আসসালামু আলাইকুম
আপনারা সবাই জানেন বর্তমানে সামনে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র এর কার্যক্রম শুরু করেছে।এমতাবস্থায় যাদের আইডি কার্ড নেই তারা NID – National Identity Card এর আবেদন করতে পারবেন।আর এর জন্য প্রতিনিদি আপনার বাসা থেকে তথ্য সংগ্রহ করে নিয়ে আসবে অথবা আপনি চাইলে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন।আজকে মূলত আপনাদের দেখাবো কীভাবে অনলাইন এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র এর আবেদন করবেন।
জাতীয় পরিচয়পত্র এর জন্য আবেদন
জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইন এর মাধ্যমে আবেদন করতে নিচের পদক্ষেপ গুলো ফলো করুন।
1. সেজন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন “nid application” এরপর নিচের স্কিনশর্ট এর মতো করে প্রথম লিংকে অখবা এইখানে ক্লিক করুন।

২. এরপর নিচের স্কিনশর্ট এর মতো একটি পেইজ আসবে সেখানে ঢুকে “আবেদন করুন” বাটনে ক্লিক করুন।

3. এরপর আপনার সামনে “অ্যাকাউন্ট নিবন্ধন” নামে একটি অপশন আসবে এইখানে আপনার নাম (ইংরেজিতে), জন্ম তারিখ এবং ছবিতে প্রদর্শিত কোডটি দিয়ে (ক্যাপচা পূরণ) বহাল অপশনে ক্লিক করুন।
এরপর মোবাইল নাম্বার দেওয়ার অপশনে একটি সঠিক সচল মোবাইল নাম্বার দিন।


4. এরপর আপনি আপনার ফোন নাম্বারে পাঠানো ৬ সংখ্যার কোডটি দিয়ে ভেরিফাই করুন।
5. এরপরের পেইজে আপনার সামনে একটি নতুন পেইজ আসবে যেখানে আপনি “ইউজারনেম” “পাসওয়ার্ড” “পুনরায় পাসওয়ার্ড” লিখুন অপশনটি পূরণ করুন।এখন আবার বহাল অপশনে ক্লিক করুন।

বি:দ্র: মনে রাখবেন “ইউজারনেম” অপশনটি যেকোনো কিছুর নাম অথবা নিজের নাম এর শেষে যেকোনো নাম্বার দিয়ে দিলেই হবে তবে পাসওয়ার্ডটি অবশ্যই শক্তিশালী হতে হবে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, বিশেষ ক্যারেকটার, সংথ্যার সংমিশ্রণ, রাখবেন।যেমন: 55HHhhss/../
6. এখন বিস্তারিত প্রফাইলে ক্লিক করে “এডিট” অপশনে ক্লিক করুন।এরপর আপনার সব তথ্য সঠিক ভাবে পূরণ করুন।এখানে “ব্যাক্তিগত তথ্য” ”ঠিকানা” ”অন্যান্য” অপশন সব গুলো সঠিক ভাবে পূরণ করুন মনে রাখবেন এইখানে কোনো তথ্য ভূল হলে আপনার এইআইডি তথ্য ভূল আসবে।
এরপর পরবর্তী অপশনে ক্লিক করুন।

7. কাগজপত্র: এইখানে দেখবেন আপনাকে বলবে এই আবেদনটির জন্য কাগজপত্র প্রয়োজন নেই।এরপর আবার পরবর্তী আপশনে ক্লিক করুন।
8. নিশ্চিত করুন: নিশ্চিত করুন অপশন থেকে সাবমিট বাটনে ক্লিক করুন এরপর দেখবেন দেখাচ্ছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এবং নিচে আপনার পূরণ করা সব তথ্য দেখাবে এরপর ডাউনলোড অপশন থেকে জাতীয় পরিচয়পত্র আবেদনটি ডাউনলোড করুন।
এরপর আপনার আবেদনটি ডাউনলোড করে প্রিন্ট করুন।তারপর এর সাথে কিছু কাগজ পত্র যোগ করুন সেগুলো হলো:
- জন্মনিবন্ধন এর অনলাইন কপি।
- স্কুল সার্টিফিকেট/ এডমিট কার্ড ।
- পিতা মাতার এনআইডি কার্ড এর কপি।
- চেয়ারম্যান বা কমিশনারের নাগরিক সনদ/ পত্রয়ন পত্র।
মনে রাখবেন: উপরের সব গুলো কপি অবশ্যই সত্যায়িত করতে হবে।
এরপর ৩৪ নম্বর কলাম এর অপর আবেদন করীর স্বাক্ষর হিসেবে আপনি (যার জন্য এনআইডি) স্বাক্ষর করবেন তারপর ৩৪ নম্বর কলামে শনাক্তকারী ( চেয়ারম্যান বা কমিশনার ) এর জাতীয় পরিচয়পত্র এর নাম্বার ও স্বাক্ষর দিবেন।এইগুলো নিয়ে নির্বাচন ভবনে জমা দিলে তারা আপনাকে একটি নির্দিষ্ট তারিখ দিবে সেই তারিখ অনুযায়ী আপনি গিয়ে আঙ্গুল এর ছাপ ও চোখের রেটিনা স্ক্যান করিয়ে আসবেন।তারপর আরেকটি তাদের দেওয়া তারিখে গিয়ে আপনি আপনার এনআইডি কার্ডটি নিয়ে আসবেন।
ধন্যবাদ