নিং ডায়াগ্রাম ডট কম) নিয়মিত ভিজিট করুন।

গুগল এর প্রায় প্রতিটি সার্ভিসই জনপ্রিয়।গুগল এর একটি অন্যতম জনপ্রিয় সার্ভিস হচ্ছে গুগল ম্যাপ।যেখানে আপনি আপনার শহরের অথবা অন্য কোনো অপরিচিত শহরের এর খুব সুন্দর ভাবে কোথায় কী আছে না আছে তা ঘরে বসেই আমরা দেখতে পারি।সেই সাথে আমরা কোনো অপরিচিত জায়গায় গেলে অথবা যাওয়ার জন্য দিক নির্দেশনা গুগল ম্যাপ থেকে নিয়ে থাকি।এত সব কিছু গুগলে কে যুক্ত করল।হ্যাঁ, গুগল এই সবকিছু যুক্ত করার জন্য আমাদের আপনাদের মত সাধারণ মানুষের সাহায্যে নিয়ে খাকে।যারা গুগলকে এই গুলোতে সাহায্যে করে তাদেরকে লোকাল গাইড বলে।

আশা করি কাদের লোকাল গাইড বলে লোকাল গাইড কী সেই সম্পর্কে আপনাদের ধারণা দিতে পারছি।আরও ভালো করে বুজার জন্য এবং এর সুবিধা অসুবিধা জানার জন্য পড়তে খাকুন।অনলাইন ইনকাম এর বিভিন্ন ট্রিপস ট্রিকস পেতে ও জানা ওজানা সকল বিষয় জানতে লার্নিং ডায়াগ্রাম ডট কম নিয়মিত ভিজিট করুন (learningdiagram.com)

লোকাল গাইড কী? কাদের লোকাল গাইড বলে? google local guide

আগের কালে কোনো ট্যুরিস্ট কোথাও ঘুরতে আসলে তারা আগে সেখানের এমন কাওকে সন্ধান করতো যারা সেই এলাকার প্রতিটা জায়গা সম্পর্কে খুব ভালো ধারণা রাখে।এবং পরবর্তীতে তাদের সাথে একটি চুক্তি করত কিন্তু বর্তমানে যুগের সাথে আমরা সব কিছুই হাতের মুঠোয় পেতে বেশি স্বাচ্ছন্দবোদ করি।আর গুগল এর নতুন সার্ভিস গুগল ম্যাপ সেই সুযোগটাই দিয়েছে।গুগল ম্যাপ এর কারণে এখন আর কোনো ট্যুরিস্ট এর লোকাল গাইড নিতে হয় না।এই গুগল ম্যাপই লোকাল গাইড এর সমস্ত কাজ সম্পূর্ণ করে এবং যেকোনো জায়গা সম্পর্কে খুব ভালো ধারণা দিয়ে থাকে।যেকোনো হোটেল রেস্তুরার ভালো খারাপ দিক তুলে ধরে।আর সেজন্য গুগল ম্যাপ এর লোকার গাইড থাকে।এবং গুগল ম্যাপ এর লোকাল গাইড যে কেও চাইলেই হতে পারে।

লোকাল গাইড কীভাবে হবেন তা জানার আগে জানতে হবে কেন আমরা লোকাল গাইড হব।

লোকাল গাইড সুবিধা কী কী? কেন লোকাল গাইড হব? google local guide

গুগল এর লোকাল গাইড কমিউনিটি বর্তমানে খুবই সম্মানিত একটি কমিউনিটি।এই কমিউনিটিকে স্বেচ্ছাসেবক কমিউনিটি বলতে পারেন।আপনি যদি লোকাল গাইড কমিউনিটিতে যোগ দেন এবং গুগল ম্যাপকে গড়ে তুলতে সাহায্য করেন তাহলে তার বিনিময়ে আপনাকে গুগল থেকে কিছু রিওয়ার্ড /পয়েন্ট দেওয়া হবে।এবং সেই পয়েন্ট এর বিভিন্ন লেবেল অনুযায়ী আপনাকে পুরষ্কৃত করা হবে।সেই পুরষ্কার গুলো হলো এমন আপনাকে গুগল এর বিভিন্ন প্রিমিয়াম ভার্সন ফ্রিতে ব্যাবহার করতে দিবে আবার অনেক সময় আপনাকে বিভিন্ন বাস লন্জ এর টিকিট দেওয়া হবে ডিসকাউন্টয়ে অথবা ফ্রিতে।গুগল প্রতিবছর লোকাল গাইডদের নিয়ে একটি মিট আপ এর আয়োজন করে ক্যালিফোর্নিয়াতে, সেখানে বাংলাদেশ থেকেও গুগল ২/৩ জনকে ফ্রিতে যওয়ার সুযোগ দেই।

এছাড়াও অন্যান্য সুবিধা গুলো হচ্ছে

মিটআপ:

গুগল এর লোকাল গাইড এর মেম্বারগণ প্রায়ই বিভিন্ন জায়গায় মিটআপ এর আয়োজন করে।সেখানে অংশগ্রহণ করে আপনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো খাওয়া দাওয়া এবং আপনি বিভিন্ন জায়গার মানুষদের সাথে আপনি পরিচিত হতে পারবেন। এই কাজটা হচ্ছে পরউপকারী কাজ।একটা ভলান্টিয়ার ভাব আছে এই কাজটা করে আপনি আত্বতৃপ্তি পাবেন।

লেবেল ও ব্যাচ /অ্যাওয়ার্ড

গুগল আপনাকে আপনার পয়েন্ট অনুযায়ী বিভিন্ন ব্যাচ দেবে এবং এই ব্যাচ এর উপর ভিত্তি করে আপনি গুগল থেকে পুরষ্কৃত হবেন।কী কী পুরষ্কার আপনি পাবেন তা আশা করি বুজতে পারছেন।

লোকাল গাইড হিসেবে আমরা কী কী কাজ করতে পারব?

লোকাল গাইডদের তেমন কোনো আহামরি কাজ করতে হয় না।সাধারণত নিস্নোক্ত কিছু সহজ সহজ কাজ করতে হয় লোকাল গাইডদের।

জায়গা যুক্ত করা:

যদি আপনি কোনো নতুন জায়গায় ঘুরতে যান এবং সেই জায়গাটি যদি দেখেন গুগল ম্যাপে নেই তাহলে আপনি চাইলে তা যুক্ত করতে পারবেন এবং রিওয়ার্ড নিতে পারবেন।সেই সাথে যদি সেখানে কোনো জনপ্রিয়/ দর্শনীয় স্থান থাকে সেই জায়গাটা যুক্ত করে আপনি রিওয়ার্ড নিতে পারছেন।

রিভিউ:

আপনি চাইলে কোনো জায়গায় বেড়াতে গিয়ে অথবা একটি জায়গা সম্পর্কে খুব ভালো ধারণা আছে তাহলে সেই সম্পর্কে আপনি রিভিউ দিতে পারবেন।ভালো খারাপ ধারণা দিতে পারবেন যাতে পরবর্তীতে অন্য কেউ আসতে চাইলে তাদের উপকার হয়।

রেটিং:

আপনার যদি কোনো জায়গায় বেড়াতে গিয়ে অথবা বেড়ানোর পরে জায়গাটি ভালো লাগে তাহলে ১ থেকে ৫ মধ্যে রেটিং দিতে পারবেন যেমনটা গুগল প্লে-সোস্টরের বিভিন্ন অ্যাপে দিয়ে থাকেন।

ছবি ও ভিডিও:

আপনি কোনো জায়গার ছবি অথবা ভিডিও আপলোড করতে পাবেন সেই সাথে কতজন মানুষ আপনার ছবি দেখতাছে লাইক করছে তা জানতে ও দেখতে পারবেন।

উত্তর:

আপনি যদি লোকাল গাইড হন আর কোথাও যান তাহলে গুগল ম্যাপ নিজ থেকে আপনাকে কিছু প্রশ্নো করবে যেই গুলোর উত্তন আপনি Yes/no মাধ্যমে দিতে পারবেন।তাছাড়া গুগল ম্যাপে এখন যে কেউ প্রশ্ন করতে পারে, সেই প্রম্নের উত্তর আপনি লোকাল গাইড হিসেবে দিতে পারবেন যদি জানেন আপনাকে বাধ্য করা হবে না।

ইডিট:

এছাড়াও আপনি যদি দেখেন কেউ ভুল কোনো জায়গা ম্যাপে যুক্ত করেছে তাহলে আপনি সেই জায়গা ঠিক করে দিতে পারবেন।

জায়গা সঠিকিকরণ:

লোকাল গাইড জায়গা সঠিক ভাবে সেট করার পর সেটাতো গুগল ম্যাপ আইসা দেখবে না সঠিব তথ্য দিল কিনা তাই অন্যান্য লোকাল গাইড Yes/no মাধ্যমে জানাতে পারবে সঠিক কিনা ভুল।

লোকাল ম্যাপ গাইড এর জন্য আবেদন করুন

এই পর্বে আপনারা জানতে পারবেন কীভাবে লোকাল গাইড কমিউনিটিতে অংশগ্রহণ করবেন।

মনে রাখবেন গুগল এর লোকাল গাইড কমিউনিটিতে অংশগ্রহণ এর জন্য আপনার বয়স 18+ হতে হবে।

ডেস্কটপ থেকে আবেদন করুন:

সেজন্য আপনি প্রথমে আপনার গুগল অ্যাকাউন্টটি (জি-মেইল) লগ ইন করুন তারপর আপনি এই লিংকে চলে যান।https://maps.google.com/localguides/ এরপর (Get started) বাটনে ক্লিক আপনার শহরের জায়গায় শহর যুক্ত করে টার্মস অ্যান্ড সার্ভিসে ক্লিক করে আপনি লোকাল গাইড কমিউনিটিতে অংশগ্রহণ করতে পারেন।

স্মার্টফোন থেকে আবেদন করুন:

মোবাইল দিয়ে যুক্ত হওয়ার জন্য জি-মেইল দিয়ে সাইন আপ করার পর You contribution অপশন থেকে জয়েন অপশনে প্রেস করে আপনার শহর সিলেক্ট করলেই আপনি লোকাল গাইড কমিউনিটিতে যুক্ত হয়ে যাবেন

google local guide কমিউনিটিতে জয়েন হওয়ার পর যে বিষয় গুলো মাথায় রাখবেন

যেহেতু এটা একটি স্বেচ্ছাসেবক পেশা সেজন্য আপনি অবশ্যই ম্যাপটিকে এমন ভাবে গড়ার চেষ্টা করুন যাতে অন্যের উপকারে আসে।আপনি যদি নিজের বাসার ছবি, নিজের রুমের ছবি, নিজের সেলফি আপলোড করেন তাহলেতো আর অন্যের উপকারে আসবে না, তাই সবসময় সত্যে ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করুন। সেজন্য লোকাল গাইড কমিউনিটির Privacy policy, terms and condition গুলো পরে নিবেন।

 

আমাদের শেষ কথা

আশা করি আমাদের কী কেন কীভাবে সিরিজের এই পর্বে আপনাদের গুগল এর লোকাল গাইড সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পেরেছি।এরকম আরও তথ্য আমাদের (লার্নিং ডায়াগ্রাম ডট কম) এর সাথে থাকুন।এবং শেয়ার করে বন্ধুদের জানতে সাহায্য করুন।

ধন্যবাদ

 

www.learningdiagram.com

Exit mobile version