একটি ব্লগ এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ট্রাফিক বা ভিজিটর।যদি ব্লগ সাইটে ট্রাফিক নাহ আসে তাহলে কস্ট করে করা সেই সাইট মূল্যহীন।
তাই লার্নিং ডায়াগ্রাম ডট কম এর এই আর্টিকেলে আপনারা জানতে পারবেন কীভাবে আপনার ব্লগার বা ওয়ার্ডপ্রেস সাইটে ভিজিটর বাড়াবেন
কেন ওয়েবসাইটে ট্রাফিক বাড়াবেন?
বর্তমানে প্রায় সবাই ব্লগিং বা লেখালেখি করতে ভালোবাসেন।কেউ বা ইনকাম এর জন্য আবার কেউ বা নিজের সখ থেকে।তবে যে যেটার জন্যই করুক যদি তার সাইটে ট্রাফিক না থাকে তাহলে কিন্তু কোনো লাভ নেই।কারণ আপনি যাদের জন্য লিখলেন বা আপনার কষ্ট করে লিখাগুলো যদি পড়ার মতো কেউই না থাকে তাহলে লিখে কি লাভ এত কষ্ট করে সময় দিয়ে? তাই ট্রাফিক বা ভিজিটরকে ওয়েবসাইট এর প্রাণও বলা হয়।তাই ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর উপায় গুলো জানাবো।
ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর উপায়?
S.E.O (Search Engine Optimization) – এস ই ও
একটি ওয়েবসাইট এর জন্য সবচেয়ে বেশী প্রয়োজন অর্গানিক ট্রাফিক।
অর্গানিক ট্রাফিক কাকে বলে?
সার্চ ইন্জিন (গুগল, ইয়াহু,) গুলোতে সার্চ করে যদি আপনার ওয়েবসাইটকে পায় এবং সেখান থেকে ক্লিক করে যদি কেও আপনার সাইট ভিজিট করে তাহলে সেই ভিজিটর গুলোকে বলে অর্গানিক ট্রাফিক বা অগানিক ভিজিটর।
আপনি যদি আপনার সাইটে অর্গানিক ট্রাফিক আনতে চান তাহলে অবশ্যই আপনার সাইটটিকে সঠিক ভাবে S.E.O করতে হবে।
ভালো মানের কন্টেন:
যদি আপনার সাইটে অর্গানিক বা সোস্যাল মিডিয়া থেকে ট্রাফিক চলে আসে তারা যদি আপনার সাইটের আর্টিকেল পরে কিছুই বুজতে না পারে অথবা তারা যদি ভুল ওলট পালট লেখা পায় তাহলে তারা আর আপনার সাইটে প্রবেশ করবে নাহ আবার যেদি উল্টোটা হয় যেমন ধরেন তারা যদি আপনার পোস্ট গুলো সব সঠিক তথ্য আবার সুন্দর করে গুছানো তথ্য পায় তাহলে নিংসন্দেহে পরবর্তী সময়ে আবার আসবে এবং বন্দুদের সাথে শেয়ার করবে এতে করে আপনার সাইট মানুষের কাছে পরিচিত হবে অনেক ভিজিটর থাকায় গুগলে র্যাং ক করবে এবং অনেক ট্রাফিক গুগল থেকেও পাবেন।আবার ইনকামও ভালো হবে।
সাইটের ডিজাইন – Perfect Design:
একটি সাইটের ট্রাফিক ধরে রাখতে সাইটের ডিজাইন খুবই কার্যকরী ভূমিকা রাখে।কারন আপনার সাইটের সব গুলো আর্টিকেল যদি সঠিক নিয়মে সাজানো থাকে তাহলে আপনার ভিজিটররা ডুকে সহজে তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে।এতে করে আপনার সাইট ভিজিটরের কাছে পরিচিত হয়ে উঠবে এবং ট্রাফিক বৃদ্ধি পাবে।
Attractive টাইটেল – Effective শিরোনাম:
আমরা যখন কোনো কিছু গুগলে সার্চ/ অনুসন্ধান করি তখন কিন্তু ভুল করেও ভিতরে কি লিখা আছে সেটি পড়ি নাহ বা পড়তে পারি নাহ আমরা কিন্তু শিরোনামটি ভালো লাগলে তারপরই ক্লিক করে ভিতরে ডুকি।তাই আপনি যদি একটি নজর কাড়ার মতো টাইটেল দেন তাহলে কিন্তু খুব সহজে আপনি খুব ভালো ট্রাফিক পাবেন সার্চ ইন্জিন গুলো থেকে।
সোস্যাল মিডিয়া মার্কেটিং – Social media marketing:
বর্তমানে আমি আপনি প্রায় সবাই সোস্যাল মিডিয়াতে অবসর সময় পার করতে ভালোবাসি।তাই আপনি যদি আপনার পোস্ট গুলো সোস্যাল মিডিয়া সাইটের সেই রিলেটেড গ্রুপ গুলোতে শেয়ার করেন তাহলে আপনি সেখান থেকে কিছু ট্রাফিক পাওয়ার সম্ভবনা তৈরী হবে।
ব্যাক লিংক – Create back link:
আপনার সাইটকে উচ্চ শিখরে পৈাছাতে ব্যাকলিংক খুবই কার্যকরী ভূমিকা পালন করে।তাই আপনি আপনার সাইটের জন্য বেশি করে ব্যাক লিংক তৈরী করুন।
ব্যাকলিংক কী?
ব্যাকলিংক হলো আপনি আপনার সাইটকে অন্য কোনো বড় সাইটে লিংক দিয়ে যুক্ত করে দিবেন।
কোন সাইট গুলোকে ব্যাকলিংক এর জন্য নির্ধারণ করবেন
ব্যাক লিংক তৈরী করার জন্য অবশ্যই সেই সব সাইট গুলোকে টার্গেট করবেন যেইগুলোতে অনেক বেশি ভিজিটর আসে।যেমন: সোস্যল মিডিয়া সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, ভালো মানেরব্লগ সাইট ইত্যাদি।
ব্যাকলিংক তৈরীর নিয়ম:
ব্যাক লিংক তৈরী করার জন্য আপনি টার্গেট সাইট গুলোতে গিয়ে আপনি যেই পোস্ট এর জন্য ব্যাকলিংক তৈরী করতে চাচ্ছেন সেই রিলেটেড পোস্ট খুজে বের করে তাদের পোস্ট সম্পর্কে ভালো কিছু লিখে আপনার পোস্ট এর লিংক দিয়ে দিবেন।
আকর্ষণীয় ইমেজ তৈরী – Create Eye catching Image:
একটি ওয়েবসাইটে যেমন টাইটেল দেখে অনেক ভিজিটর আসে ঠিক তেমনি যদি আপনার পোস্ট এর ইমেজ গুলো সার্চ ইন্জিনে র্যাং ক করে তাহলে আপনি শুধু ইমেজ দিয়েও অনেক ভিজিটর পাবেন।
ইয়োস্ট ইয়োগা স্কোর:
যাদের ওয়ার্ডপ্রেস সাইট রয়েছে তারা ইয়োস্ট ইয়োগা ব্যাবহার করেন এবং SEO ও Readability দুইটারই স্কোর গুড রাখবেন।
ধন্যবাদ