কাতার এর অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম

কাতার এর অত্যাধুনিক স্টেডিয়াম – Qatar Stadium

খেলা ধূলা

হাতের নাগারে চলে আসছে কাতার ওয়ার্ল্ড কাপ খুব শীঘ্রই পর্দা উঠছে কাতার বিশ্ব কাপ 2022 এর।এবারের ফিফা ওয়ার্ল্ড বা কাতার বিশ্বকাপ নিয়ে তৈরী হয়েছে নানা আলোচনা সমালোচনা কিন্তু এত আলোচনা সমালোচনার পরেও কাতার বিশ্বকাপ এর মূল আকর্ষণ হলো এর অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রীত স্টেডিয়াম।চলুন জেনে নেই কাতার এর অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম গুলো সম্পর্কে

লুসাইল স্টেডিয়াম:

কাতার বিশ্বকাপের ৮টি অত্যাধুনিক স্টেডিয়াম এর মধ্যে একটি হলো কাতার এর লুসাইলে অবস্থিত লুসাইল আইকনিক স্টেডিয়াম একটি অত্যাধুনিক স্টেডিয়াম।কাতারের এই লুসাইল স্টেডিয়ামে এক সঙ্গে ৮০ হাজার দর্শক খেলা দেখতে পারবে।এবং এই লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।এই স্টেডিয়ামটি ব্রিটিশ সংস্থা ফস্টার + পার্টনার্স নকশা করেছে আর লুসাইল স্টেডিয়াম এর নকশার ধারণা নেওয়া হয়েছে কাতারের ঐতিহ্যবাহী খেজুরের পাত্র থেকে।দূর থেকে দেখলে মনে হবে স্টেডিয়ামটি শূন্যে ভাসমান অবস্থায় রয়েছে।এবং প্রবেশের জন্য রয়েছে কয়েকটি সেতু বা ব্রিজ।এই স্টেডিয়াম এর আরেকটি বৈশিষ্ট্য এর ছাদ খোলা বা বন্ধ করা যাবে।ছাদ বন্ধ অবস্থায় স্টেডিয়ামকে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রীত করা যাবে।কাতারের রাজধানী দোহা থেকে সরাসরি প্রবেশের জন্য বসানো হয়েছে মেট্রোরেল।এই স্টেডিয়াম পুরো শক্তি পাবে সৌর শক্তি থেকে।ফিফা বিশ্বকাপ শেষে এই স্টেডিয়ামকে ৪০ হাজার আসনে পনেরো ঘটিত করা হবে।বাকী অংশ গুলো দোকান, ক্যাফে, শিক্ষা ও স্বাস্থ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

আল বাইত স্টেডিয়াম:

কাতারের আল খোর এলাকায় অবস্থিত আল বাইত স্টেডিয়াম।আল বাইত স্টেডিয়ামে এক সঙ্গে ৬০ হাজার দর্শক বসে খেলা দেখেতে পারবে।সংবাদ কর্মীদের জন্য আলাদা এক হাজার আসন রয়েছে।স্টেডিয়ামটি নির্মাণশৈলী আর পরিবেশবান্ধব ডিজাইন এর জন্য স্থাপনাটি বিশেষ স্বীকৃতি অর্জন করেছে।আল বাইত স্টেডিয়াম এর আকর্ষণীয় বিষয় হলো এর ভিতরে রয়েছে আবাসিক হোটেল।সেই হোটেল রুম এর বারান্দা থেকে সরাসরি মাঠের ফুটবল খেলা দেখা যাবে।স্টেডিয়ামটিতে রয়েছে পার্কিং এর সু-বিশাল জায়গা।আল বাইত স্টেডিয়াম এর পার্কিং এরিয়ারে এক সঙ্গে ৬ হাজার গাড়ি, ১ হাজার ট্যাক্সি, ৭০০টি বাস এবং অনেকগুলো ওয়াটার টেক্সি রাখা যাবে।স্টেডিয়ামটিতে প্রবেশের জন্য বেশ কয়েকটি ব্রিজ বা সেতু নির্মাণ করা হয়েছে।

স্টেডিয়াম ৯৭৪:

স্টেডিয়াম 974 এর পূর্ব নাম ছিল রাস আবু আবুদ স্টেডিয়াম।এই স্টেডিয়াম এর ধারণ ক্ষমতা প্রায় ৪০ হাজার।এই স্টেডিয়াম এর অন্যতম চমক হচ্ছে এটি একটি স্থানান্তর যোগ্যূ স্টেডিয়াম।এর নকশায় শিপিং কন্টেইনারকে প্রাধান্য দেওয়া হয়েছে।এর নাম ৯৭৪ রাখার কারণ হলো কাতার এর আন্তর্জাতিক ডায়াল কোড +৯৭৪।এছাড়াও এই স্টেডিয়াম নির্মাণে ৯৭৪টি শিপিং কন্টেইনার ব্যাবহার করা হয়েছে।স্টেডিয়াম ৯৭৪ এর ডিজাইনার স্পেন এর স্থাপত্য বিষয়ক সংস্থা ফেনউইক ইরিবারেন আর্কিটেক্ট।বিশ্বকাপ এর পর কাতার এই স্টেডিয়াম ভেঙে ফেলা হবে।তবে কাতার এর পক্ষ থেকে জানানো হয়েছে স্টেডিয়ামটি কোনো অনুন্নত দেশে দান করা হবে যারা তাদের ফুটবল উন্নয়নে এটি ব্যাবহার করতে পারবে।

আল সুমামাহ স্টেডিয়াম:

কাতার এর আরেকটি অত্যাধুনিক স্টেডিয়াম এর মধ্যে আল সুমামাহ অন্যতম।যেটি কাতার এর আল সুমামাহশহরে অবস্থিত।এই স্টেডিয়ামে প্রায় ৪০ হাজার দর্শক একসাথে বসে খেলা দেখতে পারবে।এইখানে অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা।এটি তৈরী হয়েছে আরবের ঐতিহ্যবাহী টুপির আদলে।স্টেডয়ামটির ডিজাইনার আরব ইন্জিনিয়ারিং ব্যুরুর ডিজাইনার ইব্রাহিম এম জাইদা।ফিফা বিশ্বকাপ এর পর স্টিডিয়াম এর ধারণ ক্ষমতাকে বিশ হাজারে কমিয়ে আনা হবে।অতিরিক্ত আসন গুলো বিদেশে ফুটবল উন্নয়নে দান করা হবে।

এডুকেশন সিটি স্টেডিয়াম:

কাতারের আল রাইয়ানে অবস্থিত এডুকেশন সিটি স্টেডিয়াম।কাতারের আল রাইয়ানে অবস্থিত এডুকেশন সিটি স্টেডিয়াম।এটি কাতার ফাউন্ডেশন এরিএডুকেশন সিটির কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঝে অবস্থিত।এই স্টেডয়িামে প্রায় ৪০ হাজার দর্শক একসাথে বসে খেলা উপভোগ করতে পারবে।ফিফা বিশ্বকাপের পর স্টেডিয়ামটি ফিফা বিশ্বকাপের অ্যাথলেটিক দল ব্যাবহার করবে।তখন স্টেডিয়াম এর ধারণ ক্ষমতা করা হবে ২৫ হাজার।এটি বিশ্বের পরিবেশগত টেকশই স্টেডিয়াম গুলোর মধ্যে একটি।২০১৯ সালের মে মাসে এই স্টেডিয়াম ৫ তারকা জি এস এস রেটিং অর্জন করেছে।স্টডিয়াম এর নির্মাণ কাজ ২০২০ সালের জুন মাসে শেষ হয়েছে এবং ২০২০ সালের ১৫ জুন এডুকেশন সিটি স্টেডিয়াম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

আল রাইয়ান স্টেডিয়াম

আল রাইয়ান স্টেডিয়াম এর পূর্ব নাম ছিল আহম্মাদ বিন আল স্টেডিয়াম।এই স্টেডিয়ামটি কাতার স্টার লিগের দল আলরাইয়ান স্পোর্টস ক্লাবের ঘরোয়া মাঠ।২০০৩ এই মাঠ এর ছিল আহম্মাদ বিন আল স্টেডিয়াম এবং তখন এর ধারণ ক্ষমতা ছিল ২১ হাজার এর বেশি কিন্তু বর্তমানে Qatar 2022 বিশ্বকাপ উপলক্ষে এই মাঠটির ধারণ ক্ষমতা ৪১ হাজারে উন্নীত করা হয়েছে।তবে বিশ্বকাপ শেষে এর ধারণ ক্ষমতা আবারো ২০ হাজারে কমিয়ে আনা হবে এবং বাকী আসন গুলো বিদেশে দান করা হবে। নতুন স্টেডিয়াম এর নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৬ সালে।পরিবেশবান্ধব ও স্থায়ীত্বের দিক বিবেচনা করে তৈরী হয়েছে আল রাইয়ান স্টেডিয়াম।এই মাঠে FIFA WORLD CUP 2022 এর মোট ৭টি খেলা অনুষ্ঠিত হবে।

খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম:

কাতারের দোহায় অবস্থিত কাতারের জাতীয় স্টেডিয়াম খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম।এটি দোহা স্পোর্টস সিটির অংশ।এর নাম করণ করা হয়েছে কাতারের সাবেক আমীর খলিফা বিন হামাদাল থানির নামানুসারে।খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম সর্বপ্রথম চালু হয় ১৯৭৬ সালে।এটি কাতার জাতীয় দলের ঘরোয়া স্টেডিয়াম।২০০৬ সালের এশিয়ান গেম এর সময় এর ধারণ ক্ষমতা ২০ থেকে ৪০ হাজারে উন্নীত করা হয়।২০১১ সালের এএফসি এশিয়ান কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।পরে আবার পুনরায় নির্মাণ করে ২০১৭ সালে আবার উদ্বোধন করা হয়।ফিফা বিশ্বকাপ উপলক্ষে এর ধারণ ক্ষমতা ৬৮ হাজার করা হয়েছে।

আল জানুব স্টেডিয়াম:

আল জানুব স্টেডিয়াম এর পূর্ব নাম ছিল আল-ওয়াকরাহ স্টেডিয়াম।২০১৯ সালে আল জানুব স্টেডিয়াম উদ্বোধন করা হয়।ব্রিটিশ-ইরাকি স্থপতি জাহা হাদিদ এই স্টেডিয়ামটির নকশা করেছেন।পারস্য সাগরের মুক্তা শিকারিদের ঐতিহ্যবাহী দাও নৌকার পাল থেকে অনুপ্রাণিত হয়ে এই স্টেডিয়াম এর নকশা করা হয়েছে।এই স্টেডিয়াম এর ছাদ ইচ্ছে মতো সরানো যায়।এই স্টেডিয়াম এর ধারণ ক্ষমতা ৪০ হাজার কিন্তু বিশ্বকাপ এর পর এর ধারণ ক্ষমতা কমিয়ে ২০ হাজার করা হবে এবং বাকী আসন গুলো দান করা হবে।

ধন্যবাদ

www.learningdiagram.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *