Google map

গুগল ম্যাপ কী? ও এর ইতিহাস – Google Map

জানা অজানা
বন্ধুগণ আসসালামু আলাইকুম আমাদের এই পর্বে আপনাদের সাথে ব্যাখ্যা করব গুগল ম্যাপ নিয়ে।গুগল ম্যাপ সম্পর্কে প্রশ্নের উত্তর দিব এই পর্বে।প্রয়োজনীয় আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি (লার্নিং ডায়াগ্রাম ডট কম) নিয়মিত ভিজিট করুন।

ইন্টারনেট আবিষ্কার হওয়ার ফলে আমাদের জীবন কতটা উন্নত হয়েছে তা আমরা প্রতিনিয়ত বুজে যাচ্ছি।ইন্টারনেট এর ফলে আমরা ঘরে বসেই কেনাকাটা থেকে শুরু করে ইনকাম করতে পারছি খুব সহজে।আপনি যাতে দূরে কোথাও গিয়ে হারিয়ে না যান সেজন্য রয়েছে গুগল ম্যাপ।আজকে আপনাদের সাথে শেয়ার করব গুগল ম্যাপ সম্পর্কে।

ইন্টারনেট এই যুগে আমাদের জীবন সহজ থেকে সহজতর করার পিছনে গুগল ম্যাপ এর অবদান আপনি ফেলে দিতে পারবেন না কারণ Google Map এর কারণে থুব সহজে ঘুরে আসতে পারবেন অপরিচিত যেকোনো জায়গা থেকে।যেখানে আপনার হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই।

গুগল ম্যাপ কী? What is google map?

গুগল ম্যাপ হলো একটি বিশ্বব্যাপী ওয়েব মানচিত্রায়ন সেবা।যেখানে বিশ্বের সব দেশের প্রতিটা জায়গার নিখুঁত নকশা রয়েছে।

Google এর অন্যান্য প্রোডাক্ট গুগল ড্রাইভ, গুগল প্লে স্টোর এর মতো গুগল ম্যাপ গুগল এর একটি অংশ।গুগল ম্যাপ এর সাহায্যে আপনি অপরিচিত একটি জায়গা খুব সহজে খুজে বের করতে পারেন এবং সেখানে যাওয়ার দিক নির্দেশনাও পাবেন।

 

গুগল ম্যাপ কবে এবং কে প্রতিষ্ঠা করে?

যুক্তরাষ্টের কম্পিউটার বিঞ্জানী লার্স ইলস্ট্রপ রাসমুসেন ও সফটওয়্যার ইন্জিনিযার জেনস ইলস্ট্রপ রাসমুসেন ২০০৪ সালে c++ প্রোগ্রাম তৈরী করেন গুগল ম্যাপ এর শুরুটা মূলত এখান থেকেই।বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইন্জিন গুগল যেটি পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি ২০০৫ সালে গুগল ম্যাপ হিসেবে লন্স করে শুধু মার্কিন যুক্তরাষ্টে। তবে বর্তমানে যে সুবিদা গুলো আমরা গুগল ম্যাপে পাই শুরুতে এত সব সুবিধা ছিলো না।চলুন এক নজরে দেখে নেই কীভাবে পূর্বের সাদা মাঠা গুগল ম্যাপ আজকের এত শক্তিশালী ম্যাপে পরিণিত হলো তা জেনে নেই।

 

গুগল ম্যাপ এর আপডেট ইতিহাস : History of Google map

চলুন এক নজরে দেখে নেই বিভিন্ন সালে গুগল ম্যাপ এর আপডেট ইতিহাস

২০০৫ সালের গুগল ম্যাপ:

গুগল ম্যাপ ২০০৫ সালে প্রথমে মার্কিন যুক্তরাষ্টের বাজারে প্রকাশ পায়।যেটি বর্তমানে ২০০ টিরও বেশী দেশ কভার করছে।

২০০৬ সালের গুগল ম্যাপ:

গুগল ম্যাপে প্রথম স্টিট ভিউ অপশনটি যুক্ত করা হয় ২০০৬ সালে।

২০০৭ সালের গুগল ম্যাপ:

গুগল ম্যাপে “My Location” সহ মোবাইল ভার্সন যুক্ত হয় এবং অ্যাপেল এর স্মার্টফোনে গুগল ম্যাপ যুক্ত করে অ্যাপেল।

২০০৮ সালের গুগল ম্যাপ:

গুগল ম্যাপ এর অ্যান্ডয়েড ভার্সন বাজারে প্রকাশ ২০০৮ সালে।

২০১১ সালের গুগল ম্যাপ:

গুগল ম্যাপে ম্যাপ মেকার অপশনটি যুক্ত হলেও পরবর্তিতে বন্ধ হয়ে যায়।অপশনটি এই কারণে যুক্ত হয়েছিল যাতে ব্যাবহারকরীগণ সবাই নিজের ইচ্ছে মতো ম্যাপ যুক্ত করতে পারে।

২০১২ সালের গুগল ম্যাপ:

অ্যাপেল ২০১২ সালে তাদের আইফোন থেকে গুগল ম্যাপটি সরালেও অ্যাপ স্টোরে রেখে দেই যাতে ইচ্ছেমতো ডাউনলোড করে ব্যাবহার করতে পারে ব্যাবহারকারীরা।

২০১৫ সালের গুগল ম্যাপ:

গুগল ম্যাপ ২০১৫ সালে ম্যাপমেকার অপশনটি বন্ধ করলে একই বছরের ১৪ আগষ্ট বাংলাদেশ ভারত এর জন্য পুনরায় চালু হয়।সেই সাথে চালু করা হয় গুগল ম্যাপ এর লোকাল গাইড প্রোগ্রাম।

২০১৬ সালের গুগল ম্যাপ:

গুগল ম্যাপ ২০১৬ সালে তাদের স্যাটালাইট ভিউকে ৭০০ ট্রিলিয়ন পিক্সেলে পরিনত করে।

২০১৯সালের গুগল ম্যাপ:

গুগল ম্যাপ ২০১৯ সালে স্টিট ম্যাপ ও স্টিট ক্যামেরা যুক্ত করে।

২০২০সালের গুগল ম্যাপ:

গুগল ম্যাপ এর ১৫ তম জন্মদিনে লোগোটি নতুন করে ডিজাইন করে সেই সাথে কভিড-১৯ লেয়ার যুক্ত করে যেখানে প্রতি ১ সপ্তাহের গড় মৃত্যু ও প্রতি এক লক্ষ জন এর মধ্যেই কত সংক্রামিত তার হিসাব দেওয়া হয়।

গুগল ম্যাপ এর ব্যাবহারকারী সংখ্যা? Google map user

গুগল ম্যাপ আনুষ্ঠানিক ভাবে ২০০৫ সালে যুক্তরাষ্টে প্রকাশ পেলেও এখন এটি ২৪০ টিরও বেশি অঞ্চলে ব্যাবহ্রত হচ্ছে।পশ্চিমাবিশ্বের জন্য এটি একটি অপরিহার্য হাতিয়ার।

গুগল এর এই ফিচারটির ব্যাবহার খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে।২০১৩ সালের একটি পরিসংখ্যানে দেখা যায় বর্তমান বিশ্বের ৫৪% শতাংশ স্মার্টফোন ব্যাবহারকরী মাসে একবার হলেও গুগল ম্যাপ ব্যাবহার করে।তাহলে বুজতেই পাচ্ছেন এর ব্যাবহারকারীর সংখ্যা কেমন হবে এখন।

বর্তমানে গুগল ম্যাপ এর মাসিক ভিজিটর ১ বিলিয়ন এর ও বেশি এবং তারা বিশ্বের ২০০ টিরও বেশি দেশ কভার করছে।

গুগল ম্যাপ কীভাবে ইনকাম করে?

গুগল ম্যাপ ফ্রিতে এত সুবিধা দেই কিন্তু আমরা কি কখনো ভেবে দেখিছি গুগল ম্যাপ এর এতে লাভ কি হয়।

চলুন জেনে নেই গুগল ম্যাপ এর লাভ ক্ষতি গুলো কী কী

মরগান স্ট্যানলি তাদের অনুমান এর উপর ভিত্তি করে একটি বিবৃতিতে প্রকাশ করেছে ২০২৩ সালের মধ্যে শুধূ ডেস্কটপ ব্যাবহার কারিদের কাছ থেকে খেকে তাদের আয় দাড়াবে $১.২৩ বিলিয়ন মার্কিন ডলার এবং মোবাইল ব্যাবহার কারিদের কাছ থেকে খেকে তাদের আয় দাড়াবে $৯.৮২ বিলিয়ন মার্কিন ডলার সুতরাং উভয় থেকে তাদের আয় দাড়াবে $১১ বিলিয়ন মার্কিন ডলার এর চেও বেশি। গুগল ম্যাপ এর এই বিশাল এনকাম এর একটি বড় অংশ আসে অ্যাডস থেকে।এছাড়াও ল্যান্ডমার্ক নেবিগেশন “Landmark Navigation” এ পি আই অ্যান্ড পার্টনারশীপ “API & partnership” প্রিমিয়াম সাবক্রিপশন “Premium Subscription” থেকে অর্থ উপার্জন করে থাকে।

এছাড়াও গুগল ম্যাপে যখন কোনো রেস্টুরেন্ট, হোটেল, রিসোর্ট ইত্যাদির সন্ধান করা হয় তখন আপনাকে কিছু জায়গা গুগল নিজ খেকে সাজেস্ট করে থাকে এবং আপনি লক্ষ করলে দেখতে পারবেন সেখানে কিছু কোম্পানির অ্যাড দেখায় যার কারণে কোম্পানি গুলো গুগলকে পেমেন্ট করে।এছাড়াও কোনো জায়গার লোকেশন দেখার সময় আশে পাশের বিভিন্ন অফিস, রেস্তুরা এর লোকেশন বড় করে পিন করা থাকে যার কারণে ভিউয়ারদের নজরে আসে, এবং সেজন্য গুগল কোম্পানি গুলো থেকে পেমেন্ট পায়।

ল্যান্ডমার্ক নেবিগেশন “Landmark Navigation” থেকে ইনকাম

গুগল ম্যাপ এর আর্নিং সিস্টেম এর মধ্যে ল্যান্ডমার্ক নেবিগেশন “Landmark Navigation” অন্যতম এবং জনপ্রিয়।আমরা যখন কোনো অপরিচিত জায়গায় যাওয়ার সময় গুগল ম্যাপ এর কাছ থেকে ডিরেকশন নেই তখন গুগল ম্যাপ বিভিন্ন কোম্পানির নাম ব্যাবহার এবং এর কারণে কোম্পানি গুলো থেকে গুগল ম্যাপ ইনকাম করে।

এ পি আই অ্যান্ড পার্টনারশীপ “API & partnership”

রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি কোম্পানি গুলো তাদের কাস্টমার এর কাছে পণ্য পৌছে দেওয়ার জন্য গুগল ম্যাপ এর প্রিমিয়াম কাস্টমাইজড সার্ভিস ব্যাবহার করে।কোম্পনি গুলো গুগল এর সাথে বিভিন্ন ধরণের পার্টনারশিপ লাইসেস্ন করে থাকে এবং এই কারণে গুগল ম্যাপকে তারা মোটা অংকের পেমেন্ট করে থাকে।

প্রিমিয়াম সাবক্রিপশন “Premium Subscription”

গুগল ম্যাপ তাদের প্রিমিয়াম সাবক্রিপশন থেকেও মোটা অংকের টাকা ইনকাম করে থাকে। স্ট্রেটিক স্ট্রিট ভিউ, ডাইনামিক স্ট্রিট ভিউ, ডিসটেন্স মেট্রিকস অ্যাডভান্সড, রোজ স্ট্রিটস লিমিট, পেজ ডিটেলস, গেমিং সলিউশন, এছাড়াও ইন্টারফেস কাস্টমারদের জন্য কাস্টমাইজড সলিউশন, ওয়াল্ড ওয়াইড পার্টনারশিপ প্রাইজ ডিসকাউন্ট এর মতো অসংখ্য সুবিধা গুগল ম্যাপ দিয়ে থাকে।

আমাদের শেষ কথা

আমাদের কী, কেন, কীভাবে সিরিজের এই পর্বে গুগল ম্যাপ সম্পর্কে বিস্তারিত জেনে কেমন লাগল তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জানতে সহযোগিতা করবেন।ফ্রিল্যানসিং, অনলাইন ইনকাম, এবং জানা অজানা বিভিন্ন বিষয় জানতে আমাদের ওয়েবসাইট (লার্নিং ডায়াগ্রাম ডট কম) নিয়মিত ভিজিট করুন

ধন্যবাদ

www.learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *